এই অভিনেতাকে প্রায় সকলেই চিনবেন। নয়ের দশকের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক কৃষ্ণ-তে পিতামহ ভীষ্মের চরিত্রে অভিনয় করেছেন। করোনা মহামারীর জেরে কাজ পাচ্ছেন না। সমস্ত সেভিংস শেষ। নিদারুণ অর্থ কষ্টে দিন কাটাচ্ছেন অভিনেতা সুনীল নাগর।
অর্থের সমস্যায় মুম্বইয়ে নিজের বাড়িও বিক্রি করতে হয়েছে তাঁকে। আপাতত একটি ছোট্ট ঘরে ভাড়া থাকেন সুনীল।
একটি সাক্ষাৎকারে সুনীল বলেন, 'জানি না কাকে দায়ী করব। যখন কাজ করছিলাম, তখন প্রচুর রোজগার করেছি। প্রচুর হিট টিভি শো করেছি, অনেক ফিল্মেও কাজ করেছি। মানুষ আমার কাজ পছন্দ করেছেন। তাতে আরও বেশি কাজ পেয়েছি। কিন্তু আজ ইন্ডাস্ট্রিতে আমার মতো অনেকের কাছে কাজ নেই।'
আমি একজন ট্রেন্ড সিংগার। মাঝে একটি রেস্তোরাঁয় গান গেয়ে কোনও রকমে চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু ফের লকডাউন হয়ে গেল। রেস্তোরাঁও বন্ধ। আমি কয়েক মাস ধরে ঘরভাড়া দিতে পারছি না।
সুনীল তাঁর এক বন্ধুকে নিজের আর্থিক সমস্যার কথা জানান। যিনি একজন কাস্টিং ডিরেক্টর হিসাবে কাজ করেন। তিনিই সোশাল মিডিয়ায় সুনীলের অবস্থার কথা লেখেন। তাতেই সকলে জানতে পারেন ঘটনা।
ওই বন্ধু তাঁকে বলেন, এ ভাবে বহু মানুষের কাছে পৌঁছানো যায়। কাজ চাওয়ার জন্য যা সহায়ক হতে পারে। ঘটনার জানার পর CINTAA সুনীলের সঙ্গে যোগাযোগ করেছে। সুনীল তাঁর দুর্দশার কথা জানিয়েছেন সিন্টাকে। সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে সন্টা কর্তৃপক্ষ। কিন্তু কবে সেই সাহায্য মিলবে, তা এখনও জানেন না সুনীল।
একটি ইমেলে তিনি লেখেন, গত দেড় বছরের আমার সমস্ত জমানো টাকা শেষ হয়ে গিয়েছে। একটা ছোট্ট ভাড়ার ঘরে একলা রয়েছি। সাহায্যের কেউ নেই। এক সময় সুনীল ইন্ডাস্ট্রির সেরা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। বহু জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে।