scorecardresearch
 
বলিউড

Ranbir Kapoor: ডিজিটালই ভবিষ্যৎ! এবার OTT-তে পা রাখতে চলেছেন রণবীর

Ranbir Kapoor to debut on OTT with Aisa Waisa Pyaar - রণবীর কাপুর
 • 1/9

বলিউড ইন্ডাস্ট্রির বহুমুখী অভিনেতাদের একজন হলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। রাজকুমার হিরানি পরিচালিত 'সঞ্জু'  ছবিতে তাঁকে শেষ দেখা গিয়েছিল। ছবিতে বক্স অফিসে হিট করার পাশাপাশি দর্শকদের পছন্দ করেছিলেন রণবীরের অভিনয়।

Ranbir Kapoor to debut on OTT with Aisa Waisa Pyaar - রণবীর কাপুর
 • 2/9

এবার রণবীর ফ্যানদের জন্য রয়েছে সুখবর। শোনা যাচ্ছে ডিজিটাল মাধ্যমে পা রাখতে চলেছেন রণবীর কাপুর। খবর অনুযায়ী, সেই প্রোজেক্টটির নাম 'অ্যায়সা ওয়েসা প্যায়ার'। 

Ranbir Kapoor to debut on OTT with Aisa Waisa Pyaar - রণবীর কাপুর
 • 3/9

চারটি গল্প মিলে তৈরি হবে এই প্রোজেক্টির গল্প। শোনা যাচ্ছে ইতিমধ্যে কাজে সম্মতি জানিয়েছেন অভিনেতা। নির্মাতারা দর্শক টানার জন্য রণবীরের অনস্ক্রিন আকর্ষণকে কাজে লাগানোর চেষ্টা করছেন।

Ranbir Kapoor to debut on OTT with Aisa Waisa Pyaar - রণবীর কাপুর
 • 4/9

অয়ন মুখোপাধ্যায়ের ছবি 'ব্রহ্মাস্ত্র' ছবিতে এরপর দেখা যাবে রণবীর কাপুরকে। ছবিতে এছাড়াও রয়েছেন আলিয়া ভাট ও অমিতাভ বচ্চন। 

Ranbir Kapoor to debut on OTT with Aisa Waisa Pyaar - রণবীর কাপুর
 • 5/9

এছাড়াও হাতে রয়েছে লাভ রঞ্জনের ছবি। যেখানে শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। 

Ranbir Kapoor to debut on OTT with Aisa Waisa Pyaar - রণবীর কাপুর
 • 6/9

করণ মালহোত্রার ছবি 'শামশেরা' -তেও রয়েছেন রণবীর। এই ছবিতে এছাড়াো দেখা যাবে বাণী কাপুর ও সঞ্জয় দত্তকে। 

Ranbir Kapoor to debut on OTT with Aisa Waisa Pyaar - রণবীর কাপুর
 • 7/9

বর্ষবরণ উৎযাপনে সঙ্গে পরিবার ও পরিজনদের সঙ্গে পৌঁছেছিলেন রাজস্থানের রনথম্বোরে। সেখান থেকেও শেয়ার করেছিলেন ছবি। শোনা গিয়েছিল সেখানেই বাগদান সারবেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। কিন্তু শেষমেশ তাঁদের এনগেজমেন্টের খবর মেলেনি। 

Ranbir Kapoor to debut on OTT with Aisa Waisa Pyaar - রণবীর কাপুর
 • 8/9

 অনুগামীরা বারবার প্রশ্ন করেন কবে বিয়ে করবেন তারকা -জুটি? কিন্তু সেই প্রশ্নের উত্তর দেননি এখনও দু'জনের কেউই।

Ranbir Kapoor to debut on OTT with Aisa Waisa Pyaar - রণবীর কাপুর
 • 9/9

তবে রিয়েল লাইফ ছাড়াও, বর্তমানে রিল লাইফে জুটি বাঁধছেন রণবীর -আলিয়া