scorecardresearch
 
 
টলিউড

Jamai Shasthi 2021: অবাঙালি জামাইয়ের বাঙালিয়ানা! দেখুন ওম -মিমির প্রথম জামাই ষষ্ঠীর PHOTOS

Om Sahani mimi Dutta Jamai Shasthi celebration -ওম সাহানি মিমি দত্ত
  • 1/6

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বৈদিক মতে চার হাত এক হয়েছিল তারকা জুটি ওম সাহানি (Om Sahani) ও মিমি দত্তের (Mimi Dutta)। অবাঙালি জামাইয়ের প্রথম জামাই ষষ্ঠী। তাই আয়জনও হয়েছে স্পেশাল। 
 

Om Sahani mimi Dutta Jamai Shasthi celebration -ওম সাহানি মিমি দত্ত
  • 2/6

মিমি আজতক বাংলাকে আগেই জানিয়েছিলেন, "আমার মা-বাবা আমার শ্বশুর বাড়িতে এসে এই বছর সব আয়োজন করবেন, যেহেতু শাশুড়ি মা রয়েছেন, তাই সকলে একসঙ্গে দিনটা কাটাবো।"

Om Sahani mimi Dutta Jamai Shasthi celebration -ওম সাহানি মিমি দত্ত
  • 3/6

তিনি আরও বলেছিলেন, "ওমের প্রিয় মটন, তাই সেটা থাকছেই মেনুতে। এছাড়া আরও বিভিন্ন মাছ, ফল ও অন্যান্য যা যা নিয়ম সবই করা হবে। বাবা মায়ের ইচ্ছে ছিল আরও ভাল করে সব আয়োজন করার, কিন্তু এই বছরের পরিস্থিতি একদমই ঠিক নেই।"         
 

Om Sahani mimi Dutta Jamai Shasthi celebration -ওম সাহানি মিমি দত্ত
  • 4/6

আর সেই মতোই দেখা গেল ছবিতে। জামাই ষষ্ঠীতে নতুন জামাইয়ের পাতে পঞ্চপদ রয়েছে বললে কিছুটা ভুল হবে। কারণ মেনুতে রয়েছে আরও রকমারি বাঙালি খাবার। 

Om Sahani mimi Dutta Jamai Shasthi celebration -ওম সাহানি মিমি দত্ত
  • 5/6

নতুন বস্ত্র, উপহার, ফল- ফলাদি, পান-সুপারি, ধান- দূর্বা, বাঁশের করুল,তালের পাখা, করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী। এক্ষেত্রেও অন্যথা হয়নি সেই সব নিয়ম আচারের। 
 

Om Sahani mimi Dutta Jamai Shasthi celebration -ওম সাহানি মিমি দত্ত
  • 6/6

প্রথম জামাই ষষ্ঠীতে ওম-মিমি দুজনেই সেজেছিলেন, বাঙালি পোশাকে। ওম পরেছিলেন গোলাপি রঙা পঞ্জাবি ও সাদা পাজামা। অন্যদিকে মিমির পরনে ছিল মেরুন ও সবুজ কম্বিনেশনের শাড়ি। সেই সঙ্গে মিমির মা অর্থাৎ ওমের শাশুড়ি মা জামাই যত্ন করলেন লাল পার সাদা শাড়িতে। (সমস্ত ছবি: সংগৃহীত)