Advertisement
মনোরঞ্জন

Yearender 2021, Tollywood Limelight: ২০২১ -এ লাইমলাইট কেড়েছে এই টলি নায়িকারা! দেখুন PHOTOS

  • 1/7

২০২১ শেষ হতে চলল। বছরভর খবরের শিরোনামে ছিলেন একাধিক টলি তারকারা। তবে এক নজরে দেখা যাক সকলের মধ্যে লাইমলাইট কেড়েছেন কোন তিন টলি সুন্দরী। 

  • 2/7

নুসরত জাহান (Nusrat Jahan)

এই বছরের শুরু থেকেই সংবাদের শিরোনামে ছিলেন নুসরত জাহান। প্রথমে যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। সেই আলোচনা আরও তুঙ্গে ওঠে যখন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, যশকে 'হাসব্যান্ড' রূপে পরিচিতি দেওয়া এবং তাঁদের সন্তান ঈশানের জন্ম হওয়া... ব্যক্তিগত জীবন তো বটেই, এমনকী প্রশ্ন উঠেছে তাঁর রাজনৈতিক কেরিয়ার নিয়েও। এই সব মিলিয়ে বহু টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছেন সাংসদ- নায়িকা। 
 

  • 3/7

নেটিজেনদের অনেকেই তাঁর সোশ্যাল পেজের কমেন্ট বক্স  ভরিয়ে দিয়েছেন সমালোচনায়। তবু বরাবর 'কেয়ার নট অ্যাটিটিউট' রেখে পজিটিভিটি মূলমন্ত্র করে এগিয়েছেন নুসরত। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ছেলে কিংবা স্বামীর সঙ্গে নির্দ্বিধায় ছবিও শেয়ার করেন তিনি। সম্প্রতি একটি রেডিও শোয়ের সঞ্চালক হিসাবেও নজর কাড়ছেন তিনি। সেই সঙ্গে চলছে সাংসদীয় ও বিনোদন জগতের কাজ। 
 

Advertisement
  • 4/7

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)

২০২১ সালে যে সমস্ত অভিনেত্রীরা লাইমলাইটে ছিলেন, তার মধ্যে শ্রীলেখা মিত্রের নাম অন্যতম। রেড ভলেন্টিয়ারের সঙ্গে কফি ডেট হোক কিংবা নির্বাচনী প্রচার, সবেটেই আলোচনায় ছিলেন তিনি। শ্রীলেখার করা যে কোনও পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। প্রশংসার পাশাপাশি মিলেছে কটাক্ষ। 
 

  • 5/7

তবে তাঁর পোস্টগুলি দেখে বোঝাই যায়, কিঞ্চিৎ বিরক্ত হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা 'এনজয়' করছেন তিনি। কারণ এই অভিনেত্রীও পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার বার্তাই দেন বরাবর। এমনকী ফ্যানেদের সঙ্গে সরাসরি জনসংযোগ করতে,' আস্ক মি এনিথিং', মাঝে তাঁর এই মজার খেলাও যথেষ্ট হিট।
 
 

  • 6/7

শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)

টলি তারকাদের মধ্যে এই বছর, সবচেয়ে বেশি লাইমলাইটে থেকেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। ব্যক্তিগত কারণ তো ছিলই, সেখানে বিধানসভা নির্বাচনের সময় থেকে জুড়ে যায় রাজনৈতিক কারণও। বিজেপি -তে যোগ দিয়ে প্রার্থী হন শ্রাবন্তী। যদিও ভোটে পরাজয়ের বেশ কিছু মাস পর গেরুয়া শিবির থেকে নামও মুছে ফেলেন তিনি।    
 

  • 7/7

সম্প্রতি তৃণমূল- কংগ্রেসের মঞ্চেও দেখা যায় শ্রাবন্তীকে। প্রশ্ন ওঠে এবার কী জোড়া ফুলে নায়িকা? ব্যক্তিগত জীবন নিয়েই কটাক্ষের মুখোমুখো হতে হয়েছে তাঁকে। স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদ এবং নতুন বয়ফ্রেন্ড অভিরূপকে নিয়ে কম চর্চা হয়নি এই বছর টলি পাড়া থেকে শুরু করে নেট পাড়ায়। 
 

Advertisement