Advertisement
মনোরঞ্জন

Nusrat Jahan-Yash Dasgupta Celebrates Love: ভূস্বর্গে হাতে হাত রেখে প্রেমে হাবুডুবু যশ- নুসরত! সোশ্যালে Viral প্রেমমাখা মুহূর্ত

  • 1/12

কাশ্মীরে গিয়েছেন টলিপাড়ার এই মুহূর্তের সবচেয়ে চর্চিত জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। এখন আর একসঙ্গে প্রকাশ্যে আসতে দ্বিধা বোধ করেন না দু'জনের কেউই। তাঁদের সম্পর্কের সমীকরণ এখন অনেকটাই স্পষ্ট সকলের কাছে। 

  • 2/12

ভূস্বর্গের মনোরম পরিবেশে প্রেমে একেবারে ডগমগ ঈশানের বাবা-মা। আর তা এবার নেটমাধ্যমে প্রকাশও করছেন তাঁরা। যশ, নুসরত দু'জনের সোশ্যাল পেজে ভরেছে কাশ্মীরের ছবি, ভিডিওতে। 

  • 3/12

শুধু ছবি শেয়ার করছেন বললে ভুল হবে। একে অপরের ছবি লেন্সবন্দীও করছেন। আর ছবি সৌজন্য ভালোবাসার মানুষের নামটি সরাসরি রাখতে আর রাখঢাক করছেন না 'যশরত'।  

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash (@yashdasgupta)

Advertisement
  • 4/12

একে অপরকে রীতিমতো চোখে হারাচ্ছেন 'যশরত'। এতদিন ভালোবাসা আড়ালে রাখতে হয়েছিল। ছেলের জন্ম হওয়ার পর থেকে সেই আড়াল আলগা হয়েছে। তাই প্রকশ্যে, অনায়াসেই যশকে 'বিলাভেড' (Beloved) বলে সম্বোধন করেছেন সাংসদ -নায়িকা।  


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 5/12

শুধু তাই না। আমির খান- কাজলের জনপ্রিয় ছবি 'ফানা' -র প্রেমের গান 'মেরে হাত মে তেরা হাত হো' গানটি নেপথ্যে রেখে কাশ্মীরের লেকে একে অপরের হাতে হাত রেখে প্রেমে মেতেছেন জুটি। দু'জনের হাতেই রয়েছে নতুন লাভ ব্যান্ডস। নুসরত, তাঁর আগের এনগেজমেন্ট রিং খুলে ফেলেছেন।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 6/12

যশ -নুসরত দু'জনকে দেখেই বোঝা যাচ্ছে খুব উৎসাহী তাঁরা। এই আনন্দটা চোখে মুখে বেশি ফুটে উঠেছে ঈশানের 'মাম্মি'র। কারণটাও বেশ পরিষ্কার। আসলে যশ কাশ্মীরে গিয়েছেন কাজে। আর তাঁর সঙ্গী নুসরতের এটা ভ্যাকেশন। তবে ঈশান কোথায়, তা এখনও স্পষ্ট না। যদিও নুসরত- যশের একটি ফ্যান ক্লাবের দাবী, সন্তানকে সঙ্গে নিয়েই তাঁরা গিয়েছেন।
 

  • 7/12

শনিবার বিমানবন্দর থেকে একাধিক ছবি ও রিলস শেয়ার করেছিলেন দু'জনে। নেটিজেনদের একাংশের চিন্তা, এত ছোট বাচ্চাকে রেখে কীভাবে যাচ্ছে তাঁরা? অন্যপক্ষের আবার রাতের ঘুম উড়েছে, এত ঠাণ্ডায় ঈশান কী করে থাকবে এটা ভেবে। 
 

Advertisement
  • 8/12

যশ কাশ্মীরে গিয়েছেন শিলাদিৎ মৌলিকের পরিচালিত ছবি 'চিনে বাদাম' -এর একটি গানের শ্যুটিংয়ের জন্য। ছবিটি এনা সাহার প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে। সেই সঙ্গে ছবিতে অভিনয়ও করছেন এনা। তাই আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন সেখানে।
 

  • 9/12

কোভিড পরিস্থিতি, নির্বাচন, গর্ভাবস্থা, ঈশানের জন্ম ইত্যাদ্দি নানা কারণে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের বাইরে সেভাবে ঘুরতে যেতে পারেননি নুসরত। তাই এই ট্রিপ নিয়ে যে তিনি উৎসাহিত থাকবেন না আর বলতে বাকী রাখে না। কাজের ফাঁকে দু'জনে কাটাচ্ছেন 'কোয়ালিটি টাইম'।

  • 10/12

ইন্ডাস্ট্রিতে কান পাতলেই কানাঘুষো শোনা যাচ্ছে আরও একটি কথা। শীঘ্রই জুটি বাঁধতে চলেছেন 'যশরত'। এনার সাহার 'জারেক এন্টারটেইনমেন্টস' -এর হাত ধরেই রুপোলী পর্দায় ফিরবে যশ -নুসরত জুটি। 

  • 11/12

এর আগে 'ওয়ান', 'এসওএস কলকাতা' -র মতো ছবিতে একসঙ্গে জুটিতে দেখা গিয়েছিল যশ ও নুসরতকে। মাঝে দু'জনের জীবনে বয়ে গেছে ঝড়। তাই ফের একসঙ্গে দু'জনকে পর্দায় দেখার জন্য অপেক্ষায় অনুগামীরা।
 

Advertisement
  • 12/12

প্রসঙ্গত, যশ যেমন বর্তমানে ব্যস্ত 'চিনে বাদাম' -র শ্যুটিংয়ে। নুসরত শুরু করেছেন 'জয় কালী কলকাত্তেওয়ালি' শ্যুটিং। এই ছবির পরিচালনা করছেন সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। 

Advertisement