scorecardresearch
 
টলিউড

Sreelekha Mitra: শ্রীলেখা এবার 'শ্রীদেবী'! লাল শাড়িতে ফ্যানদের চমক অভিনেত্রীর

sreelekha mitra paids tribute to bollywood actress sridevi on her birth anniversary শ্রীলেখা মিত্র
  • 1/10

আজ অর্থাৎ ১৩ অগাস্ট বলিউডের প্রথম 'মহিলা সুপারস্টার' শ্রীদেবীর (Sridevi) জন্মদিন। গোটা দেশে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য অনুগামী দিনভর তাঁকে স্মরণ করেছেন। বাদ গেলেন না তাঁর আরও এক অনুগামী, টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra)। 

sreelekha mitra paids tribute to bollywood actress sridevi on her birth anniversary শ্রীলেখা মিত্র
  • 2/10

শ্রীলেখা যে শ্রীদেবীর ফ্যান, তা ইতিমধ্যে অনেকেই জানেন। এই কথা বিভিন্ন সাক্ষাৎকারে শ্রীলেখা নিজেই বলেছেন বহুবার। প্রিয় তারকার জন্মদিনে তাঁর বিভিন্ন লুক রিক্রেয়েট করার চেষ্টা করলেন তিনি। সেই সঙ্গে নিজের ফ্যানদের সঙ্গেও ছবিগুলি শেয়ার করেছেন অভিনেত্রী। 
 

sreelekha mitra paids tribute to bollywood actress sridevi on her birth anniversary শ্রীলেখা মিত্র
  • 3/10

কোনও ছবিতে 'জানবাজ' তো কোনওটিতে 'ইংলিশ ভিংলিস'-এ শ্রীদেবীর মতো সাজার চেষ্টা করেছেন শ্রীদেবী। সেই সঙ্গে ছবির ক্যাপশনে লিখেছেন, "আমার দেবী'! সত্যিকারের প্রথম মহিলা সুপারস্টার। তাঁর প্রতি একটি ছোট শ্রদ্ধাজ্ঞাপন করলাম..." 
 

sreelekha mitra paids tribute to bollywood actress sridevi on her birth anniversary শ্রীলেখা মিত্র
  • 4/10

শুধু ছবি না 'জানবাজ'-র জনপ্রিয় গান 'হর কিসিকো নহি মিলতা ইহা প্যায়ার জিন্দেগী ম্যায়' গানে লাল শিফনের শাড়িতে একটি ছোট নাচের ভিডিয়ো শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র। 

sreelekha mitra paids tribute to bollywood actress sridevi on her birth anniversary শ্রীলেখা মিত্র
  • 5/10

শুধু কি তাই? সেই ভিডিয়ো নিজের সোশ্যাল পেজে শেয়ার করা মাত্রই ভার্চুয়াল ভালোবাসায় ভরিয়েছেন তাঁর ফ্যানেরা। 

 

sreelekha mitra paids tribute to bollywood actress sridevi on her birth anniversary শ্রীলেখা মিত্র
  • 6/10

সম্প্রতি নিজের আরও কিছু ফটো সেশনের মুহূর্ত সকলের সঙ্গে তুলে ধরেছেন অভিনেত্রী। সেই ছবিগুলিতে মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। 
 

sreelekha mitra paids tribute to bollywood actress sridevi on her birth anniversary শ্রীলেখা মিত্র
  • 7/10

কিছুদিন আগেই শ্রীলেখা মিত্রের ভাবনা ও নির্দেশনায় তৈরি হয়েছে একটি ছোট ছবি 'পাউরুটিতে প্রেম'। গল্পে বলা তাঁর জীবনের অংশ পর্দায় তুলে ধরেছেন অমৃতা চট্টোপাধ্যায় এবং তাঁর সেই ডেটের চরিত্রে দেখা গেছে মৈনাক গঙ্গোপাধ্যায়। এক টুকরো পাউরুটি কীভাবে প্রেমের অনুঘটক হতে পারে, ব্লাইন্ড ডেটে গিয়ে সেই উপলব্ধির কথা ছবিতে বর্ণনা করেছেন শ্রীলেখা। 

sreelekha mitra paids tribute to bollywood actress sridevi on her birth anniversary শ্রীলেখা মিত্র
  • 8/10

প্রসঙ্গত, সম্প্রতি নিজের ইন্সটা পেজে একটি ঘোষণা করেছিলেন শ্রীলেখা মিত্র। ভিডিয়োর মাধ্যমে তিনি জানিয়েছিলেন, প্রতিদিন ফ্যানেদের একটা করে প্রশ্নের উত্তর দেবেন তিনি। আর সেই মতোই শুরু হয়েছে একের পর এক প্রশ্নবাণ! ইতিমধ্যে বহু প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রীলেখা মিত্র। 

sreelekha mitra paids tribute to bollywood actress sridevi on her birth anniversary শ্রীলেখা মিত্র
  • 9/10

যার মধ্যে এক নেটিজেন তাঁকে বলেন, "অনেক প্রশ্ন আছে, কিন্তু তোমাকে দেখে ভুলে যাই..." এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বেশ মোহময়ী লুকে বলেন, "আমি প্রশ্ন করছি... কেন?"

 

sreelekha mitra paids tribute to bollywood actress sridevi on her birth anniversary শ্রীলেখা মিত্র
  • 10/10

 সমস্ত ছবি সৌজন্য:  শ্রীলেখা মিত্রের ফেসবুক পেজ