Advertisement
মনোরঞ্জন

প্রি-ম্যারেজ হানিমুনে মালদ্বীপে অঙ্কুশ- ঐন্দ্রিলা! দেখুন লাভ বার্ডসের PHOTOS

  • 1/9

কিছুদিন আগেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ের কথা। খবর ছিল, এই বছরের শুরুতেই শুভ কাজটি সেরে ফেলবেন তাঁরা।

  • 2/9

বিয়ের জল্পনা এখনও সত্যি হয়নি। এর মাঝেই এবার মালদ্বীপে বিশেষ সময় কাটাটে গেলেন লাভ বার্ডস। 

  • 3/9

মালদ্বীপের মনোরম পরিবেশে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করছেন তাঁরা।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

Advertisement
  • 4/9

সেখানে লেমোনেড হাতে একটি মজার পোস্টও করেছেন অঙ্কুশ। তিনি লিখেছেন ভারতীয় মুল্যে সেটার দাম ১০০০ টাকা এবং সেই জন্য মায়ের কথা মনে পড়ছে তাঁর। এই পোস্ট দেখে সেখানে কমেন্ট করেছেন মিমি চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলীর মতো নায়িকারাও।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

  • 5/9

 নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি অঙ্কুশ-ঐন্দ্রিলা। যে কোনও পার্টি কিংবা উৎসব, দুজনকে এক্সঙ্গেই দেখা যায় তাঁদের।

  • 6/9

 ডিসেম্বরের শেষে হিমাচল প্রদেশে ট্রিপ সেরে এসেছেন এই জুটি।

  • 7/9

 সেখানের ছবি দেখলেই বোঝা যায় ঠান্ডায় আদুরে আলাপে মেতেছিলেন এই টলি কাপল। একে অপরকে জড়িয়ে রেখেছিলেন আষ্টেপিষ্টে।

Advertisement
  • 8/9

সময়টা বেল ভালই যাচ্ছে এই জনপ্রিয় জুটির। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে রাজা চন্দ পরিচালিত 'ম্যাজিক'।  প্রথমবার রিল লাইফে জুটি বেঁধেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। 

  • 9/9

এছাড়াও এই বছরে আরও চারটি নতুন ছবি রিলিজ করার কথা অঙ্কুশের। সেই সঙ্গে 'ডান্স বাংলা ডান্স'-র বিচারক আস্নেও দেখা যাবে তাঁকে।  (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

Advertisement