Advertisement
মনোরঞ্জন

Nusrat-Yash Vacation: বর্ষশেষে ভ্যাকেশনে যশ -নুসরত! ট্যুইনিং করে 'যশরত' সেট করছেন 'Couple Goals'

  • 1/9

ডিসেম্বর মাস মানেই একটা ফেস্টিভ মুডে থাকেন সকলে। ইয়ার এন্ড এবং নিউ ইয়ার- এই দুইয়ের মাঝের সময়কালটা আর বেশি গুরুত্বপূর্ণ, পিকনিক, পার্টি, ভ্যাকেশন ইত্যাদি নানা রকমের প্ল্যানিং করেন সকলে। বাদ গেলেন না, টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহানও। 
 

  • 2/9

বর্ষশেষে ভ্যাকেশনে গেলেন 'যশরত'। আর সেকথা নিজেরাই সোশ্যাল পেজে জানিয়েছেন দম্পতি। ট্যুইনিং পোশাকে, চোখে সানগ্লাস পরা তাঁদের ছবি যেন 'পারফেক্ট কাপল গোলস' তৈরি করে। 

  • 3/9

নুসরত পরেছেন একটি সবুজ রঙা সোয়েট শার্ট এবং যশের পরনে হালকা তুঁতে সোয়েট টি-শার্ট। দু'জনে পরেছেন টেডি বেয়ার প্রিন্টেট একই ডিজাইনের সোয়েট শার্ট। এমনকী জুটির ট্রাওজারও একেবারে ট্যুইনিং।  

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

Advertisement
  • 4/9

যদিও এর আগেও কালো রঙা হুডিতে ট্যুইনিং করতে দেখা গিয়েছিল 'যশরত'-কে। এভাবেই কি নয়া ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে চাইছেন তাঁরা? 

  • 5/9

তবে নুসরত- যশ ভ্যাকেশন ডেস্টিনেশন হিসাবে কোন স্থান বেছে নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। একরত্তি ঈশান তাঁদের সঙ্গে যাচ্ছেন, নাকি বাড়িতেই থাকছে তাও জানা যায়নি। তবে চিন্তিত নেটিজেনরা সেই প্রশ্ন তুলেছেন। 

  • 6/9

বড়দিনে ঈশানকে সান্তা সাজিয়ে সেই ছবি সোশ্যাল পেজে শেয়ার করেছিলেন নুসরত। যদিও ক্যামেরার বিপরীত দিকে মুখ ছিল স্টার কিডের। তবে সকলে ভালোবাসায় ভরিয়েছেন সেই ছবিতে। তবে যশ, এদিন ছেলের কোনও ছবি শেয়ার করেননি। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 7/9

নুসরতের রেডিও শো 'ইশক উইথ নুসরত' -এ চলতি সপ্তাহে অতিথি হয়ে আসবেন যশ। ইতিমধ্যে সেই পর্বের প্রোমো সাড়া ফেলেছে। সেখানে নুসরত, যশকে বলছেন, "আমি তোমার প্রেমে পড়লাম, এটা আমার ইচ্ছেতে হয়েছে। তারপর তো ইতিহাস তৈরি হয়ে গেল।" 

Advertisement
  • 8/9

এমনকী যশকে 'মাই অনলি চয়েজ' বলেও সম্বোধন করেছেন নায়িকা, এই শো তে।  একটি অংশে দেখা যাচ্ছে, যশ মজা করে বলছেন, "এটা কীভাবে হল! তুমি হঠাৎ করে বললে আমরা পালিয়ে গিয়েছিলাম। তো ঠিক আছে আমরা পালিয়ে গিয়েছিলাম।" 

  • 9/9

উত্তরে নুসরত বললেন, "তুমি তো বললে চলো প্লাইয়ে যাই!"। এরপর যশ বলেন, "যার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, নিজের বউয়ের কাছে ইচ্ছে করছে না, সে অন্য কোথাও যাবে!" বরকে অভিমান করে নায়িকা বললেন, "আমাদের ব্যাপারে কিছু ভাল ভাল বলো, সারাক্ষণ..." যশের উত্তর, "আমাদের ব্যাপারে লোকেরা ভাল বলে না, আমি কী করে বলব..."   

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ishq (@ishq.fm)

Advertisement