scorecardresearch
 
Advertisement
টলিউড

Nusrat Jahan Trolled: "আপনি মায়ের নামে কলঙ্ক!" ঈশানকে রেখে যশের প্রেমে মত্ত নুসরতকে কটাক্ষ নেটিজেনদের

Nusrat Jahan gets trolled for leaving Yishaan at home and spending time with Yash Dasgupta
  • 1/10

কাশ্মীরে 'হ্যাপি টাইমস' কাটাচ্ছেন তারকা জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। কাজ ও সেই সঙ্গে চলছে এক প্রকার মধুচন্দ্রিমা। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

Nusrat Jahan gets trolled for leaving Yishaan at home and spending time with Yash Dasgupta
  • 2/10

ভূস্বর্গে হাতে হাত রেখে প্রেমে হাবুডুবু যশ- নুসরত। সোশ্যাল মিডিয়াও ছেয়ে গেছে তাঁদের প্রেমমাখা মুহূর্তে। 

Nusrat Jahan gets trolled for leaving Yishaan at home and spending time with Yash Dasgupta
  • 3/10

একে অপরের ছবি লেন্সবন্দীও করছেন। আর ছবি সৌজন্য ভালোবাসার মানুষের নামটি সরাসরি রাখতে আর রাখঢাক করছেন না 'যশরত'।  

Advertisement
Nusrat Jahan gets trolled for leaving Yishaan at home and spending time with Yash Dasgupta
  • 4/10

একে অপরকে রীতিমতো চোখে হারাচ্ছেন 'যশরত'। এতদিন ভালোবাসা আড়ালে রাখতে হয়েছিল। ছেলের জন্ম হওয়ার পর থেকে সেই আড়াল আলগা হয়েছে। তাই প্রকশ্যে, অনায়াসেই যশকে 'বিলাভেড' বলে সম্বোধন করেছেন সাংসদ -নায়িকা।  
 

Nusrat Jahan gets trolled for leaving Yishaan at home and spending time with Yash Dasgupta
  • 5/10

তবে তাঁদের এই মধুর সময় কাটানো ও মাখো মাখো প্রেম মোটেই ভাল নজরে দেখছে না নেটিজেনদের একাংশ। নুসরতের শেয়ার করা ছবিতে কমেন্ট আসছে এইরূপ অনেক। যেমন একজন লিখেছেন, "বাচ্চাকে রেখে হানিমুন করতে গেছো, কী করে আছো? মায়ের নামে কলঙ্ক!মা হওয়ার কোনও যোগ্যতা নেই।"   


   

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

Nusrat Jahan gets trolled for leaving Yishaan at home and spending time with Yash Dasgupta
  • 6/10

নেটিজেনদের একাংশের আবার চিন্তা, এত ছোট বাচ্চাকে রেখে কীভাবে কাশ্মীরে রয়েছেন তাঁরা? অন্যপক্ষের আবার রাতের ঘুম উড়েছে, যদি ঈশানকে তাঁরা নিয়ে গিয়ে থাকেন, তাহলে এত ঠাণ্ডায় একরত্তি কী করে থাকবে ওখানে, এটা ভেবে। 

Nusrat Jahan gets trolled for leaving Yishaan at home and spending time with Yash Dasgupta
  • 7/10

যশ কাশ্মীরে গিয়েছেন শিলাদিৎ মৌলিকের পরিচালিত ছবি 'চিনে বাদাম' -এর একটি গানের শ্যুটিংয়ের জন্য। ছবিটি এনা সাহার প্রযোজনা সংস্থা, জারেক এন্টারটেইনমেন্টসের ব্যানারে আসছে। সেই সঙ্গে ছবিতে অভিনয়ও করছেন এনা। তাই আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন সেখানে।
 

Advertisement
Nusrat Jahan gets trolled for leaving Yishaan at home and spending time with Yash Dasgupta
  • 8/10

প্রাথমিকভাবে মনা করা হয়েছিল, নুসরত কাশ্মীরে ঘুরতে গিয়েছেন শুধুমাত্র। তবে এখন কানাঘুষো শোনা যাচ্ছে, জারেক এন্টারটেইনমেন্টস 'যশরত' গিয়ে নিয়ে তৈরি করছে একটি মিউজিক ভিডিও। সেই শ্যুটিং একবারেই সেরে আসবেন তাঁরা। 

Nusrat Jahan gets trolled for leaving Yishaan at home and spending time with Yash Dasgupta
  • 9/10

কোভিড পরিস্থিতি, নির্বাচন, গর্ভাবস্থা, ঈশানের জন্ম ইত্যাদ্দি নানা কারণে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের বাইরে সেভাবে ঘুরতে যেতে পারেননি নুসরত। তাই এই ট্রিপ নিয়ে যে তিনি উৎসাহিত থাকবেন না আর বলতে বাকী রাখে না। কাজের ফাঁকে দু'জনে কাটাচ্ছেন 'কোয়ালিটি টাইম'।

Nusrat Jahan gets trolled for leaving Yishaan at home and spending time with Yash Dasgupta
  • 10/10

শোনা যাচ্ছে, এনার সাহার হাত ধরেই রুপোলী পর্দায় ফিরবে যশ -নুসরত জুটি। এর আগে 'ওয়ান', 'এসওএস কলকাতা' -র মতো ছবিতে একসঙ্গে জুটিতে দেখা গিয়েছিল যশ ও নুসরতকে। মাঝে দু'জনের জীবনে বয়ে গেছে ঝড়। তাই ফের একসঙ্গে দু'জনকে পর্দায় দেখার জন্য অপেক্ষায় অনুগামীরা।

Advertisement