Advertisement
মনোরঞ্জন

Mithai: 'মিঠাই'-র ২ বছর পার, একে অপরকে কেক খাইয়ে সেলিব্রেশনে আদৃত- সৌমিতৃষা

  • 1/9

গুটি গুটি পায়ে দু'বছর কাটিয়ে ফেলল মনোহরার সদস্যরা। দু'বছর পূর্তিতে উদযাপনে মাতল টিম 'মিঠাই'। সেটে হাজির ধারাবাহিকের ফ্যানেরাও। 

  • 2/9

দীর্ঘ সময় ধরে টিআরপি -তে শীর্ষ স্থানে থেকে রেকর্ড ব্রেক করেছিল 'মিঠাই'। বর্তমানে টপ ফাইভেও স্থান পাচ্ছে না এক সময়ের সেরার সেরা মেগা। 

  • 3/9

 স্লট পরিবর্তন হয়েছে, এসেছে নতুন ট্র্যাক। তবে এখনও সেরা দশেই রয়েছে 'মিঠাই'। এমনকী নতুন টিআরপি চার্ট অনুযায়ী ৭.০ রেটিং পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে রয়েছে 'মিঠাই'। অর্থাৎ এখনও বহু দর্শকের 'সুখে দুঃখে মিষ্টি মুখে' রয়েছে মোদকরা। 

Advertisement
  • 4/9

বিশেষ দিন মানেই সেলিব্রেশনের অংশ থাকবে কেক। এক্ষেত্রেও অন্যথা হল না তার। একটা নয়, তিন- তিনটে কেক কাটলেন সকলে। কেকগুলি উপহার দিয়েছিল 'মিঠাই'-র ফ্যান ক্লাবগুলি। 

  • 5/9

 মাঝে শোনা গিয়েছিল রিয়েল লাইফে কথা বন্ধ সিদ্ধার্থ- মিঠাই অর্থাৎ আদৃত ও সৌমিতৃষার। তবে আড়ি থেকে যে বর্তমানে 'সিঠাই'-র ভাব হয়েছে সে প্রমাণ মিলল এদিন। একে অপরকে কেক খাইয়ে দিলেন দুই অভিনেতা। 

  • 6/9

ক্যাপ্টেন অফ দ্য শিপ অর্থাৎ ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসের সঙ্গে পোজও দিলেন দু'জনে। একেবারে যাকে বলে 'হ্যাপি মোমেন্ট'। 
 

  • 7/9

এদিন উদযাপনে সামিল ছিল মিঠাই, সিদ্ধার্থ, শাক্য, তোর্সা, নীপা, শ্রী, রাতুল, রাজীব, সোম সহ ক্যামেরার পিছনের সদস্যরাও। সকলের মুখ দেখেই বোঝা যাচ্ছে দারুণ খুশী সকলে। 

Advertisement
  • 8/9

মাঝে অনেকবার গুজব শোনা যায়, শেষ হয়ে যাবে 'মিঠাই'। যেখানে বর্তমান সময়ে যে কোনও ধারাবাহিকের আয়ু ঠিক কতদিন, তা কেউই বলতে পারে না, সেখানে দু'বছর টানা সম্প্রচার এবং জনপ্রিয় থাকা নিঃসন্দেহে দারুণ সাফল্য।

  • 9/9

'মিঠাই'-র বর্তমান ট্র্যাক দারুণ পছন্দ করছে দর্শকেরা। মিঠিই কি মিঠাই? এই প্রশ্ন ঘুরছে সকলের মাথায়। যদি তাই নয়, তাহলে আসল ঘটনা কী? মিঠাইয়ের জীবনের সব রহস্য ভেদ করতে পারবে তার উচ্ছেবাবু? তা বলবে সময়ই। আপাতত 'মিঠাই' ফ্যানেদের জন্য 'হিপ হিপ হুরে'! 

Advertisement