গত বুধবার থেকেই শুরু হয়েছে দেব (Dev) ও রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) পরবর্তী ছবি 'কিশমিশ' (Kishmish) -র শ্যুটিং। দেব এন্টারটেইনমেন্টস ভেঞ্চারসের প্রযোজনায় এবং রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) পরিচালনায় তৈরি হবে এই ছবি।
একদিকে দেবকে দেখা যাবে কমিক বুক আর্টিস্ট কৃশানু চরিত্রে। অন্যদিকে রুক্মিণী এই ছবিতে অভিনয় করবেন রোহিণী চরিত্রে। বলা যায় তিনটি সময়কালকে তুলে ধরা হবে ছবিতে।
ইতিমধ্যে সামনে এসেছে দেবের 'স্কুলবয়' লুক। কোঁকড়া চুলে গোল ফ্রেমে চোখে চশমা পরা কৃশানু ওরফে দেবকে দেখে ইতিমধ্যে উৎসাহিত অনুরাগীরা।
চমক হিসাবে ছবিতে রয়েছে তিনজন প্রথম সারির ও প্রবীণ অভিনেতার উপস্থিতি। ক্যামিও চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পরাণ বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু, লিলি চক্রবর্তীর মতো শিল্পীরা। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন মধুরা পালিত। গত কয়েক বছরে মধুরার নিজের দক্ষতায় একের পর এক ছবিতে প্রশংসা কুড়িয়েছেন।এছাড়াও ছবির সঙ্গীত পরিচালনা নীল চট্টোপাধ্যায়ের।
ক্যামিও চরিত্রে এছাড়াও অভিনয় করছে দুই ক্ষুদে শিল্পী- লাড্ডু এবং উদিতা। শ্যুটের প্রথমদিন তাঁরা দেব -রুক্মিণীর ছবিতে অভিনয় করতে পেরে খুবই আনন্দিত তাঁরা।
'কিশমিশ' -ছবিতে প্রচুর ২ডি অ্যানিমেশনের কাজ থাকবে। প্রকাশ্যে আসা কার্টুন ভিডিয়ো থেকে বোঝা যাচ্ছে, পড়াশোনায় পিছিয়ে থাকা কৃশানু, নিজেকে 'ফেলু-দা' বলে। রোহিণী তাঁকে পাত্তা না দিলেও, তাঁকেই বিয়ে করতে চায় সে।
ঈদ-অল- আদাহ-র দিনই শুভ মহরৎ হয়েছিল ছবির। মালদ্বীপ থেকে ফিরেই কাজে যোগ দিয়েছিলেন লাভ বার্ডস। এদিন সাদা থিমের পোশাকে হাজির ছিলেন অভিনেতা ও কলাকুশলীরা। সকলেই মেতেছিলেন ফটো সেশনে। যার ঝলক মিলিছিল প্রযোজনা সংস্থা ও সকলের সোশ্যাল মিডিয়া পেজে।