
এই মুহূর্তে টলিপাড়ার সবচেয়ে চর্চিত বিষয় দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের বিয়ে। (ছবি সৌজন্য:ফেসবুক)

বলা চলে রীতিমতো কার্নিভাল চলছে এই তারকা-জুটির বিয়েতে। এক সপ্তাহ ধরে চলছে নানা অনুষ্ঠান। (ছবি সৌজন্য:ফেসবুক)

গত ৯ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছেন মহানায়ক উত্তম কুমারের নাতি, অভিনেতা গৌরব ও অভিনেত্রী-নৃত্যশিল্পী দেবলীনা। মঙ্গলবার হয়ে গেল তাঁদের গ্র্যান্ড রিসেপশন। (ছবি সৌজন্য:ফেসবুক)

এদিন সন্ধ্যায় পি সি চন্দ্র গার্ডেন সেজে উঠেছিল আলোয়। সেখানে যেন ছিল চাঁদের হাট। ব্যাকগ্রাউন্ডে চলছিল ক্লাসিক হিন্দি গান। (ছবি সৌজন্য:ফেসবুক)

তবে শুধু রিসেপশন নয়, খ্রীস্টান মতে আবার বিয়ে করেছেন 'রবলীনা'। ফাদার এসে আশীর্বাদ করেছেন নবদম্পতিকে। (ছবি সৌজন্য:ফেসবুক)

দুধ সাদা গাউনে দেবলীনা এবং কালো ব্লেজার পরেছিলেন গৌরব।নবদম্পতির পোশাকেও ছিল সেই রাজকীয়তা। (ছবি সৌজন্য:ফেসবুক)

ট্রিপিল ডেকার সাদা কেক কেটে উদযাপন করলেন নিজেদের বিশেষ দিন। (ছবি সৌজন্য:ফেসবুক)

খ্রীস্টান মতে এই দিন দুজনে আংটি বদলও করেছেন। এর আগেই দেবলীনা শেয়ার করেছিলেন, গৌরবের জন্যে তিনি হীরের আংটি কিনেছেন। (ছবি সৌজন্য:ফেসবুক)

কেক কাটা, আংটি বদলের পর দেবলীনা- গৌরবের ঠোঁটে ঠোঁট চাপা চুমুর মুহূর্ত ধরা পড়লো সকলের সামনে। (ছবি সৌজন্য:ফেসবুক)
Engagement
Posted by Devlina Kumar on Tuesday, 15 December 2020

মথুরের বিয়ে আর রাণীমা থাকবেন না, এমন হয়? উপস্থিত ছিলেন দিতিপ্রিয়া ও 'রাণী রাসমনী' সিরিয়ালের অনেকেই। (ছবি সৌজন্য:ফেসবুক)

এছাড়াও বাংলা চলচ্চিত্র জগতের একাধিক তারকা হাজির ছিলেন এদিনের গ্ৰ্যান্ড পার্টিতে। (ছবি সৌজন্য:ফেসবুক)