scorecardresearch
 
Advertisement
টলিউড

PHOTOS: 'MLA ফাটাকেষ্ট'র রাজনৈতিক রং বদল! একগুচ্ছ পুরনো স্মৃতি, দেখুন

মিঠুন চক্রবর্তী
  • 1/9

দীর্ঘদিনের জল্পনায় শেষ পর্যন্ত শিলমোহর পড়ল। রবিবার বিজেপি-র ব্রিগেড সমাবেশে যোগ দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। 

মিঠুন চক্রবর্তী
  • 2/9

সাদা ধুতি- পাঞ্জাবি পরে, শাল গায়ে একেবারে বাঙালিবাবু বেশে তিনি।

মিঠুন চক্রবর্তী
  • 3/9

এদিনের মিঠুন চক্রবর্তীকে আরও একবার সক্রিয় রাজনীতিতে আসা  যেন আরও একবার উসকে দিল ১৫ বছর আগে তাঁর অভিনীত এক ছবির পুরানো স্মৃতি।
 

Advertisement
মিঠুন চক্রবর্তী
  • 4/9

স্বপন সাহা পরিচালিত 'ফাটাকেষ্ট' সিরিজের ছবিগুলি এখনও মনে রেখেছেন সকলে। সেই সময়ে বক্স অফিসে বিপুল পরিমাণে সাফল্য এনেছিল ছবিগুলি।
 

মিঠুন চক্রবর্তী
  • 5/9

এই সিরিজের প্রথম ছবি 'এমএলএ ফাটাকেষ্ট'- মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। ছবিতে এছাড়াও ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক। 
 

মিঠুন চক্রবর্তী
  • 6/9

'মারবো এখানে লাশ পড়বে শ্মশানে'-ছবির এই সংলাপ ফাটাকেষ্ট ওরফে মিঠুনের মুখে শুনে  রীতিমতো উচ্ছ্বসিত ছিল মিঠুনপ্রেমীরা।

মিঠুন চক্রবর্তী
  • 7/9

এরপর তার এক বছর পরে ২০০৭ সালে মুক্তি পায় 'ফাটাকেষ্ট' সিরিজের দ্বিতীয় ছবি 'মিনিস্টার ফাটাকেষ্ট'। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়,কোয়েল মল্লিক ছাড়াও ছিলেন দেবশ্রী রায়।
 

Advertisement
মিঠুন চক্রবর্তী
  • 8/9

জিৎ গাঙ্গুলীর সঙ্গীত পরিচালনায় ছবির গানগুলি আজও জনপ্রিয়। অমিত কুমারের গলায় টাইটেল সং 'আমি এমএলএ ফাটাকেষ্ট' গানটি বর্তমান পরিস্থিতিতে আবার স্মরণ করিয়ে দেয়। 
 

মিঠুন চক্রবর্তী
  • 9/9

 ডিস্কো ডান্সার এবার কি তাহলে রইল লাইফ থেকে রিয়েল লাইফের 'এমএলএ' হবেন? তা বলবে সময়! 

Advertisement