Advertisement
মনোরঞ্জন

Subhashree Raj Daughter Haate Khori: হাতে খড়ি হল ইয়ালিনির, রাজ- শুভশ্রীর সরস্বতী পুজোর ছবি

vasant panchami
  • 1/9

বাগদেবীর আরাধনায় মেতেছেন তারকারাও। সরস্বতী পুজোর দিন হাতে খড়ি হয়। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্য দিনটা বাড়তি স্পেশাল। এবছর হাতে খড়ি হল তাঁদের মেয়ে ইয়ালিনির।

yaalini star kid
  • 2/9

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শুভশ্রী। সাদা- লাল পেড়ে শাড়ি পরেছে একরত্তি। ছোট্ট পা আলতায় রাঙা। কপালের ছোট্ট টিপ, হেয়ারস্টাইল, সব মিলিয়ে একেবারে নজরকাড়া রাজ-শুভশ্রী কন্যা। 
 

subhashree yaalini
  • 3/9

রাজের প্রযোজনা সংস্থার অফিসেই প্রতি বছর বড় করে সরস্বতী পুজো উদযাপন হয়। হাজির হন অন্যান্য তারকারা। এবারও তার অন্যথা হচ্ছে না। 

Advertisement
subhashree Saraswati Puja
  • 4/9

কোনও ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে বসে বাগদেবীর আরাধনায় ব্যস্ত ইয়ালিনি। আবার কোনও ছবিতে নায়িকার কোলে রয়েছে তাঁর দুই সন্তান। 

Saraswati Puja 2026
  • 5/9

 সারা বছর ধরে সকলে  অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর।  বিশেষত শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। তারা বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। এখনও দেবীর গুরুত্ব না বুঝলেও, সরস্বতী পুজোর দিন দারুণ খুশি ইয়ালিনি। 
 

haate khori
  • 6/9

এদিন শুভশ্রী সেজেছেন সবুজ রঙা শাড়িতে। সেই সঙ্গে মানানসই স্লিক গয়না পরেছেন রাজ ঘরণী। চুলে করেছেন বান। পুজো শেষে একসঙ্গে আরতি সারলেন 'রাজশ্রী'। 

saraswati puja haate khori
  • 7/9

২০১৮ সালের ১১ মে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ- শুভশ্রী। বাওয়ালি রাজবাড়িতে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। 

Advertisement
raj subhahsree children
  • 8/9

এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে আসে ছোট্ট ইউভান। গত ৩০ নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দেন শুভশ্রী। এরপর তাঁদের পরিবারে আসে কন্যা সন্তান- ইয়ালিনি

yaalini
  • 9/9

সব ছবি সৌজন্য: ফেসবুক 
 

Advertisement