গত ২৬ অগাস্ট পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী - সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। সন্তানকে নিয়ে বাড়িতে ফেরেন জন্মাষ্টমীর দিন। নুসরতের মা হওয়ার ঠিক ১৫ দিন পর, গত শনিবার একসঙ্গে কোভিড ১৯-র ভ্যাকসিন নিয়েছেন 'যশরত' (Yashrat)।
শুধু তাই না, এদিন কলকাতা পুরসভায় হাজির হন সাংসদ- অভিনেত্রী। সঙ্গে ছিলেন ছায়াসঙ্গী যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। সেখানে ছেলে ঈশানের জন্মের শংসাপত্রের (Yishaan's Birth Certificate) খোঁজ নেন তাঁরা।
ভ্যাকসিন নিয়ে শনিবার পার্টিতে মেতেছিলেন নুসরত ও যশ। সেখানে ঈশানের 'মাম্মি' -র লুকে একেবারে চমকেছে নেটপাড়া। দীর্ঘদিন পর এতটা খোলামেলা পোশাকে দেখা গেল নায়িকাকে।
সাদা শর্ট স্কার্টের সঙ্গে নেভি ব্লু স্প্যাগিটি টপে নজর কেড়েছেন নুসরত জাহান। খোলা চুলে নো-মেকআপ লুকেও তিনি মোহময়ী। যশও পরেছেন রিপড জিন্স ও নেভি ব্লু টি -শার্ট। শহরের এক রেস্তোরাঁতে লেন্সবন্দী হয়েছেন 'যশরত'।
তারকা জুটির সঙ্গে এদিন পার্টিতে ছিলেন অভিনেত্রী -মডেল ঊষসী সেনগুপ্ত। তিনিই ছবিগুলি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল পেজে। সেখানে 'নিউ মম' -র প্রশংসায় পঞ্চমুখ তিনি। ক্যাপশনে তিনি লেখেন, "খুব উত্তেজিত সুন্দরী, মোহময়ী, বাংলার পাওয়ার ওম্যান, আমার ভালোবাসার মানুষ... নয়না তোমায় অনেক পিজ্জা, ডামসাম ও মিষ্টি ভরে উঠুক তোমার মাতৃত্বের জার্নি!...তোমায় দেখে মাতৃত্বের জার্নিটা সেক্সি মনে হচ্ছে।"
যদিও এই নিয়ে নেট মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। তাঁদের দাবী, দুধের শিশুকে বাড়িতে ফেলে কি করে ঘুরে বেড়াচ্ছেন নুসরত... যদিও সে সবে পাত্তা দেননি 'যশরত'।
গত সপ্তাহে শহরের একটি স্যালোঁ উদ্বোধনের সময় সাংবাদিকদের মুখোমুখি হন নুসরত। সেখানে প্রশ্ন ওঠে ঈশানের বাবার নাম নিয়ে। তবে সেদিন একেবারে হালকা মেজাজে হেসেই তাঁর উত্তর, "সন্তানের বাবাই জানে বাবা কে। এই মুহূর্তে অভিভাবকত্ব উপভোগ করছি। আমি এবং যশ খুব ভাল সময় কাটাচ্ছি।"
নুসরত জাহান আরও জানান, ছেলেকে সামলাতে গিয়ে রাতে একেবারেই ঘুম হচ্ছে না তাঁর। কিন্তু মাতৃত্ব উপভোগ করছেন তিনি, নিজেকে মানিয়ে নিচ্ছেন একটু একটু করে। তাই এই মুহূর্তে ছবির শ্যুটিং শুরু করবেন না। বরং ছোট ছোট কাজ শুরু করবেন তিনি। এমনকী সাংসদীয় কাজেও ফিরবেন তিনি।
মাতৃত্বে জন্য চেহারায় পরিবর্তন এসেছে নুসরত জাহানের। যার জেরে প্রচুর কটাক্ষও মিলছে। তবে এই বিষয় গুরুত্ব দিতে চান না তিনি। নুসরতের কথায়, "এই সব ভাবলে মাতৃত্বের অনুভূতি উপভোগ করতে পারবো না। তাই শরীর, ত্বক বা চুলের সঙ্গে কী হচ্ছে এখন সেটা না ভেবে এই অনুভূতিটা উপভোগ করতে চাই।"