Advertisement
মনোরঞ্জন

"বড়দিন চিরকালীন"! সামনে এল জয়ার আত্মবিশ্বাসী ও Red Hot লুক

  • 1/6

বছরের এই সময়টার জন্যে মুখিয়ে থাকেন গোটা বিশ্বের বেশিরভাগ মানুষ। বড়দিন, বর্ষবরণে মেতে ওঠেন সকলে। অভিনেত্রী জয়া আহসানও বাদ যান নি সেই তালিকা থেকে। উদযাপন করছেন বছরের এই বিশেষ সময়। ( ছবি সৌজন্যে: ফেসবুক)

  • 2/6

লাল স্ট্রিং দেওয়া জাম্প স্যুট, হাই হিল ও খোলা চুলে একেবারে রেড হট জয়া। বড়দিনে ও তার দু'দিন পড়েও ক্রিসমাস স্পেশাল ছবি শেয়ার করছেন অভিনেত্রী ( ছবি সৌজন্যে: ফেসবুক)

  • 3/6

 ছবিগুলি পোস্ট করে জয়া লিখেছেন, "বড়দিন চিরকালীন, শুধু মাত্র একদিনের জন্য নয়। ভালবাসা ভাগ করে নেওয়া ও দেওয়ার জন্যে..."  ( ছবি সৌজন্যে: ফেসবুক)

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

 

 

Advertisement
  • 4/6

অন্য একটি পোস্টে অভিনেত্রী আরও লিখেছেন, "আত্মবিশ্বাস হল.. লাল পোশাকে নিজেকে মাতিয়ে রাখা।" ( ছবি সৌজন্যে: ফেসবুক)

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

  • 5/6

 জয়ার এই ছবিগুলিতে এপার ও ওপার দুই বাংলার ফ্যানেরাই ভার্চুয়াল ভালোবাসায় ভরিয়েছেন তাঁর কমেন্ট বক্স। ( ছবি সৌজন্যে: ফেসবুক)

  • 6/6

সম্প্রতি একটি গয়নার বিজ্ঞাপনের শ্যুটিয়ে ঢাকা থেকে কলকাতায় উড়ে এসেছিলেন জয়া। লকডাউনের পর এটিই তাঁর কলকাতায় প্রথম আসা। বাওয়ালি রাজবাড়িতে হয়েছিল শ্যুটিং। কালো রঙা নেটের শাড়ি, হালকা রঙা লং গাউন এবং তার সঙ্গে লক্ষ টাকার গয়নায় ধরা পড়েছিল জয়ার মোহময়ী লুক। ( ছবি সৌজন্যে: ফেসবুক)

Advertisement