scorecardresearch
 
টলিউড

Ritabhari Chakraborty: বৃষ্টি ভেজা গায়ে কার সঙ্গে প্রেমে মত্ত ঋতাভরী? দেখুন সেই Photos

Ritabhari Chakraborty Sawaan ঋতাভরী চক্রবর্তী
  • 1/9

বারবার ফ্যানেদের নতুন চমক দেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এবারও সেরকমই এক উপহার দিতে চলেছেন তিনি। 

Ritabhari Chakraborty Sawaan ঋতাভরী চক্রবর্তী
  • 2/9

আসছে তাঁর প্রথম হিন্দি সিঙ্গেলস 'সাওয়ান' (Sawaan)। ইতিমধ্যে সামনে এসেছে তাঁর টিজার। নিজের সোশ্যাল পেজে ছবি, গ্রাফিক্স ও ভিডিয়ো পোস্ট করেছেন নায়িকা নিজেই। 

 

Ritabhari Chakraborty Sawaan ঋতাভরী চক্রবর্তী
  • 3/9

বর্ষা আসতে আর বেশি দেরি নেই। অনেকের কাছেই বৃষ্টি মানে নস্টালজিয়া কিংবা রোম্যান্স, কারও আবার একরাশ মন খারাপ। আর দ্বিতীয় তালিকায় যারা পড়েন, তাঁদের জন্যেই আসলে এই সুখবর। ঋতাভরী চক্রবর্তীর নতুন সিঙ্গেলসটি আসলে একটি বর্ষার প্রেমের গান। 
 

Ritabhari Chakraborty Sawaan ঋতাভরী চক্রবর্তী
  • 4/9

এর আগেও বহু বৃষ্টিতে প্রেমের গান বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়েছে। এবার সেই রকমই একটি মিউজিক ভিডিয়ো সামনে নিয়ে আসছেন ঋতাভরী।

Ritabhari Chakraborty Sawaan ঋতাভরী চক্রবর্তী
  • 5/9

প্রকাশ্যে আসা টিজার ও ছবিতে তুঁতে শাড়িতে, খোলা চুল, ভেজা গায়ে নায়িকার এক মোহময়ী লুক নজর কাড়তে বাধ্য সকলের।

Ritabhari Chakraborty Sawaan ঋতাভরী চক্রবর্তী
  • 6/9

ছাদে শুকোতে দেওয়া জামাকাপড় বৃষ্টি থেকে বাঁচানোর সময়ই জুটির প্রেমমাখা আদুরে মুহূর্তের সাক্ষী হবেন সকলে। তাঁর সঙ্গে গানের দৃশ্যায়নে রোম্যান্স করতে দেখা যাবে পাভেল গুলাটিকে।

Ritabhari Chakraborty Sawaan ঋতাভরী চক্রবর্তী
  • 7/9

সনন্দ কিরকিরের সঙ্গে যৌথ ভাবে এই নতুন গানটি শ্রোতা ও দর্শকদেরসামনে আনতে চলেছেন নায়িকা। 'সাওয়ান' গানটির গীতিকার ও সঙ্গীত পরিচালক সম্বিত। নির্দেশনা দিয়েছেন আত্রেয়ী সেন।

Ritabhari Chakraborty Sawaan ঋতাভরী চক্রবর্তী
  • 8/9

এর আগে মুক্তি পেয়েছে ঋতাভরীর প্রথম সিঙ্গেলস 'রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা' (Rup Sagore Moner Manush Kacha Sona)। সেই গানের ভিডিয়ো জুড়ে যেন অভিনেত্রী স্মৃতিচারণ করেছেন নিজের ছেলেবেলার। ঋতাভরীর স্কুল হরিয়ানা বিদ্যামন্দিরের আনাচ কানাচ ধরা পড়েছে ভিডিওর ফ্রেমগুলিতে।

Ritabhari Chakraborty Sawaan ঋতাভরী চক্রবর্তী
  • 9/9

আগামী শুক্রবার মুক্তি পাবে 'সাওয়ান' গানটি। বলাই বাহুল্য তার জন্য অধীর আগ্রহে অপেক্ষার করে আছেন ঋতাভরীপ্রেমীরা। (সমস্ত ছবি সৌজন্য: ফেসবুক ও ইন্সটাগ্রাম)