
'নতুন জীবন শুরু....' আইবুড়ো ভাত খাওয়ার ছবি সোশ্যাল পেজে পোস্ট করে লিখলেন ইমন। (ছবি-ফেসবুক)

হবু বর নীলাঞ্জনের সঙ্গে একসঙ্গে বসেই খেলেন আইবুড়ো ভাত। (ছবি-ফেসবুক)

নতুন বছর ফেব্রুয়ারির শুরুতেই বিয়ে ইমন-নীলাঞ্জনের, এমনটাই জানা যাচ্ছে। (ছবি-ফেসবুক)

চলতি বছর অক্টোবরেই সেরে ফেলেছেন এনগেজমেন্ট। একইসঙ্গে আইনি মতে বিয়েও সম্পন্ন হয়েছে সেইদিন। (ছবি-ফেসবুক)

পরিবারের তরফ থেকেই শুরু হল বিয়ের প্রস্তুতির প্রথম পর্ব। একেবারে বাঙালি মেনুতে সাজানো হয়েছিল ইমন-নীলাঞ্জনের পাত। (ছবি-ফেসবুক)

গোলাপী শাড়ি, সোনার গয়নায় নিজেকে সজিয়েছিলেন ইমন। অন্যদিকে কালো পঞ্জাবি আর নীল ডেনিমেই দেখা গেল সুরকার নীলাঞ্জনকে। (ছবি-ফেসবুক)

দুজনের সঙ্গীতের কেরিয়ারের মাঝেই মিলে গিয়েছে দুজনের সুর, তাল, লয়। তাই জীবনের সঙ্গীতটাও একইসঙ্গে গাইতে চলেছেন ইমন-নীলাঞ্জন। (ছবি-ফেসবুক)

কাজের সূত্রে দুজনের দীর্ঘদিনের আলাপ হলেও, প্রেমের বয়স খুবই কম। তবে বেশি সময় না দিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন একসঙ্গে এগিয়ে যাওয়ার। (ছবি-ফেসবুক)