
কাশ্মীর থেকে ফিরেছেন অভিনেত্রী -প্রযোজক এনা সাহা। শোনা গিয়েছিল, তাঁর প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেইনমেন্টসের পরবর্তী ছবি 'চিনে বাদাম'-র একটি গানের শ্যুটিং করতে টিমের সঙ্গে গিয়েছেন এনা।

ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক, তাঁর সহ অভিনেতা যশ দাশগুপ্ত এবং তাঁর স্ত্রী নুসরত জাহানও গিয়েছিলেন সঙ্গে।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, নুসরত কাশ্মীরে ঘুরতে গিয়েছেন শুধুমাত্র। পরে জানা যায়, 'যশরত' সেখানে সেরে ফেলেছেন পরবর্তী প্রোজেক্টের একটি গানের শ্যুটিং।

এনা সাহার প্রযোজনা সংস্থার হাত ধরেই আবার পর্দায় জুটিতে দেখা যাবে ঈশানের 'ড্যাডি' এবং 'মাম্মি'কে। দু'জনের সোশ্যাল পেজ ভরেছে ভূস্বর্গের ছবিতে।

সেই সঙ্গে এনা -যশ কাশ্মীরেই শ্যুট করলেন 'চিনে বাদাম'-র গানের দৃশ্য।

চিনে বাদাম'-এ ঋষভ চরিত্রে অভিনয় করছেন যশ। অন্যদিকে এনাকে দেখা যাবে তাঁর গার্লফ্রেন্ড তৃষার ভূমিকায়।

ঋষভ একজন প্রযুক্তিবিদ, যিনি 'চিনে বাদাম' নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেন। অ্যাপটির সাহায্যে নিঃসঙ্গ মানুষেরা বন্ধু খুঁজে পায়। তৃষা তাঁকে অ্যাপটি তৈরি করতে সাহায্য করে।

কিন্তু এই প্রোজেক্ট করার মাঝখানে, তাঁদের ব্যক্তিগত সম্পর্কে ছেদ আসে। শেষমেশ নিজেদের তৈরি করা অ্যাপ থেকেই বন্ধু খুঁজে পেতে লগ ইন করে ঋষভ -তৃষা। এইভাবে এগোবে ছবির গল্প।

তবে শুধু এই দুটো কাজ নয়। এনা কাশ্মীরে গিয়ে সেরে ফেলেছেন আরও একটি প্রোজেক্টের কাজও।

এই মুহূর্তে টলিপাড়ার সর্ব কনিষ্ঠ প্রযোজক এনা সাহা। তাই হয়তো প্রথম থেকেই তিনি অত্যন্ত সাবধানী ও হিসেবী।

এই মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে এনা সাহা ও রবি সাউকে। জারেক এন্টারটেইনমেন্টসের ব্যানারেই আসবে এই মিউজিক ভিডিও।

প্রসঙ্গত, এর আগে 'ওয়ান', 'এসওএস কলকাতা' -র মতো ছবিতে একসঙ্গে জুটিতে দেখা গিয়েছিল যশ ও নুসরতকে। মাঝে দু'জনের জীবনে বয়ে গেছে ঝড়। তাই ফের একসঙ্গে দু'জনকে পর্দায় দেখার জন্য অপেক্ষায় অনুগামীরা।

ছবি: সংগৃহীত