Rukmini Maita: বাংলা ইন্ডাস্টির ডিম্পল নায়িকা বলে পরিচিত রুক্মিণী মৈত্র। সম্প্রতি তাঁর ছবি হাঁটি হাঁটি পা মুক্তি পেয়েছে, যা বেশ সফল হয়েছে। রাত পোহালেই বড়দিন। আর এই উৎসব ছোট-বড় সকলের খুব প্রিয়। ব্যতিক্রম নন রুক্মিণীও।
Tollywood Actress: টলিপাড়ার নায়িকাদের জীবনে কখন কী ঘটছে, তারা কী খান, কী পরেন ইত্যাদি সব নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে।
Dev VS Subhashree: ছবি মুক্তি পেতেই আর একসঙ্গে দেখা যায়নি দেব- শুভশ্রীকে। এমনকী, দুই তারকার মধ্যে ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসে। এবার বক্স অফিসেও জোরদার টক্কর হবে প্রাক্তন এই জুটির।
টেলিপাড়ার চেনা মুখ এই নায়িকা। একাধিক সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে এবং তাঁর অভিনয় বেশ প্রশংসিত। দেবের ছবিতে সিরিয়ালের নায়িকাদেরও নেওয়ার প্রবণতা আগেও দেখা গিয়েছে। সৌমিতৃষা, শ্বেতা, ইধিকা, জ্যোতির্ময়ী এঁরা প্রত্যেকেই দেবের ছবিতে অভিনয় করেছেন।
২০২৫ সাল শেষ হতে কয়েকটা দিনই বাকি। হিন্দি এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই বছরটা খুব একটা খারাপ যায়নি। ধূমকেতু, স্বার্থপর, রঘু ডাকাত, সত্যি বলে সত্যি কিছু নেই, রক্তবীজ ২, রান্নাবাটি, দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর মতো ভাল ভাল ছবি দর্শকেরা দেখার সুযোগ পেয়েছেন এই বছরে।
অভিনেত্রী মৌমিতা গুপ্তের মেয়ে রিমঝিম টলিউডের চেনা মুখ। সিরিয়াল থেকে সিনেমা, সব মাধ্যমেই তিনি কাজ করে নিয়েছেন। মায়ের মতো তিনিও তুখোড় অভিনেত্রী। কিন্তু তাও সেভাবে কাজ নেই তাঁর হাতে। এখন কী করছেন অভিনেত্রী দেখে নিন।
Tollywood News: আজও তাঁদের ছবির গান সুপারহিট। অনস্ক্রিন সেই জুটির বন্ধুত্ব অফস্ক্রিনে আজও অটুট। প্রায় ৮ বছর একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধেননি। তবু এই জুটির জনপ্রিয়তা রয়েছে একই রকম।
২০২৫ সালটা যেন তাঁরই। একের পর এক ছবি মুক্তি। সফলতা নিজে এসে পায়ে চুমু খাচ্ছে তাঁর। আর দুদিন পরেই জন্মদিন আবার এইদিনই মুক্তি পাচ্ছে 'প্রজাপতি ২'। অর্থাৎ বছরটা শেষ হবে এই ছবির ধামেকাদার এন্ট্রির মাধ্যমে। তবে এত সফলতার মাঝেও সবাই চিন্তিত তাঁর বিয়ে নিয়ে। টলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলর হলেন দেব, যাঁর ৪৩ বছর বয়স হয়ে গেলেও কবে ছাদনাতলায় যাবেন, সে বিষয়ে কেউ কিছুই জানেন না।
সোমবার সকাল থেকেই পরমব্রত-পিয়ার বাড়িতে তুমুল ব্যস্ততা। আর তা হবে নাই বা কেন, তাঁদের একমাত্র পুত্র নিষাদ তথা নডির মুখেভাত বলে কথা। পরম-পিয়া পুত্রের ৬ মাস বয়স পূর্ণ হতেই তার অন্নপ্রাশনের আয়োজন করা হয়। আর ঘরোয়া নয়, রীতিমতো এলাহি বন্দোবস্ত টলি ক্লাবে। টালিগঞ্জ ক্লাবের ফার প্যাভিলিয়নে ছিল নিষাদের অন্নপ্রাশনের গ্র্যান্ড সেলিব্রেশন।
টলিপাড়ার বং ক্রাশ ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় তাঁর বোল্ড লুকের ছবি অনেক পুরুষের ঘুম ওড়ায়। নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন নায়িকা। তবে তিনি পরিচিত তাঁর লাস্যময়ী লুকসের জন্যই।
Dev: টলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জার্নিটা সহজ ছিল না। প্রত্যাখ্যান পেয়েছেন বহুবার। আজ সেই নিন্দুকদের অনেকের মুখে শোনা যায়, 'শিরায় শিরায় রক্ত, দেবদা'র ভক্ত'। সেই দেব, নিজের প্রিয় খাবার নিয়ে খুব খুঁতখুঁতে।