scorecardresearch
 
Advertisement
টলিউড

Koyel Mallick: সময়ের সঙ্গে অভিনয় শৈলীও বদলেছেন বার্থডে গার্ল কোয়েল

কোয়েল
  • 1/13

২০০৩ সালে নাটের গুরু থেকে শুরু। ১৮ বছর কাটিয়ে ফেলেছেন টলিউডে। সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয় শৈলীও পাল্টে ফেলেছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

কোয়েল
  • 2/13

সুপারস্টার জিতের সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন। সেই ছবির পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। সিনেমায় তাঁর বাবা রঞ্জিত মল্লিকও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

কোয়েল
  • 3/13

জিতের সঙ্গে তাঁর জুটি টলিউডে রীতিমতো হিট। এগারোটি ছবিতে এক সঙ্গে অভিনয় করেছেন তাঁরা।

Advertisement
কোয়েল
  • 4/13

সুপারস্টার দেবের সঙ্গেও তাঁর অনস্ক্রিন কেমিষ্ট্রি বেশ ভালো। বহু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তাঁরা।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

কোয়েল
  • 5/13

২০০৪ সালে দেবীপক্ষ সিনেমায় ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন কোয়েল। একেবারে মেইনস্ট্রিম বাংলা ছবি না হলেও তাঁর অভিনয় দাগ কাটে দর্শকদের মনে।

কোয়েল
  • 6/13

অনেকেই হয়তো জানেন না, বাংলা ছাড়াও তিনটি ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন কোয়েল।

কোয়েল
  • 7/13

২০০৯ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের জ্যাকপট এবং সন্দীপ রায়ের হিটলিস্ট ছবিতে ভালো অভিনয়ের জন্য প্রশংসিত হন কোয়েল।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

Advertisement
কোয়েল
  • 8/13

ভিন্নধর্মী ছবিতেও যে তিনি সমান ভাবে অভিনয় করতে পারেন, তা ভালো ভাবেই বুঝিয়েছিলেন এই দুই ছবিতে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

কোয়েল
  • 9/13

একই সঙ্গে মেইনস্ট্রিম বাংলা ছবিতে নিজের আধিপত্য বজায় রেখে গিয়েছেন কোয়েল।

কোয়েল
  • 10/13

একটা কথা জেনে অবাক হবেন। কঙ্গনা রানাওয়াতের প্রথম ছবি গ্যাংস্টারের জন্য প্রথমে কোয়েলকে কাস্ট করার কথা ভেবেছিলেন পরিচালক অনুরাগ বসু।

কোয়েল
  • 11/13

কোনও রকম অডিশন ছাড়াই ছবিতে অভিনয়ের সুযোগ এসেছিল কোয়েলের কাছে। তবে ছবিতে চুম্বন দৃশ্যে অভিনয় করতে রাজি হননি তিনি। তা নিয়ে কোনও আফসোস নেই।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

Advertisement
কোয়েল
  • 12/13

দীর্ঘ দিনের সম্পর্কের পর ২০১৫ সালে বিয়ে করেন সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানে-কে। তত দিনে মিতিন মাসির চরিত্রে নিজেকে পাল্টে ফেলেছেন অনেকটাই।

কোয়েল
  • 13/13

২০২০ সালে ৫ মে একমাত্র ছেলে কবীরের জন্ম দেন কোয়েল। আপাতত স্বামী-সন্তান-সিনেমা নিয়ে ভরা সংসার কোয়েলের।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koel Mallick (@yourkoel)

Advertisement