Tollywood Gossip: ডিসেম্বরের শহরে একে-অপরের কাছাকাছি আসছে দুটি হৃদয়। এতদিন শুধুই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শোনা যেত, এবার ধীরে ধীরে সেই গোপনীয়তার বেড়াজাল ভাঙছে। টলিউড অভিনেত্রী সৌরসেনী মিত্র ও নুসরতের প্রাক্তন স্বামী নিখিল জৈনের প্রেম জমে পুরো ক্ষীর।
Roja Paromita Dey: বছরশেষে টলিপাড়ায় সুখবর। মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল-ফ্যাশন ডিজাইনার রোজা পারমিতা দে। তবে তিনি যে প্রেগন্যান্ট ছিলেন তা এতদিন গোপনে রেখেছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাধের অনুষ্ঠানের ছবি পোস্ট করে তিনি প্রথমবার জানালেন যে মা হতে চলেছেন তিনি।
Tollywood Gossip: বড়দিনের আগেই বাংলা সিনেমা দর্শকদের জন্য উপহার নিয়ে হাজির। গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে চার-চারটে বাংলা ছবি। ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’, ‘৫ নং স্বপ্নময় লেন’। যদিও জোর টক্কর চলছে খাদান ও সন্তান-এর মধ্যেই। খাদান মুক্তির দুদিন আগে হলে শো পাওয়া নিয়ে দেব প্রথমে অসন্তোষ প্রকাশ করলেও এই ছবির সাফল্যে অভিনেতা রীতিমতো আপ্লুত।
Srijit Mukherji: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যস্ততম পরিচালকদের মধ্যে অন্যতম সৃজিত মুখোপাধ্যায়। বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন চর্চিত। গত বছর থেকেই শোনা যাচ্ছিল যে পরিচালকের সংসার নাকি ভাঙতে চলেছে। কিন্তু সেই সময় সৃজিত ও তাঁর স্ত্রী তথা বাংলাদেশী নায়িকা রাফিয়াত রাশিদ মিথিলা সেই গুজবকে নস্যাৎ করে দেন।
Actor Dev: বছর শেষে বাংলা সিনেমার নবজাগরণ। বড়দিনের আগেই চার-চারটে বাংলা সিনেমা একই দিনে মুক্তি পেয়েছে। যদিও জোর টক্কর চলছে দেবের খাদান ও রাজ রাজ-শুভশ্রীর সন্তানের মধ্যে। যদিও দর্শকদের একাংশ দেবের খাদান-কে এগিয়ে রেখেছে।
Jisshu-Nilanjana: টলিপাড়ার পাওয়ার কাপল যিশু-নীলাঞ্জনা। কিন্তু এই বছরের জুলাই থেকে তাঁদের দাম্পত্য জীবনে চিড় ধরার খবরে তোলপাড় টলিউড। যদিও এই বিষয়ে যিশু বা নীলাঞ্জনা দুজনের কেউই এই নিয়ে কথা বলতে রাজি নন। তবে নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়া পোস্ট অনেক কিছুই বলে দেয়।
Jeet Daughter Navanya: বাবা বাংলার সুপারস্টার। অভিনেতার জন্মদিনে বাড়ির সামনে জড়ো হয় হাজার হাজার ভক্ত। তাঁর মেয়ে খুব একটা লাইম লাইটে না থাকলেও মেয়েকে চেনেন না এমন কেউ নেই। কথা হচ্ছে জিৎকে নিয়ে। যদিও এখন জিৎ-এর মেয়েই খবরের শিরোনাম দখল করার পথে।
Mamata Shankar: কখনও শাড়ি নিয়ে মন্তব্য আবার কখনও বা বিবাহিত নারীদের শাঁখা-পলা পরা নিয়ে মন্তব্য, এইসব নিয়ে মাঝে মাঝেই বিতর্কের কেন্দ্রে থাকেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতাশঙ্কর। তবে কখনও নিজের করা মন্তব্য থেকে পিছিয়ে আসেননি বরং অভিনেত্রী যেটা মনে-প্রাণে বিশ্বাস করেন সেটাই তিনি বলেন আর যা নিয়ে বিতর্ক শুরু হয়।
Ritwick Chakraborty: ২০ ডিসেম্বর, মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর নতুন ছবি 'সন্তান'। রাজের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এর আগে 'পরিণীতা', 'ধর্মযুদ্ধ' ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুই তারকা। বিশেষত 'পরিণীতা'-তে বাবাইদা- মেহুলের চরিত্রে সকলের মন জয় করেছেন ঋত্বিক- শুভশ্রী। এতদিনে কতটা নিজেকে ভেঙেছেন রাজ পত্নী? দু'জনের রসায়ন কেমন?bangla.aajtak.in- এর সঙ্গে আড্ডার মাঝে শেয়ার করলেন ঋত্বিক।
Jaya Ahsan: বয়স চল্লিশের কোঠা পেরিয়েছে অনেক আগেই। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই। তাঁর যৌবন পুরুষ হৃদয়ের ঘুম ওড়াতে সিদ্ধহস্ত। তাঁর জনপ্রিয়তা দুই বাংলাতেই। কথা হচ্ছে অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে। এই বয়সেও তাঁর টানটান ফিগার রীতিমতো ঈর্ষা জাগাবে অন্য নায়িকাদের মনে।
Tollywood Films: ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে চারটি বাংলা ছবি। 'খাদান', 'সন্তান', 'চালচিত্র', '৫ স্বপ্নময় লেন'। এদিকে বহু প্রেক্ষাগৃহ এখনও দখল করে রেখেছে 'পুষ্পা ২'।