RG Kar Murder: পরনে কালো রঙের পোশাক, মাথায় কালো রঙের ফেট্টি বাঁধা, চোখে চশমা। খুদে দুই কন্যা পিয়ানো বাজিয়ে গেয়ে উঠলেন উই শ্যাল ওভার কাম, আমরা করব জয়। দুই কন্যার মায়েরাও সুর চড়িয়েছেন আরজি কর-কাণ্ডের আন্দোলনে।
Swastika Mukherjee: আরজি কর-কাণ্ডের পর থেকেই আন্দোলন-প্রতিবাদ মিছিলে দেখা গিয়েছিল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। বারংবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন তিনি। শুধু তাই নয়, জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চেও তাঁকে দেখা গিয়েছে। আর এরই মাঝে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কার টিজার, পোস্টার ও প্রথম লুকস সামনে আসে।
Shiboprosad Mukherjee: আরজি কর-কাণ্ডে অশান্তির আবহ গোটা রাজ্য জুড়ে। প্রতিবাদে মুখর সাধারণ থেকে তারকারা। সকলেই চাইছেন বিচার। আর এই অশান্ত সময়ের মধ্যেই সামনে এসেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি বহুরূপীর টিজার। পুজোর সময়ই এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর তারই মাঝে অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ তুলে ধরলেন এমন কিছু মানুষের কথা, যাঁরা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছেন।
Subhashree Ganguly: কখনও দুটো ঝুঁটি আবার কখনও বা দুটো ছোট্ট ছোট্ট পা আবার কখনও বা মায়ের কোলে শুধুই কোঁকড়ানো চুলের একরত্তি। জন্মের পর থেকে এভাবেই রাজ-শুভশ্রী তাঁদের কন্যা ইয়ালিনির ঝলক সকলের সামনে নিয়ে আসছিলেন। কিন্তু ইয়ালিনির পুরো মুখ সকলের সামনে নিয়ে আসতে চাইছিলেন রাজ-শুভশ্রী কেউই।
Tollywood Gossips: এর আগে সকলের মনে একটাই প্রশ্ন ছিল। কে সেই ব্যক্তি, যার জন্য যিশু- নীলাঞ্জনার সাজানো সংসারে চির ধরল? সেই উত্তরও সামনে এসেছে। তবে বুধবার সকাল থেকে অন্য খবর শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। অন্তঃসত্ত্বা যিশুর প্রেমিকা?
RG Kar Murder-Swastika: রূপোলি পর্দার তারকা মানেই চটকদার, গ্ল্যামারস আর স্লিম-ট্রিম। অভিনেত্রীদের অভিনয় যেমন প্রশংসিত হবে তেমনি তাঁর দৈহিক গঠনও সকলের নজর কাড়বে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে যে একের পর এক গ্ল্যামারস ছবি। তাঁর বোল্ড অবতারে মুগ্ধ নেটিজেনরা। কিন্তু আরজি কর-কাণ্ডের পর প্রতিদিনই রাস্তায় নামছেন স্বস্তিকা।
জনপ্রিয় সিরিয়াল 'ইস্টিকুটুম'-এ বাহামণির চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন রণিতা দাস। বাহামণির জনপ্রিয়তা নজর কেড়েছিল সবাই। সেই বাহামণি-কে নিয়ে কথা বললেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। তিনি জানান, রণিতার সঙ্গে তাঁর কথা হয় তবে রণিতা তাঁকে কোনওদিন কাজের ব্য়াপারে বলেনি। বললে নিশ্চয় কাজ পেত। অনেকেই তো কাজ করছেন। তাঁর পক্ষে কাজ পাওয়াটাও অসম্ভব হত না।
Tollywood Couple: বিবাহ বহির্ভূত সম্পর্ক- বিচ্ছেদ ইত্যাদি নিয়ে আলোচনার মাঝে, সোশ্যাল পেজে হঠাৎ সৃজার সঙ্গে নানা ছবি শেয়ার করেন অর্জুন। যদিও নিন্দুকদের বলতে শোনা যায়, 'ড্যামেজ' কন্ট্রোল করতেই নাকি একসঙ্গে ছবি শেয়র করছেন তাঁরা।
RG Kar Issue-Silajit: আরজি কর-কাণ্ডের পর থেকেই গোটা রাজ্যে উঠেছে আন্দোলন-প্রতিবাদের ঝড়। সাধারণ মানুষের পাশাপাশি টলিউড তারকারাও সামিল হয়েছেন এই প্রতিবাদ মিছিলে। পিছিয়ে নেই গায়ক-গায়িকারাও। কিছুদিন আগেই আরজি কর কাণ্ডের আবহে নিজের শো পিছিয়ে দেন শ্রেয়া ঘোষাল। শো পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন লোপামুদ্রাও।
Mamata Banerjee-Ritabhari: আরজি কর-কাণ্ডের মধ্যেই টলিউডে ঘটে গিয়েছে মি টু-এর মতো কেস। বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। সোমবার থেকেই যখন অরিন্দম শীলের এই বিষয়টা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ঠিক তখনই মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে যান অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
Tollywood Me Too: যৌন হেনস্থার অভিযোগে প্রথমে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড আর তারপরে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। টলিপাড়ার এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। যার জেরে পরিচালককে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে ডেকে পাঠানো হয় এবং পরে কমিশনের রিপোর্টের ভিত্তিতেই তাঁকে ডিরেক্টর্স গিল্ড থেকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয়।