scorecardresearch
 
টলিউড

মা শুভশ্রীর সঙ্গে প্রথম পার্টিতে 'হ্যান্ডসাম বয়' ইউভান, দেখুন PHOTOS

ইউভান
  • 1/7

জন্মের পর থেকেই টলিউডের চোখের মণি রাজ চক্রবর্তী -শুভশ্রী গাঙ্গুলী পুত্র ইউভান। 

ইউভান
  • 2/7

তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কিছুক্ষণেই ভাইরাল হয়।
 

ইউভান
  • 3/7

এবার ইউভান গেল তাঁর প্রথম পার্টিতে। সেখানে গিয়ে চুটিয়ে মজা করেছে জুনিয়ার চক্রবর্তী। 

ইউভান
  • 4/7

মায়ের কাছের বন্ধুর পার্টিতেই গিয়েছিল সে। মাসিদের সঙ্গে ফটো সেশনেও দেখা গেল তাঁকে।

ইউভান
  • 5/7

এদিনে সাজুগুজু করে একেবারে হ্যান্ডসাম বয় ইউভান। ডেনিম জিন্সের সঙ্গে টি-শার্টের ওপর আবার সাদা শার্ট পরেছে সে। মাথায় আবার স্টাইলিশ মিকি লেখা টুপি।

ইউভান
  • 6/7

গোল গোল চোখে একরত্তির ছবিতে ভার্চুয়াল ভালবাসায় ভরিয়ে দেন সকলে। 

শুভশ্রী- ইউভান
  • 7/7

এদিকে মা শুভশ্রী পরেছেন সম্প্রতি সবচেয়ে আলোচিত পোশাক, 'রিপড জিন্স'। নিজের ইন্সটা স্টোরিতে একটি বুমেরাং শেয়ার করেছিলেন নায়িকা। 

(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)