scorecardresearch
 
টলিউড

Iman-Nialnjan Wedding EXCLUSIVE: ইমন-নীলাঞ্জনের বিয়ে-সিঁদুর দান, এলাহি অনুষ্ঠান! দেখুন PHOTOS

ইমনের বিয়ে
  • 1/9

এক কথায় এলাহি আয়োজন! কথা হচ্ছে, ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষের বিয়ের। দুই মিউজিক্যাল জুটি আজ সামাজিক বিয়ের আসর সারলেন বালির বাগিচা রাজবাড়িতে। ছবি: দেবস্মিতা দাস

ইমনের বিয়ের আসর
  • 2/9

আজ অর্থাত্‍ মঙ্গলবার সন্ধ্যায় একেবারে সামাজিক রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসলেন ইমন। সকাল সকাল গায়ে হলুদের পর্ব সারা হয়েছে।  ছবি: দেবস্মিতা দাস

ইমনের বিয়ের আসর
  • 3/9

গত বছর পুজোর সময় তৃতীয়ার দিন বাগদান পর্ব সেরে ফেলেন ইমন-নীলাঞ্জন। রবিবার পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে আইনি মতেও বিয়ে করে নিয়েছেন তাঁরা।  ছবি: দেবস্মিতা দাস

ইমনের বিয়ের আসর
  • 4/9

আজ বিয়ের অনুষ্ঠানে লাল রঙের বেনারসী পরেছেন ইমন। ডিজাইনার্স পঞ্জাবি পরেছেন নীলাঞ্জন। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের উপরই ভরসা রেখেছেন বর-কনে।  ছবি: দেবস্মিতা দাস

ইমনের বিয়ের আসর
  • 5/9

৩১ জানুয়ারি আইনি বিয়ে সারেন ইমন চক্রবর্তী, নীলাঞ্জন ঘোষ। খাতায়, কলমে বিয়ে সারার পর হাসি মুখে পেজ দিতে দেখা যায় ইমন চক্রবর্তীকে।  ছবি: দেবস্মিতা দাস

ইমনের বিয়ের আসর
  • 6/9

বিয়ের একদিন আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইমন যে ছবি শেয়ার করেন, সেখানে কোথাও নীলাঞ্জনের সঙ্গে তাঁকে হাসি মুখে গল্প করতে দেখা যায়, আবার কখনও প্রিয় মানুষকে জড়িয়ে ধরতে দেখা যায়।  ছবি: দেবস্মিতা দাস

ইমনের বিয়ের আসর
  • 7/9

ইমনের বেয়েতে এদিন ছিলেন টলিউডের এক ঝাঁক কলাকুশলী। তারকাদের ভিড় জমতে শুরু করেছে। মানালি দে ও অভিমুন্যকেও দেখা গেল বিয়ের আসরে।  ছবি: দেবস্মিতা দাস

ইমবের বিয়ের আসর
  • 8/9

আজ ইমনের মেক-আপ করেছেন অভিজিৎ চন্দ। আর স্টাইলিং করেছেন অভিষেক রায়।  ছবি: দেবস্মিতা দাস

ইমনের বিয়ের আসর
  • 9/9

আজ একই দিনে বিয়ের আসর ও রিশেপশন। কনে পক্ষ ও বর পক্ষের যৌথ উদ্যোগেই অনুষ্ঠান।