scorecardresearch
 
Advertisement
টলিউড

হরিহরণ- বিক্রম-অরিন্দম ত্রয়ীর সঙ্গে এবার প্রিয়াঙ্কা! সামনে এলো 'দিল হাওয়াই হে'

হরিহরণ- বিক্রম-অরিন্দম ত্রয়ীর সঙ্গে এবার প্রিয়াঙ্কা!
  • 1/11

সম্প্রতি একটি মিউজিক অ্যালবামে একসঙ্গে কাজ করেছেন সঙ্গীতশিল্পী হরিহরণ, তবলাবাদক বিক্রম ঘোষ ও চলচ্চিত্র পরিচালক অরিন্দম শীল।
 

হরিহরণ- বিক্রম-অরিন্দম ত্রয়ীর সঙ্গে এবার প্রিয়াঙ্কা!
  • 2/11

প্রেমের মরসুমে এই ত্রয়ী এনেছেন কয়েকটি প্রেমের গান। মিউজিক অ্যালবামের নাম 'ইশক'।

হরিহরণ- বিক্রম-অরিন্দম ত্রয়ীর সঙ্গে এবার প্রিয়াঙ্কা!
  • 3/11

 মুম্বইয়ে একগুচ্ছ সঙ্গীত জগতের শিল্পীদের উপস্থিতিতে সম্প্রতি সামনে এসেছে 'ইশক'-এ ভরপুর গানগুলি।

Advertisement
হরিহরণ- বিক্রম-অরিন্দম ত্রয়ীর সঙ্গে এবার প্রিয়াঙ্কা!
  • 4/11

গানগুলির রেকর্ডিং হয় মুম্বইয়ে হরিহরণের নিজের স্টুডিওতেই। এরপরে কলকাতায় হয়েছে এই অ্যালবামের শ্যুটিং, পরিচালনার দায়িত্বে ছিলেন অরিন্দম শীল।

হরিহরণ- বিক্রম-অরিন্দম ত্রয়ীর সঙ্গে এবার প্রিয়াঙ্কা!
  • 5/11

অ্যালবামের গান 'বাতো বাতো ম্যায়'-এর জনপ্রিয়তা কুড়ানোর পড়ে, সামনে এসেছে নতুন আরেকটি গান 'দিল হাওয়াই হে'। 

হরিহরণ- বিক্রম-অরিন্দম ত্রয়ীর সঙ্গে এবার প্রিয়াঙ্কা!
  • 6/11

এই গানের দৃশ্যায়নে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। প্রেমের এই গানের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে নায়িকার উপস্থিতি। 
 

হরিহরণ- বিক্রম-অরিন্দম ত্রয়ীর সঙ্গে এবার প্রিয়াঙ্কা!
  • 7/11

বাবু ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল,কলকাতার রাস্তাঘাট সহ তিলোত্তমার আনাচে কানাচে হয়েছে এই গানের শ্যুটিং।
 

Advertisement
হরিহরণ- বিক্রম-অরিন্দম ত্রয়ীর সঙ্গে এবার প্রিয়াঙ্কা!
  • 8/11

সঙ্গীতের এই জাদুকরদের সঙ্গে কাজ করতে পেরে খুবই খুশি প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছেন, "এটি অরিন্দম দা এবং বিক্রম দা-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ে খুব ভালো হয়। আর অবশ্যই এইবার হরিহরণ জি! যার গান সর্বদা আমাদের হৃদয় স্পর্শ করে। আমরা খুব মজা করে কাজটা করেছি। একটু কষ্ট হয়েছিল ঠিকই। তবে আমরা কলকাতা শীতে জে কতটা সুন্দর, তা জানতে পেরেছি।"
 

হরিহরণ- বিক্রম-অরিন্দম ত্রয়ীর সঙ্গে এবার প্রিয়াঙ্কা!
  • 9/11

'দিল হাওয়াই হে'-গানটিতে হরিহরণের কণ্ঠের জাদুর সঙ্গে বিক্রম ঘোষের সঙ্গীত পরিচালনার মিশেলে শ্রোতাদের মন ছুঁতে বাধ্য।

হরিহরণ- বিক্রম-অরিন্দম ত্রয়ীর সঙ্গে এবার প্রিয়াঙ্কা!
  • 10/11

এই গানের কথা লিখেছেন সুগত গুহ, এছাড়া লাইভ সমস্ত রকম পারকাশন ও তবলা বাজিয়েছেন বিক্রম ঘোষ। কীবোর্ড প্রোগ্রামিংয়ের ব্যবস্থা করেছিলেন সায়ন গাঙ্গুলী, সেতার বাজিয়েছেন অভিষেক মল্লিক ও
সরোদ বাজিয়েছেন প্রতীক শ্রীবাস্তব।

হরিহরণ- বিক্রম-অরিন্দম ত্রয়ীর সঙ্গে এবার প্রিয়াঙ্কা!
  • 11/11

প্রিয়াঙ্কা সরকার ছাড়াও 'ইশক' অ্যালবামের বাকি গানগুলিতে দেখা যাবে সৌরসেনী মৈত্র, রমিত রাজ, বিবৃতি চট্টোপাধ্যায়কেও। প্রসঙ্গত, এর আগে গত অক্টোবর মাসে বিক্রম ঘোষ, রতন কাহারের যুগলবন্দিতে তৈরি 'গেন্দা ফুল' গানটি সাফল্য পেয়েছে। সেই মিউজিক ভিডিয়োটির পরিচালনার দায়িত্বভার সামলেছেন অরিন্দম শীল। এবার হরিহরণের সঙ্গে কাজ করছেন তাঁরা দুজনেই।
 

Advertisement