চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বৈদিক মতে চার হাত এক হয়েছিল তারকা জুটি ওম সাহানি (Om Sahani) ও মিমি দত্তের (Mimi Dutta)। অবাঙালি জামাইয়ের প্রথম জামাই ষষ্ঠী। তাই আয়জনও হয়েছে স্পেশাল।
মিমি আজতক বাংলাকে আগেই জানিয়েছিলেন, "আমার মা-বাবা আমার শ্বশুর বাড়িতে এসে এই বছর সব আয়োজন করবেন, যেহেতু শাশুড়ি মা রয়েছেন, তাই সকলে একসঙ্গে দিনটা কাটাবো।"
তিনি আরও বলেছিলেন, "ওমের প্রিয় মটন, তাই সেটা থাকছেই মেনুতে। এছাড়া আরও বিভিন্ন মাছ, ফল ও অন্যান্য যা যা নিয়ম সবই করা হবে। বাবা মায়ের ইচ্ছে ছিল আরও ভাল করে সব আয়োজন করার, কিন্তু এই বছরের পরিস্থিতি একদমই ঠিক নেই।"
আর সেই মতোই দেখা গেল ছবিতে। জামাই ষষ্ঠীতে নতুন জামাইয়ের পাতে পঞ্চপদ রয়েছে বললে কিছুটা ভুল হবে। কারণ মেনুতে রয়েছে আরও রকমারি বাঙালি খাবার।
নতুন বস্ত্র, উপহার, ফল- ফলাদি, পান-সুপারি, ধান- দূর্বা, বাঁশের করুল,তালের পাখা, করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী। এক্ষেত্রেও অন্যথা হয়নি সেই সব নিয়ম আচারের।