ঘূর্ণিঝড় ইয়াস ইতিমধ্যে তাণ্ডব চালিয়েছে ওড়িশা, দিঘা সহ দক্ষিণবঙ্গের জেলায়। প্লাবিত হয়েছে একাধিক গ্রাম। চণ্ডীপুরেও প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি জানান, "আজ ঝড়ের তান্ডব চলাকালীনই সকাল থেকেই চণ্ডীপুরে প্লাবিত অঞ্চলগুলি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং তার মধ্যেই প্রশাসন এবং আমার সহকর্মীরা সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাতে আমরা খুব তাড়াতাড়ি এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারি।"
ইয়াস আছড়ে পড়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার চন্ডীপুর বিধানসভায় ঝড়ের তাণ্ডব সামলাতে কিছু এলাকা এবং রিলিফ সেন্টারগুলিও পরিদর্শন করেন তিনি।
সেই সঙ্গে যে সকল অসহায় মানুষদের রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের কোনও অসুবিধে যাতে না হয় সে বিষয়গুলিও নিশ্চিত করেন তারকা-বিধায়ক।
মঙ্গলবার সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় ইয়াস অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছিল। আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সকাল ৯ টায় শুরু হয়েছে ইয়াসের ল্যান্ডফল।