Advertisement
মনোরঞ্জন

Ritabhari Chakraborty-Nikhil Jain: ঋতাভরীর সঙ্গে দীপাবলি উদযাপনে নুসরতের প্রাক্তন! দেখুন PHOTOS

  • 1/9

'দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ' নামে সল্টলেকের একটি স্কুল চালান অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রায় বিভিন্ন অনুষ্ঠানে স্কুলের পড়ুয়াদের সঙ্গে সময় কাটান নায়িকা। 

  • 2/9

দীপাবলিতেও তার অন্যথা হয়নি। কেক কেটে, খুদেদের সঙ্গে বিশেষ ভাবে উদযাপন করলেন ঋতাভরী। মুখে বলতে না পারলেও প্রত্যেক ছাত্র-ছাত্রীর মুখেই আলো-ঝলমলে হাসি।  

  • 3/9

ঋতাভরীর সঙ্গে এদিন সেখানে ছিলেন সাংসদ -অভিনেত্রী নুসরত জাহানের প্রাক্তন, নিখিল জৈন। তিনিও সামিল হলেন আনন্দ উদযাপনের। পোজ দিয়ে সকলের সঙ্গে ফটো সেশনও করেছেন নিখিল। 

Advertisement
  • 4/9

আসলে নিজের বিপণনী সংস্থার তরফে দীপাবলির উপহার নিয়ে 'দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ' স্কুলে হাজির হয়েছিলেন নিখিল। এজন্যে সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী তাঁকেও ধন্যবাদও জানিয়েছেন। 

 

  • 5/9

জীবনের প্রতিটি মুহূর্তের আপডেট নিজেই সোস্যাল হ্যান্ডেলে শেয়ার করেন ঋতাভরী। বারবার নায়িকা, তাঁর ইচ্ছাশক্তি, মানসিক শক্তির জোড়ে অবাক করেছেন ফ্যান থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বাকিদের। 

  • 6/9

কিছুদিন আগেই গোড়ালিতে চোট পেয়ে একেবারেই হাঁটতে পারছিলেন না তিনি। এদিকে যেতে হবে একটি বড় ইভেন্টে। এবার উপায়? কমিটমেন্ট থেকে না পিছিয়ে হুইল চেয়ারে বসেই হাজির হয়েছিলেন শহরের একটি পাঁচতারা হোটেলের ভেন্যুতে। 
 

  • 7/9

গত এক বছরে দুটি বড় অস্ত্রোপচারের ঝক্কি সামলেছেন ঋতাভরী চক্রবর্তী। আটমাসের বেশি সময় শয্যাশায়ী থাককে হয় তাঁকে। ফলস্বরূপ শারীরিক ভাবে অসুস্থ থাকার পাশাপাশি মানসিকভাবেও অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। 

Advertisement
  • 8/9

শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই ওজন বেড়েছে নায়িকার। পুজোর আগে একটি বিজ্ঞাপনে তা বুঝতে পেরে নিন্দুকদর ট্রোলিংয়ের স্বীকার হতে হয় তাঁকে। 

  • 9/9

তবে সে সবে পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। পুজোর আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'এফআইআর'। হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ। 

Advertisement