Advertisement
মনোরঞ্জন

নতুন ফটো শ্যুট! একাধারে স্নিগ্ধ ও বোল্ড কোয়েল, দেখুন PHOTOS

কোয়েল মল্লিক
  • 1/8

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক তাঁর নিজস্ব ব্যক্তিত্ব ও স্টাইট স্টেটমেন্টে বারবার নজর কেড়েছেন সকলের।
 

কোয়েল মল্লিক
  • 2/8

সম্প্রতি অভিনেত্রী তাঁর সোশ্যাল পেজে শেয়ার করেছেন কিছু ছবি। যেখানে অনুরাগীরা ভরাচ্ছেন ভার্চুয়াল ভালবাসায়। 
 

কোয়েল মল্লিক
  • 3/8

ফটো সেশনে একাধারে কোয়েল স্নিগ্ধ ও বোল্ড। 

Advertisement
কোয়েল মল্লিক
  • 4/8

নেভি ব্লু রঙা ড্রেসে নায়িকার গ্ল্যামারাস লুক মুগ্ধ করেছে ফ্যানেদের।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

কোয়েল মল্লিক
  • 5/8

সামনেই আসছে তাঁর নতুন ছবি 'ফ্লাইওভার'। ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন কোয়েল। আগামী ২ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। 

কোয়েল মল্লিক
  • 6/8

অভিমন্যু মুখোপাধ্যায়ের থ্রিলারধর্মী এই ছবিতে কোয়েলের চরিত্রের নাম বিদিশা। ছবিতে ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ে সে কিছু প্রতিবেদন লিখছে। সেই সঙ্গে সে সামনে তুলে ধরতে চায় অনেক সত্য তথ্য। হঠাৎ এক রাতে খুনের অভিযোগে তাঁকে  গ্রেফতার করা হয়। সেখান থেকে শুরু হয় তদন্ত। এভাবেই নানা রহস্যের মোচর দিয়ে এগোতে থাকে 'ফ্লাই ওভার' ছবির গল্প... 

কোয়েল মল্লিক
  • 7/8

মঙ্গলবার ছবির লুকে আরও একটি ছবি সামনে এনেছেন কোয়েল। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, "বিদিশা কি পাবে তার প্রশ্নের উত্তর? "

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

Advertisement
কোয়েল মল্লিক
  • 8/8

গত বছর মুক্তি পেয়েছিল কোয়েল মল্লিক অভিনীত, সৌকর্য ঘোষাল পরিচালিত ছবি ' রক্ত রহস্য'। এছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি কাজ। যার মধ্যে রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি 'বনি'। শোনা যাচ্ছে অরিন্দম শীলের ছবি 'মিতিন মাসি ২'-ও আসছে এই বছরই। 

 

(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)
 

Advertisement