scorecardresearch
 
Advertisement
টলিউড

Mayaa: 'মায়া'-র লোগো লঞ্চ অনুষ্ঠানে চাঁদের হাট! দেখুন PHOTOS

mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 1/15

আসছে চলচ্চিত্র পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)-র ছবি 'মায়া' (Mayaa)। উইলিয়াম শেক্সপিয়ারের (William Shakespeare) ট্র্যাজেডি 'ম্যাকবেথ' (Macbeth) অবলম্বনে তৈরি হবে এই ছবি। সম্প্রতি হয়ে গেল তার অফিসিয়াল লোগো লঞ্চ অনুষ্ঠান। 
 

mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 2/15

এই মুহূর্তে শহরের 'টক অফ দ্য টাউন', 'মায়া'। ছবির সঙ্গে মানানসই, রেড থিমের পোষাকে টিম 'মায়া' নজর কাড়ল সকলের।   

mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 3/15

অনুষ্ঠানে কার্যত দেখা গেল চাঁদের হাট। ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন আরও বহু তারকা। হাজির ছিলেন  প্রাক্তন মন্ত্রী ও কামারহাটির বিধায়ক মদন মিত্রও (Madan Mitra)। 

Advertisement
mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 4/15

ছবিতে রয়েছেন পরিচালকের চেনা ব্রিগেড। একঝাঁক গুণী শিল্পী, মোট ১৯ জন টলি অভিনেতাকে দেখা যাবে এই ভিন্ন স্বাদের ছবিতে। 

mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 5/15

এই বছর রথযাত্রার দিন থেকেই শুরু হয়েছে ছবির কাজ। বালি জেটিয়া হাউজ সহ কলকাতা ও আশেপাশের কয়েকটি লোকেশনে হয়েছে শ্যুটিং।

mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 6/15

বহু জল্পনার পর কিছুদিন আগে ছবির চরিত্রদের লুক সামনে আসার পর থেকে শিরোনামে রয়েছে 'মায়া'। আজতক বাংলার সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিজ্ঞতা শেয়ার করেন টিম 'মায়া'।

mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 7/15

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পত্নী রাফিয়াত রশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) ভারতে প্রথম কাজ 'মায়া'। মিথিলা জানান, "মায়ার চরিত্রটায় দুটো আলাদা ভাষায় কথা বলতে হয়েছে আমায় এবং তিনটি বয়সকে দেখানো হয়েছে। প্রতিটা বয়সে মায়ার তাকানো, চলন এবং লুক একদম আলাদা। এই সবটা নিয়ে আমায় অনেক অনুশীলন করতে হয়েছে। এই জন্যে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল।" 

Advertisement
mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 8/15

রাজর্ষি দে জানান,"ম্যাকবেথ - সর্বকালের সেরা ট্র্যাজেডির (Tragedy) মধ্যে পড়ে। ১৯ জন অভিনেতাকে প্রথমবার একসাথে কোনও ছবিতে অভিনয় করতে দেখা যবে। সেই সঙ্গে মিথিলার এটা প্রথম ছবি ভারতবর্ষে। এতজন গুণী শিল্পীদের নিয়ে কাজ করা, সব মিলিয়ে এটা একটা গোল্ডেন মোমেন্ট বলে আমার মনে হয়।"
 

mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 9/15

প্রথমবার নেগেটিভ চরিত্র, 'দরবার শর্মা'র ভূমিকায় পর্দায় দেখা যাবে পরিচালক -অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়কে। ম্যাকবেথের চরিত্রে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। তাঁর চরিত্রের নাম মাইকেল।

mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 10/15

লেডি ম্যাকবেথের সঙ্গে মিল থাকবে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী অভিনীত মৃণালিনী চরিত্রে। ময়াঙ্ক শর্মার চরিত্রে অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায়।

mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 11/15

'মায়া' তে একজন সাংসদের চরিত্রে অভিনয় করছেন রিচা শর্মা। সুদীপ্তা চক্রবর্তী, রনিতা দাস ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে 'ম্যাকবেথ'-র ডাইনী চরিত্রে। দেবলীনা কুমার প্রথম বার একজন সমকামীর ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও রয়েছেন ইশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, রাতাশ্রী দত্ত, অসীম রায় চৌধুরী ও নবাগত রোহিত বন্দ্যোপাধ্যায়। 

Advertisement
mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 12/15

অতিথি শিল্পী রূপে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কান সিং সোধা।  

mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 13/15

এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন রণজয় ভট্টাচার্য। গান গেয়েছেন অনুপম রায়, রূপঙ্কর বাগচি, সোমলতা আচার্য্য। তবে রয়েছে আরও একটি চমক। এই ছবির মাধ্যমেই গানে ডেবিউ করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়ের মেয়ে উজান মুখোপাধ্যায়। এছাড়াও থাকবে নজরুল ইসলামের একটি গান। 
 

mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 14/15

'মায়া'-র সিনেমাটোগ্রাফি করেছেন ইন্দ্রনাথ মারিক । লুক এই ছবির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরু দায়িত্বে ছিলেন অনিরুদ্ধ চাকলাদার। কস্টিউম করেছেন পৌলমী গুপ্ত এবং প্রোডাকশন ডিজাইন নাফিসা মণ্ডলের। 
 

mayaa based by raajhorshee de logo launch event মায়া
  • 15/15

সমস্ত ছবি - সংগৃহীত 

Advertisement