Advertisement
মনোরঞ্জন

Parambrata Piya Anniversary Trip: ছেলেকে কোলে নিয়েই নাচ পরমের! বিবাহবার্ষিকীতে পিয়ার সঙ্গে আদুরে মুহূর্তের PHOTOS

Param Piya
  • 1/9

শিরোনামে থাকেন পরমব্রত চট্টোপাধ্যায়- পিয়া চক্রবর্তী। ২৭ নভেম্বর দিনটা দু'জনের কাছে খুবই স্পেশাল। কারণ এদিনই তাঁদের বিয়ের জন্মদিন। এবছর বিয়ের দু'বছর পার হল। এবারের বিবাহবার্ষিকী স্বাভাবিকভাবেই একটু বাড়তি স্পেশাল। কারণ সঙ্গে র‍য়েছে তাঁদের সন্তান।
 

Parambrata Piya anniversary
  • 2/9

বিবাহবার্ষিকী উদযাপন করতে পরিবারের সঙ্গে ট্রিপে গিয়েছিলেন পরম-পিয়া। সেখানের কিছু বাছাই করা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শেয়ার করেছেন সোস্যাল মিডিয়ায়। 

Parambrata Piya baby
  • 3/9

পরমের শেয়ার করা ছবিতে পিয়া ছাড়াও র‍য়েছে তাঁদের একরত্তি। ছেলেকে কোলে নিয়েই কোমর দোলালেন অভিনেতা।

 

Advertisement
Parambrata Piya news
  • 4/9

কোনও ছবিতে পিয়া, পরমের কালে দিচ্ছেন ভালোবাসার চুম্বন, আবার কোনওটাতে পরম স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন পিয়ার মাথায়। 

Parambrata
  • 5/9

এবছর জুন মাসে মা-বাবা হয়েছেন পিয়া চক্রবর্তী- পরমব্রত চট্টোপাধ্যায়। পুত্র সন্তান এসেছে তারকা দম্পতির পরিবারে। প্রথম সন্তানকে নিয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি নতুন বাবা- মা। ছেলের নানা মুহূর্ত মাঝে মধ্যেই সামনে আনেন তারকা জুটি। 

Parambrata Piya marriage
  • 6/9

২০২৩ সালের ২৭ নভেম্বর বিয়ে করেন পরমব্রত ও পিয়া। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আসতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। 

Parambrata Piya video
  • 7/9

এর আগে, কিছু বছর প্রেমের পরে ২০১৫ সালে সঙ্গীতশিল্পী অনুপম রায়কে বিয়ে করেন পিয়া। কিন্তু বিয়ের ৬ বছর পরে ২০২১ সালে যৌথ বিবৃতি নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন তারকা জুটি।

Advertisement
Parambrata Piya son
  • 8/9

 সে সময় কারণ হিসেবে উঠে আসে তৃতীয় ব্যক্তির নাম। শোনা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়েছে পরম-পিয়া। যদিও এরপর থেকে নিজেদের 'শুধু ভাল বন্ধু' হিসেবে পরিচয় দিয়েছিলেন দু'জনেই। কিন্তু শেষমেশ সেই জল্পনাই সত্যি হয়। 
 
 

Parambrata Piya photos
  • 9/9

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম 

  
 

Advertisement