scorecardresearch
 
Advertisement
টলিউড

Sohini- Ranojoy: প্রেমে ডগমগ লাভ বার্ডস! সোহিনীর খোলা পিঠে সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকছেন রণজয়

Sohini Sarkar Ranojoy shares romantic video- সোহিনী সরকার ও রণজয়
 • 1/12

 টলিপাড়ার জনপ্রিয় তারকা জুটি অভিনেত্রী সোহিনী সরকার ও অভিনেতা রণজয়। নিজেদের সম্পর্ক নিয়ে কখনই  লুকোছাপা করেননি তাঁরা।
 

Sohini Sarkar Ranojoy shares romantic video- সোহিনী সরকার ও রণজয়
 • 2/12

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সামনে আসে জুটির নানা মুহূর্তের ছবি। সহবাস করছেন তাঁরা। প্রায়শই নেটিজেনরা সাক্ষী থাকেন তাঁদের নানা প্রেমমাখা মুহূর্তের।

Sohini Sarkar Ranojoy shares romantic video- সোহিনী সরকার ও রণজয়
 • 3/12

ট্রাভেলিং লাভার এই তারকা জুটি সুযোগ পেলেই ঘুরে বেড়ান দেশের বিভিন্ন প্রান্তে। 
 

Advertisement
Sohini Sarkar Ranojoy shares romantic video- সোহিনী সরকার ও রণজয়
 • 4/12

কলকাতার একঘেয়ে জীবন থেকে একটু প্রাণখোলা নিঃশ্বাস নিতে কখনও সোহিনী- রণজয়ের ডেস্টিনেশন হয় পাহাড়। তো কখনও তাঁরা বেছে নেন সনাতন ঐতিহ্য এবং নিটোল বিশ্বাস ও আস্থা শহর বারাণসীকে। 

Sohini Sarkar Ranojoy shares romantic video- সোহিনী সরকার ও রণজয়
 • 5/12

পার্টি হোক কিংবা যে কোনও উৎসব, বেশিরভাগ সময়ই একসঙ্গে দেখা যায় তাঁদের। বাদ যায়নি এবছরের দুর্গাপুজো। 

Sohini Sarkar Ranojoy shares romantic video- সোহিনী সরকার ও রণজয়
 • 6/12

পুজোর শুরু থেকে দশমী অবধি কখনও ম্যাচিং, তো কখনও কনট্রাস্ট পোষাকে নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছিলেন 'লাভ বার্ডস'। 

Sohini Sarkar Ranojoy shares romantic video- সোহিনী সরকার ও রণজয়
 • 7/12

দশমীর দিন সোহিনী পরেছিলেন হলুদ পাড়-লাল হ্যান্ডলুম শাড়ি ও স্প্যাগেটি ব্লাউস। সঙ্গে মানানসই গয়না ও খোঁপায় ছিল মালা। রণজয়ের পরনে ছিল লাল পঞ্জাবি ও সাদা ধুতি। 

Advertisement
Sohini Sarkar Ranojoy shares romantic video- সোহিনী সরকার ও রণজয়
 • 8/12

এদিন সিঁদুর খেলায় সামিল হয়েছিলেন দু'জনেই। সেখানে প্রেমিকার খোলা পিঠে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছেন অভিনেতা। আর সেই ভিডিও নিজেই শেয়ার করেছেন ইন্সটাতে। 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RANO JOY (@rano_joy22)

Sohini Sarkar Ranojoy shares romantic video- সোহিনী সরকার ও রণজয়
 • 9/12

জুটির মাখো মাখো প্রেম দেখে, দু'জনকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরাচ্ছেন নেটাগরিকরা। কেউ আবার কমেন্ট বক্সে লিখেছেন, "ভালোবাসা একে বলে। সব সম্পর্ক গুলো এরকম থাকুক...।" 
 

Sohini Sarkar Ranojoy shares romantic video- সোহিনী সরকার ও রণজয়
 • 10/12

আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহিনী এর আগে শেয়ার করেছিলেন, "আমি এখনও লাভ লেটার লিখি, লকডাউনেও লিখেছি, পাশে বসেই দু'জন দু'জনকে চিঠি লিখেছি।"  
 

Sohini Sarkar Ranojoy shares romantic video- সোহিনী সরকার ও রণজয়
 • 11/12

টলিপাড়ায় এক নয়া 'কাপল গোল' তৈরি করেছেন সোহিনী ও রণজয়। মাঝে জল্পনা ছিল খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তবে তা নাকচ করে তাঁরা জানান, বিয়ে করলে সকলে জানতে পারবেন। 
 

Advertisement
Sohini Sarkar Ranojoy shares romantic video- সোহিনী সরকার ও রণজয়
 • 12/12

ছবি সৌজন্য: ফেসবুক 

Advertisement