আজ ৩৮-এ পা দিলেন সুপারস্টার দেব। টলিউডের সুপারস্টারের আসল বাড়ি কেশপুরের মহেশখালিতে। আসল নাম দীপক অধিকারী। (ছবি-ইনস্টাগ্রাম)
বাড়ির বড় ছেলে দেব। বোন দীপালির সঙ্গে মাঝে মধ্যেই দেবকে খুনসুটিতে দেখা যায় সোশ্যাল পেজে। (ছবি-ইনস্টাগ্রাম)
ছোটবেলায় চন্দ্রকোনায় মামারবাড়িতে কেটেছে দেবের। এরপর মুম্বইয়ে বাবা-মা'র কাছে যান দেব। প্রথমে বান্দ্রার পুরুষোত্তম হাইস্কুল, তারপর পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন দেব। (ছবি-ইনস্টাগ্রাম)
কেরিয়ারের শুরুতে আব্বাস-মস্তানের সঙ্গে কাজ করেন দেব। 'টারজান দ্য ওয়ান্ডার কার' ছবির অবসার্ভার হিসেবে ছিলেন দেব। (ছবি-ইনস্টাগ্রাম)
শুরুতেই একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন দেব। ২০০৪-এ অনুপ জালোটার শিব ভজনের মিউজিক ভিডিওতে দেখা যায় তাঁকে। (ছবি-ইউটিউব)
টলিউডে দেবের প্রথম ছবি 'অগ্নিশপথ'। ছবিতে দেবের বিপরীতে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ২০০৫-এ এই ছবি বক্সঅফিসে মুখ একেবারেই ছাপ ফেলতে পারেনি। (ছবি-ইনস্টাগ্রাম)
২০০৭-এ মুক্তি পায় রবি কিনাগি পরিচালিত দেবের দ্বিতীয় ছবি। 'আই লভ ইউ'। বিপরীতে অভিনেত্রী পায়েল সরকার। দ্বিতীয় ছবিতেই বাজিমাত দেবের। (ছবি-ইনস্টাগ্রাম)
তবে 'আই লভ ইউ'-র পরও দেবের হাতে কোনও ছবি ছিল না। প্রায় এক বছরের বেশি হাতে ছবি নেই। তখন আবারও মুম্বই ফিরে যান দেব। নিজেকে তৈরি করতে আরও সময় দেন সেখানে। (ছবি-ইনস্টাগ্রাম)
রাজ চক্রবর্তী পরিচালিত 'চ্যালেঞ্জ' দিয়ে ২০০৯-এ কামব্যাক করেন দেব। এই ছবিতে দেবের বিপরীতে ছিলেন শুভশ্রী। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সুপারস্টার দেবকে। (ছবি-ইনস্টাগ্রাম)
টলিপাড়ার প্রথম আইটেম বয় দেব। রাজ চক্রবর্তীর 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে 'প্যান্টে তালি' গানে আইটেম নেচেছিলেন দেব। (ছবি-ইনস্টাগ্রাম)
অভিনেতার পাশাপাশি দেব একজন দক্ষ প্রযোজক। তিনি জনপ্রতিনিধিও। ২০১৪-তে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন দেব। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও একই কেন্দ্রে জয়ী হন দীপক অধিকারী ওরফে দেব। (ছবি-ইনস্টাগ্রাম)