Advertisement
মনোরঞ্জন

Ritabhari Chakraborty: ঋতাভরী যখন 'ওয়াটার বেবি', শীতেও উষ্ণতা ছড়ালেন সমুদ্র- সিক্ত ফটোশ্যুটে

  • 1/10

ঋতাভরী চক্রবর্তী সোস্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। জীবনের নানা মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করেন টলিউড অভিনেত্রী। 

  • 2/10

সম্প্রতি নায়িকার সোশ্যাল পেজ ভরেছে বেশ কিছু শ্যুটের ছবিতে। বর্ষশেষে করা এই ক্যালেন্ডার শ্যুটে এই মুহূর্তে মন মজেছে নেটিজেনদের। 

  • 3/10

সমুদ্র সৈকতে আসমানি বিকিনিতে নজর কাড়ছেন ঋতাভরী। সমুদ্রের তীরে দাঁড়িয়ে নায়িকা দিয়েছেন লাস্যময়ী পোজ।

Advertisement
  • 4/10

ঋতাভরী যে সমুদ্র খুব পছন্দ করেন, একথা এতদিনে প্রায় সকলেরই জানা। সম্প্রতি সেই ফটো শ্যুটের ঝলক আবার শেয়ার করে নায়িকা লিখেছেন, 'অলওয়েজ সি পার্সন।' যার বাংলা অর্থ, 'আমি বরাবরই সমুদ্র ভালোবাসি।' 

  • 5/10

নায়িকার এই বোল্ড লুক দারুণ পছন্দ করছেন অনুগামীরা। কেউ তাঁকে সম্বোধন করেছেন 'জলপরী' নামে, তো কেউ লিখেছেন 'ক্যুইন অন ফায়ার'। 

  • 6/10

কোনও ছবিতে আবার বীচওয়্যার পরে সমুদ্র স্নান করছেন তিনি। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, ঋতাভরীর উষ্ণ লুকে এক প্রকার বুঁদ নেটপাড়া। 

  • 7/10

কোনও ছবিতে আবার  বাথটাবে সাবানের ফেনার মাঝে খোলা চুলে দেখা যাচ্ছে তাঁকে। চোখ বোঝা অভিনেত্রী যেন একই সঙ্গে স্নিগ্ধ ও উষ্ণ। 
 

Advertisement
  • 8/10

ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন, সব ধরনের পোশাকে নয়া স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন নায়িকা। 

  • 9/10

টেলিভিশন নিয়ে অভিনয়ের জার্নি শুরু ঋতাভরী চক্রবর্তীর। এরপর ২০২০ সালে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে শবরী চরিত্রে সকলের মন জয় করেছিলেন তিনি। এই ছবি সমাজের তথাকথিত কুসংস্কার ভেঙে এক মহিলা পুরোহিতের লড়াইয়ের গল্প। 

  • 10/10

আগামী মার্চ মাসে আসছে অরিত্র মুখোপাধ্যায়ের ছবি 'ফাটাফাটি' নিয়ে। সমাজের সব স্টেরিওটাইপ ভেঙে এক প্লাস সাইজ মডেলের গল্প বলবে 'ফাটাফাটি'। এই মডেলের চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী। এই ছবির জন্যে অনেকটা ওজন বাড়াতে হয়েছে তাঁকে।

(ছবি: ইনস্টাগ্রাম) 

Advertisement