scorecardresearch
 
টলিউড

Iman Nilanjan Wedding: বালি বাগিচা রাজবাড়িতে বসছে বিয়ের আসর! দেখুন ইমনের মেহেন্দী-গায়ের হলুদের PHOTOS

ইমন-নীলাঞ্জনের বিয়ে
 • 1/13

বিয়ের সানাই বাজা শুরু হয়েছে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষের। মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা।

ইমন-নীলাঞ্জনের বিয়ে
 • 2/13

বিয়ের আগের দিন মিলেছিল হবু কনের হাতের মেহেন্দীর ঝলক।
 

ইমন-নীলাঞ্জনের বিয়ে
 • 3/13

হলুদ শাড়ির সঙ্গে কনট্রাস্ট গোলাপি ব্লাউজে সেজেছিলেন গায়িকা।

ইমন-নীলাঞ্জনের বিয়ে
 • 4/13

বিয়ের দিন সকালেও এটি মজার পোস্ট করেছেন ইমন। যুদ্ধে নামার আগের প্রস্তুতিতে বিশ্রাম নিচ্ছিলেন তিনি।

ইমন-নীলাঞ্জনের বিয়ে
 • 5/13

এরপর এল গায়ের হলুদ পর্ব। বর-কনে দুজনেই সাদা-হলুদ কম্বিলেশনে পোশাক পরেছেন।

ইমন-নীলাঞ্জনের বিয়ে
 • 6/13

হিন্দু আচার মেনে হচ্ছে সমস্ত অনুষ্ঠান।
 

ইমন-নীলাঞ্জনের বিয়ে
 • 7/13

 আত্মীয় পরিজনেরা মেতেছেন 'নীলামন'-র বিয়েতে। (ছবি সৌজন্য: সাহেব শান্তনু)

ইমন-নীলাঞ্জনের বিয়ে
 • 8/13

বিয়ের আসর বসবে হাওড়ার বালি বাগিচা রাজবাড়িতে। তবে খুব একটা আড়ম্বর মোটেই চাইছেন না তাঁরা। 

ইমনের বিয়ে
 • 9/13

ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ডিজাইন করা লাল বেনারসি পরে সাবেকি ভাবেই সাজবেন ইমন। অভিষেক নিজেই শেয়ার করেছেন এই ছবি ইন্সটাতে।
 

ইমন-নীলাঞ্জনের বিয়ে
 • 10/13

গত বছরের দুর্গাপুজোয় তৃতীয়ার বিশেষ তিথিতে বাগদান হয়েছিল এই জুটির। আংটি বদল করে প্রাথমিক পর্বটা সেরেই রেখেছিলেন সেইদিন। 

ইমন-নীলাঞ্জনের বিয়ে
 • 11/13

এরপর গত রবিবার মিটলো তাঁদের আইনি বিয়ে। রীতিমতো মালাবদল করে একপ্রস্ত বিয়ে সেরেছিলেন 'নীলামন।'
 

ইমন-নীলাঞ্জনের বিয়ে
 • 12/13

 নীলাঞ্জন পরেছেন সাদা গলা বন্ধ পাঞ্জাবি। আর ইমনের পরনে কমলা সিল্কের শাড়ি, সঙ্গে শোনার গয়না। মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে একে অপরের সঙ্গে কতটা খুশি নব দম্পতি। 

ইমন-নীলাঞ্জনের বিয়ে
 • 13/13

দুজনের সঙ্গীতের কেরিয়ারের মাঝেই মিলে গিয়েছে দুজনের সুর, তাল, লয়। তাই জীবনের সঙ্গীতটাও একইসঙ্গে গাইতে চলেছেন ইমন-নীলাঞ্জন। চলতি বছরে নতুন জীবনের পাশাপাশি কর্মক্ষেত্রেও একগুচ্ছ চমক নিয়ে আসবেন 'নীলামন'।

 

(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)