scorecardresearch
 
Advertisement
টলিউড

Yaas- র দাপটের মাঝেই চণ্ডীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন বিধায়ক-অভিনেতা সোহম

Soham Chakraborty সোহম চক্রবর্তী
  • 1/8

ঘূর্ণিঝড় ইয়াস ইতিমধ্যে তাণ্ডব চালিয়েছে ওড়িশা, দিঘা সহ দক্ষিণবঙ্গের জেলায়। প্লাবিত হয়েছে একাধিক গ্রাম। চণ্ডীপুরেও প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে।
 

Soham Chakraborty সোহম চক্রবর্তী
  • 2/8

সমস্ত এলাকা ঘুরে দেখলেন নব নির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। 

Soham Chakraborty সোহম চক্রবর্তী
  • 3/8

ঝড়ের দাপট কিছুটা কমতেই এবং সহকর্মীদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে বেড়িয়েছেন সোহম। 
 

Advertisement
Soham Chakraborty সোহম চক্রবর্তী
  • 4/8

তিনি জানান, "আজ ঝড়ের তান্ডব চলাকালীনই সকাল থেকেই চণ্ডীপুরে প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং তার মধ্যেই প্রশাসন এবং আমার সহকর্মীরা সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাতে আমরা খুব তাড়াতাড়ি এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারি।"
 

Soham Chakraborty সোহম চক্রবর্তী
  • 5/8

ইয়াস আছড়ে পড়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার চন্ডীপুর বিধানসভায় ঝড়ের তাণ্ডব সামলাতে কিছু এলাকা এবং রিলিফ সেন্টারগুলিও পরিদর্শন করেন তিনি।

Soham Chakraborty সোহম চক্রবর্তী
  • 6/8

সেই সঙ্গে যে সকল অসহায় মানুষদের রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের কোনও অসুবিধে যাতে না হয় সে বিষয়গুলিও নিশ্চিত করেন তারকা-বিধায়ক।
 

Soham Chakraborty সোহম চক্রবর্তী
  • 7/8

মঙ্গলবার সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় ইয়াস অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছিল। আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন,  সকাল ৯ টায় শুরু হয়েছে ইয়াসের ল্যান্ডফল। 

Advertisement
Soham Chakraborty সোহম চক্রবর্তী
  • 8/8

তাণ্ডব চলেছে বিভিন্ন স্থানে। ওড়িশার বালেশ্বর সহ উপকূল এলাকায় সমুদ্রের জল সব ভেসে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সিভিক ভলান্টিয়ার, অফিসার সহ ৩ লক্ষ পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Advertisement