দীর্ঘদিনের জল্পনায় শেষ পর্যন্ত শিলমোহর পড়ল। রবিবার বিজেপি-র ব্রিগেড সমাবেশে যোগ দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
এদিনের মিঠুন চক্রবর্তীকে আরও একবার সক্রিয় রাজনীতিতে আসা যেন আরও একবার উসকে দিল ১৫ বছর আগে তাঁর অভিনীত এক ছবির পুরানো স্মৃতি।
স্বপন সাহা পরিচালিত 'ফাটাকেষ্ট' সিরিজের ছবিগুলি এখনও মনে রেখেছেন সকলে। সেই সময়ে বক্স অফিসে বিপুল পরিমাণে সাফল্য এনেছিল ছবিগুলি।
এই সিরিজের প্রথম ছবি 'এমএলএ ফাটাকেষ্ট'- মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। ছবিতে এছাড়াও ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক।
'মারবো এখানে লাশ পড়বে শ্মশানে'-ছবির এই সংলাপ ফাটাকেষ্ট ওরফে মিঠুনের মুখে শুনে রীতিমতো উচ্ছ্বসিত ছিল মিঠুনপ্রেমীরা।
এরপর তার এক বছর পরে ২০০৭ সালে মুক্তি পায় 'ফাটাকেষ্ট' সিরিজের দ্বিতীয় ছবি 'মিনিস্টার ফাটাকেষ্ট'। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়,কোয়েল মল্লিক ছাড়াও ছিলেন দেবশ্রী রায়।
জিৎ গাঙ্গুলীর সঙ্গীত পরিচালনায় ছবির গানগুলি আজও জনপ্রিয়। অমিত কুমারের গলায় টাইটেল সং 'আমি এমএলএ ফাটাকেষ্ট' গানটি বর্তমান পরিস্থিতিতে আবার স্মরণ করিয়ে দেয়।