Advertisement
মনোরঞ্জন

Nusrat Jahan: ছেলে ঈশানকে নিয়ে বাড়িতে ফিরেই প্রথম ছবি পোস্ট নুসরতের!

  • 1/9

গত ২৬ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী - সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। বুধবার রাতেই কলকাতার পার্কস্ট্রিটের একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। 
 

  • 2/9

নুসরতের প্রেমিক - অভিনেতা  যশ দাশগুপ্ত নিজে গাড়ি চালিয়ে তাঁকে নিয়ে যান সেখানে। সন্তান জন্ম দেওয়ার সময়, শর্ত অনুযায়ী, যশ ছিলেন নুসরতের ছায়াসঙ্গী হয়ে। 
 

  • 3/9

নুসরত তাঁর ছেলের নাম রেখেছেন 'ঈশান'। বাংলায় 'ঈ' নিয়ে শুরু হলেও ইংরাজী নামের বানান কিন্তু শুরু হবে, 'Y'দিয়ে। নামের বানানটি ইংরাজীতে হবে 'Yishaan'। সন্তানের বাবার নাম সরাসরি না বললেও, ঘুরিয়ে কি এইভাবেই সকলের প্রশ্নের উত্তর দিতে চাইছেন তারকা -সাংসদ? এই প্রশ্ন তুলছেন অনেকেই। 
 

Advertisement
  • 4/9

সোমবার, জন্মাষ্টমীর দিন সন্তানকে নিয়ে বাড়িতে ফেরেন তারকা - সাংসদ। হাসপাতাল থেকে বেরনোর সময়, ঈশান ছিল যশের কোলে। এরপর নুসরত গাড়িতে ওঠার পর, মায়ের কোলে একরত্তিকে দিয়ে নিজে গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছান তাঁরা। 

  • 5/9

সন্তান নিয়ে বাড়িতে ফেরার পর মঙ্গলবার প্রথম ছবি পোস্ট করেন নুসরত। যদিও ছবিতে নেই তাঁর সদ্যোজাত। তাঁরই পুরনো এক শ্যুটের ছবিই শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লেখা আছে, "পর্দার পিছনের দৃশ্য"। 

  • 6/9

সদ্য মা হয়েছেন নুসরত। তাই ছবিতে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন বহু নেটিজেন। এমনকী ঈশানকে দেখার আবদার করেছেন অনেকেই। তবে যথারীতি বাদ যায়নি নায়িকাকে কটাক্ষ করাও। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 7/9

নুসরতের শেয়ার করা ছবিটিতে তিনি পরেছেন একটি সাদা ও হালকা তুঁতে রঙের স্ট্রাইপ স্ট্রিং ড্রেস। খোলা চুল, সঙ্গে মামানসই ট্রেন্ডি গয়না। নায়িকার গ্ল্যামারাস লুক লেন্সবন্দী করেছেন সোমনাথ রায়। এর আগেও বিভিন্ন সময়ে নুসরত জাহানের ফটো শ্যুট করেছেন তিনি। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kiara 🌸 (@kiara_sen111)

Advertisement
  • 8/9

নুসরতের কস্টিউম ডিজাইন করেছেন কিয়ারা সেন। নুসরত ছাড়া যশের কস্টিউম ডিজাইনও করেছেন সম্প্রতি তিনিই। যশ নিজের প্রোফাইল থেকে একদিন আগেই শেয়ার করেছেন কিয়ারা ডিজাইন করা ড্রেস পরে ছবি। 

  • 9/9

এখনও পর্যন্ত সন্তানের পিতৃ পরিচয় প্রকাশ করেননি নুসরত জাহান। সেজন্যে বিভিন্ন মাধ্যমে তাঁকে প্রতিনিয়ত সম্মুখিন হয়ে হয় নানা কটাক্ষের। একেবারে 'কেয়ার নট' অ্যাটিটিউড রেখেছেন নায়িকা। তিনি দিব্যি উপভোগ করছেন তাঁর মাতৃত্ব। বলাই বাহুল্য সকলে এখন অপেক্ষা করছেন ছোট্ট অতিথির এক ঝলকের। (সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)


 

Advertisement