scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS: কর্মীদের বাইকে চেপে জুন মালিয়ার প্রচার শুরু, দেখুন

June Malia
  • 1/10

গত শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জুন মালিয়াও। মেদিনীপুর আসন থেকে তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেত্রী। 

June Malia
  • 2/10


প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আর সময় নষ্ট করতে রাজি নন জুন। প্রচারের কাজে ইতিমধ্যে নেমে পড়েছেন। রবিবারই মেদিনীপুর শহরে হাজির হয়েছেন তৃণমূলের মেদিনীপুর বিধানসভার প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়া ৷
 

June Malia
  • 3/10


প্রথমে মেদিনীপুরের  প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান  জুন। তারপর মোটরবাইকে চড়ে ঘুরলেন মেদিনীপুর শহরে। পাড়ায় ঘুরে  প্রচার করার পাশাপাশি দলীয়  কর্মীদের সাথেও পরিচয় পর্ব সারলেন অভিনেত্রী ৷

Advertisement
June Malia
  • 4/10

মেদিনীপুর বিধানসভার দু'বারের তৃণমূল বিধায়ক ছিলেন মৃগেন মাইতি ৷ প্রয়াত হয়েছেন কয়েকমাস আগেই। ৷এবার সেই স্থানে ভোটে লড়ছেন   অভিনেত্রী জুন মালিয়া ৷ রবিবার বেলা বারোটা নাগাদ তিনি প্রথম হাজির হন প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে ৷ পরিবারের সাথে কথা বলে , মৃগেন বাবুর ছবিতে মালা দিয়ে প্রণাম করে বের হন প্রচারে ৷ 

June Malia
  • 5/10

স্থানীয় মানুষের সাথে কথা বলে পর সেখান থেকে হঠাৎ করেই এক কর্মীদের মোটর বাইকে চেপে বসেন। এরপর বেরিয়ে পড়েন কর্মী বৈঠকের উদ্দেশ্যে ৷ 

June Malia
  • 6/10

শহরের রিংরোড ঘুরে হাজির হন পাটনাবাজার এলাকাতে ৷ সেখানে কর্মী বৈঠকে যাওয়ার আগে কিছুটা   জনসংযোগও সেরে নেন ৷
 

June Malia
  • 7/10

সুন্দরী অভিনেত্রীকে  ঘিরে কৌতুহলীদের ভিড় সামাল দিতে বেশ  চাপে পড়তে হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে ৷ সেলিব্রিটি প্রার্থীর সাথে সেলফি তোলার ভিড় ছিল বেশি ।

Advertisement
June Malia
  • 8/10


মেদিনীপুর  বিধানসভাতে স্থানীয় একদল তৃণমূল কর্মীর টিকিট নিয়ে প্রত্যাশা ছিল ৷ ফলে টিকিট না পেয়ে ক্ষোভ রয়েছে দলের একাংশের মধ্যে ৷ তাই কর্মী বৈঠকে হাজির হয়ে প্রথমে সকলকে একতার বার্তা দেন জুন মালিয়া ৷ 

June Malia
  • 9/10

জুন বলেন- সকলেরই পরিবার রয়েছে ৷ সেই পরিবারে সকলেরই ঝগড়া, রাগারাগি. হয় ৷ এখানে দিদি-র পরিবার সারা বাংলা জুড়ে ৷ দশ কোটি মানুষের পরিবারেও রাগ, অভিমান ভালোবাসাও রয়েছে ৷ কিন্তু আমরা তা পরিবারের মতোই মিটিয়ে নেবো ৷ চেষ্টা করবো মমতা বন্দোপাধ্যায় যেনো আবার মুখ্যমন্ত্রী হন ৷ এখানে আমাদের ব্যাক্তিগত রাগ, অভিমানের কোনো স্থান নেই ৷ আমরা যারা সিনেমা জগত থেকে এসেছি, তারা কেউই পালিয়ে যাওয়ার লোক নই ৷ 
 

June Malia
  • 10/10

সেলিব্রিটি প্রার্থী আরও বলেন, দিদি আমাদের পাশই থাকছেন , নন্দীগ্রামে ৷ মেদিনীপুরের লোকেদের কাছে বড়ো প্রাপ্তি এটা ৷ তাই সবাইকে একসাথে একত্রিত হয়ে খেলাটা খেলতে হবে ৷

Advertisement