সম্প্রতি একটি মিউজিক অ্যালবামে একসঙ্গে কাজ করেছেন সঙ্গীতশিল্পী হরিহরণ, তবলাবাদক বিক্রম ঘোষ ও চলচ্চিত্র পরিচালক অরিন্দম শীল।
গানগুলির রেকর্ডিং হয় মুম্বইয়ে হরিহরণের নিজের স্টুডিওতেই। এরপরে কলকাতায় হয়েছে এই অ্যালবামের শ্যুটিং, পরিচালনার দায়িত্বে ছিলেন অরিন্দম শীল।
অ্যালবামের গান 'বাতো বাতো ম্যায়'-এর জনপ্রিয়তা কুড়ানোর পড়ে, সামনে এসেছে নতুন আরেকটি গান 'দিল হাওয়াই হে'।
এই গানের দৃশ্যায়নে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। প্রেমের এই গানের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে নায়িকার উপস্থিতি।
বাবু ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল,কলকাতার রাস্তাঘাট সহ তিলোত্তমার আনাচে কানাচে হয়েছে এই গানের শ্যুটিং।
সঙ্গীতের এই জাদুকরদের সঙ্গে কাজ করতে পেরে খুবই খুশি প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছেন, "এটি অরিন্দম দা এবং বিক্রম দা-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ে খুব ভালো হয়। আর অবশ্যই এইবার হরিহরণ জি! যার গান সর্বদা আমাদের হৃদয় স্পর্শ করে। আমরা খুব মজা করে কাজটা করেছি। একটু কষ্ট হয়েছিল ঠিকই। তবে আমরা কলকাতা শীতে জে কতটা সুন্দর, তা জানতে পেরেছি।"
'দিল হাওয়াই হে'-গানটিতে হরিহরণের কণ্ঠের জাদুর সঙ্গে বিক্রম ঘোষের সঙ্গীত পরিচালনার মিশেলে শ্রোতাদের মন ছুঁতে বাধ্য।
#DilHawaaiHai is live now on YouTube!
— Hariharan (@SingerHariharan) March 1, 2021
The video is a masterpiece and a unique expression for the Love of Kolkata - The City of Joy ❤️
Check it out! #IshqKeGeet
Link: https://t.co/Y96gV5Vpz7@bickramghosh @sufiscore
এই গানের কথা লিখেছেন সুগত গুহ, এছাড়া লাইভ সমস্ত রকম পারকাশন ও তবলা বাজিয়েছেন বিক্রম ঘোষ। কীবোর্ড প্রোগ্রামিংয়ের ব্যবস্থা করেছিলেন সায়ন গাঙ্গুলী, সেতার বাজিয়েছেন অভিষেক মল্লিক ও
সরোদ বাজিয়েছেন প্রতীক শ্রীবাস্তব।
প্রিয়াঙ্কা সরকার ছাড়াও 'ইশক' অ্যালবামের বাকি গানগুলিতে দেখা যাবে সৌরসেনী মৈত্র, রমিত রাজ, বিবৃতি চট্টোপাধ্যায়কেও। প্রসঙ্গত, এর আগে গত অক্টোবর মাসে বিক্রম ঘোষ, রতন কাহারের যুগলবন্দিতে তৈরি 'গেন্দা ফুল' গানটি সাফল্য পেয়েছে। সেই মিউজিক ভিডিয়োটির পরিচালনার দায়িত্বভার সামলেছেন অরিন্দম শীল। এবার হরিহরণের সঙ্গে কাজ করছেন তাঁরা দুজনেই।