Tollywood Gossips: বর্তমান সময়ে,দেব তার সব ছবিতে নতুনদের সুযোগ দিচ্ছেন। শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, ইধিকা পালদের পরে দেবের পরের ছবির নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে।
মুক্তির সময় থেকেই একাধিক সমস্যায় পড়েছিল নবাগত পরিচালক জয়ব্রত দাসের ছবি 'দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস'। ১৪ নভেম্বর এই ছবি মুক্তির কথা থাকলেও তা ফেডারেশন ও ইম্পার আপত্তি থাকার কারণে সেটা প্রেক্ষাগৃহে আসতে পারে না। তবে সব জটিলতা কাটিয়ে ২১ নভেম্বর মুক্তি পায় দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস।
Rukmini Maitra: দেব ও রুক্মিণী মৈত্রের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। টলিপাড়ায় জোর গুঞ্জন তাঁদের সম্পর্কে নাকি দুরত্ব বেড়েছে। আর তা নিয়েই চলছে চর্চা। যদিও দেব বা রুক্মিণী এ প্রসঙ্গে কেউই মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে জল বেশ অনেকটাই গড়িয়েছে।
Raj-Subhashree: কলকাতার বিলাসবহুল আবাসন আরবানার লাক্সারিয়াস ফ্ল্যাটে থাকলেও, নিজের শিকড় হালিশহরকে কখনও ভোলেন না পরিচালক রাজ চক্রবর্তী। আর তাই মাঝে মাঝেই সময় পেলেই স্ত্রী-সন্তানকে নিয়ে কয়েকটা দিন কাটিয়ে যান হালিশহরের বাড়িতে। একটু একটু শীতের পরশ গায়ে আসতেই স্ত্রী শুভশ্রী ও দুই সন্তানকে নিয়ে হালিশহরে পৌঁছে গেলেন পরিচালক।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আর তারপরই জাদু সম্রাট পি সি সরকার (জুনিয়ার)-এর বাড়িতে বিয়ের সানাই বাজবে। সরকার পরিবারের মেজ মেয়ে মৌবনী সরকার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আগামী ৩০ নভেম্বর মা-বাবার বাছাই করা পাত্রের গলাতেই মালা দেবেন টলিপাড়ার এক সময়কার অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী চট্টরাজ। জীবনের ছোট-বড় মুহূর্তগুলিকে তিনি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। গত বছরের মার্চেই অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। আর সেই বছরেই তাঁদের কোলে আসে ছোট্ট কৃষভি।
'অনেকে পুরস্কার পাবেন নিজস্ব দক্ষতার জন্য। কেউ বঞ্চিত হয়ে থাকলে নিশ্চয়ই বলবেন, আবার পুষিয়ে দেব। ভালো করে কাজ করুন'। টেলি অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যখনই সময় পাই সিরিয়াল দেখি। পরের সিনটা কী হবে আগে থেকে বলে দিতে পারি। ধনধান্য প্রেক্ষাগৃহে টেলি আকাদেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mitin Masi New Film: গোয়েন্দাপ্রেমী বাঙালির জন্য রয়েছে সুখবর। ফের বড় পর্দায় আসছে মিতিন মাসি। সুখবর এটুকুই নয়, রয়েছে আরও চমক। অরিন্দম শীলের পরিচালনায় আসছে নতুন ছবি 'মিতিন একটি খুনির সন্ধানে'।
Tollywood Gossips: সম্পর্ক নিয়ে দীর্ঘদিন মুখে কুলুপ এঁটেছিলেন, পরে এবছরের শুরু থেকে ধীরে ধীরে গোপনীয়তা আলগা করতে শুরু করেন। পার্টি থেকে যে কোনও উৎসব, একসঙ্গেই কাটাচ্ছিলেন তাঁরা।