scorecardresearch
 
Advertisement
টলিউড

Raavan: জিতের 'রাবণ'-এ তনুশ্রীই কি সীতা? প্রকাশ্যে ছবি

jeet tanushree chakraborty raavan- রাবণ
  • 1/8

গত বিজয়া দশমীর দিন 'রাবণ' রূপে  প্রথমবার সামনে এসেছিলেন টলিউড সুপারস্টার জিৎ। প্রকাশ্যে এসেছিল তাঁর পরবর্তী ছবির পোস্টার।

jeet tanushree chakraborty raavan- রাবণ
  • 2/8

লাল চোখ, ভ্রুর মাঝে কাটা দাগ, কুটিল হাসি, সব মিলিয়ে একেবারে নয়া লুকে দেখা গিয়েছিল অভিনেতাকে। 'রাবণ' -এর  পোস্টার সামনে আসার পর থেকেই দর্শক মনে জাগছিল নানা কৌতূহল। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

jeet tanushree chakraborty raavan- রাবণ
  • 3/8

এবার একে একে মিলছে নানা প্রশ্নের উত্তর। জিৎ ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। 
 

Advertisement
jeet tanushree chakraborty raavan- রাবণ
  • 4/8

এছাড়াও রয়েছেন নবাগতা লহমা ভট্টাচার্য। এর আগে বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। 

jeet tanushree chakraborty raavan- রাবণ
  • 5/8

এম এন রাজের পরিচালনায় ও জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানির প্রযোজনায় আসছে এই অ্যাকশনধর্মী ছবি। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

jeet tanushree chakraborty raavan- রাবণ
  • 6/8

 বৃহস্পতিবার হয়ে গেল 'রাবণ' -এর শুভ মুহুরত। শুক্রবার থেকেই কাজ শুরু হবে এই ছবির। 

jeet tanushree chakraborty raavan- রাবণ
  • 7/8

সোশ্যাল মিডিয়ায় শুভ মুহুরতের ছবি শেয়ার করেছেন ছবির কলাকুশলীরা।  

Advertisement
jeet tanushree chakraborty raavan- রাবণ
  • 8/8

এর আগে পাভেল পরিচালিত 'অসুর' ছবিতে ভিন্ন লুকে দেখা গিয়েছিল জিতকে। এই ছবিতেও তাঁর লুক ইতিমধ্যেই আলোচনায়। 

Advertisement