Supriya Devi Daughter: শন অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি। মেয়ে সোমার সন্তান শন। সম্প্রতি সুপ্রিয়া দেবীর কন্যার জন্মদিন পালন করলেন ছেলে শন। কত বছরে পা দিলেন শনের মা?
Kanchan-Sremoyee: বিয়ের একবছরের মাথাতেই দুই থেকে তিন হয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী। কৃষভি এসেছে তাঁদের জীবনে। যদিও নিজের প্রেগন্যান্সির খবর শ্রীময়ী কাকপক্ষীকেও জানাননি। পুরোটাই হয়েছে গোপনে। গত বছর কালীপুজোর পরের দিনই কাঞ্চন ও শ্রীময়ীর পরিবারে খুশির খবর আসে। এই নিয়ে ট্রোল-কটাক্ষের মুখোমুখি হলেও খুব একটা এইসব কিছুকে পাত্তা দিতে নারাজ এই তারকা দম্পতি।
Nusrat Jahan: ছেলে ঈশান মা নুসরত জাহানের চোখের মণি। সময় পেলেই ছেলের সঙ্গে সময় কাটাতে ভোলেন না। প্রেগন্যান্ট অবস্থায় কতই না ট্রোল-কটাক্ষের মুখে পড়তে হয়েছিল নুসরতকে সব বাধা-বিপত্তি কাটিয়ে ২০২১ সালে জন্ম নেয় নুসরত-পুত্র ঈশান।
Subhashree Ganguly: ব্যস্ততা যতই থাকুক না কেন রাজ ও শুভশ্রী তাঁদের দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে সময় দিতে কোনও সময়ই ভোলেন না। দুই সন্তানকে নিয়ে তারকা দম্পতির অবসর সময় দিব্যি কেটে যায়। আর শুভশ্রী তো ছেলে-মেয়েকে পেলে সবকিছুই ভুলে যান। এমনকী ফোনও সাইলেন্টে রেখে সন্তানদের সঙ্গে সময় কাটান।
তিনি এই মুহূর্তের অন্যতম ব্যস্ততম অভিনেত্রী। একের পর এক ছবির কাজ সামলে দুই খুদে সন্তানকে নিয়ে সংসারও সামলাচ্ছেন দিব্যি। অনেকই তাঁকে আজকাল বলছেন, 'লেডি সুপারস্টার'। তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'গৃহপ্রবেশ' দর্শকদের হৃদয় ছুঁয়েছে। পরের মাসেই আসছে বহু প্রতীক্ষিত 'ধূমকেতু'। হাতে রয়েছে একের পর এক ছবির শ্যুটিং। সব সামলে একান্তে মনের মানুষের সঙ্গে তিনি যে দিব্যি সময় কাটাচ্ছেন, তার আভাস দিলেন স্বয়ং নায়িকা।
গত কয়েক দিন ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। মুম্বইয়ের একটি সাংবাদিক সম্মেলনে তিনি বাংলা ভাষায় প্রশ্ন নিতে আপত্তি করেছেন বলে অভিযোগ ওঠে। তাঁর মন্তব্য, 'Why do you need to talk in Bengali' তুমুল বিতর্কের সৃষ্টি করে। এই নিয়ে এবার মুখ খুললেন বুম্বাদা।
কলকাতার ট্রপিকাল মেডিসিন হাসপাতালের আউটডোর বিভাগে এক চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। ঠিক কী ঘটেছে? bangla.aajtak.in-এর প্রতিনিধিকে কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ জানান,'মহিলার সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় ওই চিকিৎসক জানেন না। এটা রাজনীতির ব্যাপার নয়। একজন ডাক্তার পরিষেবা দেবেন। উনি গলা উঁচিয়ে চিৎকার করবেন, এটা ঠিক নয়'। কাঞ্চনের দাদাগিরির অভিযোগ নিয়ে তাঁর ব্যাখ্যা,'কাঞ্চন দাদাগিরি করলে ওঁকে ফুটেজ দেখাতে বলুন। আউটডোরে টিকিট কেটে দেখাতে যাব কেন? ৮৬ বছরের রোগীকে নিয়ে দাদাগিরি কেন দেখাব? ওঁর পার্সোনাল রাগ আছে'।
ফের বিতর্কে জড়ালেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এবার সরকারি হাসপাতালের চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল অভিনেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে এই ঘটনা ঘটেছে।
Param-Piya: সদ্য মা-বাবা হয়েছেন টলিপাড়ার তারকা দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। প্রতিদিনই তাঁরা নতুনভাবে শিখছেন কীভাবে সন্তান পালন করতে হয়। পরম ও পিয়া দুজনেই এখন ভীষণ রকমভাবে ব্যস্ত সদ্যোজাতকে নিয়ে। পরম কিছুদিনের জন্য বন্ধ রেখেছেন তাঁর লাইট-ক্যামেরা-অ্যাকশনের কাজ।
EXPLAINED: গত কয়েকদিন ধরেই টলিউড সরগরম একটা খবরেই, তা হল অনির্বাণ ভট্টাচার্যের হাতে নাকি কাজ নেই। সম্প্রতি মিউজিক ভিডিওর শ্যুটিং করতে গিয়ে সমস্যায় পড়েন অভিনেতা। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, বয়কটের মুখে পড়েছেন অভিনেতা। যদিও ফেডারেশন বলছে, এ সম্পর্কে কোনও তথ্য ছিল না।
Iman Chakraborty: টলিপাড়ার অনেকেই আছেন যাঁরা জগন্নাথদেবের পরমভক্ত। সেই তালিকায় রাজ-শুভশ্রী যেমন রয়েছে তেমনি রয়েছেন মিমি চক্রবর্তী আবার সেই তালিকায় আছেন গায়িকা ইমন চক্রবর্তীও। দিঘার মন্দির উদ্বোধনের সময় যখন তাঁকে আমন্ত্রণ পাঠানো হয় গায়িকার আনন্দের শেষ ছিল না। বাড়িতেও রয়েছে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব।