scorecardresearch
 
টলিউড

Srabanti- Koushani: পাহাড়ে শ্রাবন্তী-কৌশানীর বোল্ড লুকে রিলস! মুহূর্তে ভাইরাল ভিডিও

Srabanti chatterjee Koushani mukherjee share Insta reels শ্রাবন্তী-কৌশানী
  • 1/9

এই মুহূর্তে পাহাড়ে রয়েছেন টলিপাড়ার অনেকেই। যার মধ্যে তালিকায় রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের নামও। দু'জনে চুটিয়ে উপভোগ করছেন হিল স্টেশনে। 

Srabanti chatterjee Koushani mukherjee share Insta reels শ্রাবন্তী-কৌশানী
  • 2/9

সেই প্রমাণ মিলছে দুই টলি নায়িকার সোশ্যাল পেজে চোখ রাখলেই। জনপ্রিয় গান 'জওয়ানি আফাত'-র সঙ্গে নেচে একটি রিলস শেয়ার করেছেন শ্রাবন্তী - কৌশানী। যা দেখে দারুণ খুশী নেটিজেনরা। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koushani (@myself_koushani)

Srabanti chatterjee Koushani mukherjee share Insta reels শ্রাবন্তী-কৌশানী
  • 3/9

শ্রাবন্তীর সোশ্যাল পেজ ভরেছে পাহাড়ের নানা ছবিতে। ফ্যাশনিস্তা নায়িকা যেন সেট করছেন পারফেক্ট উইন্টার ফ্যাশন গোলস। 
 

Srabanti chatterjee Koushani mukherjee share Insta reels শ্রাবন্তী-কৌশানী
  • 4/9

হাইনেক স্কিনফিট টি- শার্টের সঙ্গে জ্যাকেট পরেছেন শ্রাবন্তী। ছবিগুলি শেয়ার করার পর, মুহূর্তে কমেন্ট বক্স ভরেছে প্রশংসায়। আসলে অনেকরই জানা, বহু পরিশ্রম করে অনেক ওজন ঝরিয়েছেন তিনি। 


 

Srabanti chatterjee Koushani mukherjee share Insta reels শ্রাবন্তী-কৌশানী
  • 5/9

বাদ যাননি কৌশানীও। একটি বোল্ড ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে তাঁর প্রেমিক- অভিনেতা বনি কমেন্ট করেছেন, 'হ্যালো হটি'। প্রেমিকার পাল্টা উত্তর, 'থ্যাঙ্কস লাভ।' 


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Koushani (@myself_koushani)

Srabanti chatterjee Koushani mukherjee share Insta reels শ্রাবন্তী-কৌশানী
  • 6/9

আসলে একসঙ্গে ঘুরতে না, পরবর্তী ছবি 'হাঙ্গামা ডট কম'-র শ্যুটিংয়ের জন্য পাহাড়ে গিয়েছেন দুই নায়িকা। এর আগে কিছুদিন কলকাতাতে হয়েছে এই ছবির শ্যুটিং। 

Srabanti chatterjee Koushani mukherjee share Insta reels শ্রাবন্তী-কৌশানী
  • 7/9

এক রম- কম ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন ডাঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। তাঁর পরিচালনায় আসছে 'হাঙ্গামা ডট কম'। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দু'জোড়া অভিনেতা। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ওম সাহানি, বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় প্রথমবার একসঙ্গে ফ্রেম শেয়ার করবেন এই ছবিতে।

Srabanti chatterjee Koushani mukherjee share Insta reels শ্রাবন্তী-কৌশানী
  • 8/9

গত ২৭ মে মুক্তি পেয়েছিল অয়ন দে পরিচালিত ছবি 'ভয় পেও না'। হরর- থ্রিলারধর্মী এই ছবিতে প্রথমবার জুটিতে দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও ওম সাহানিকে।
 

Srabanti chatterjee Koushani mukherjee share Insta reels শ্রাবন্তী-কৌশানী
  • 9/9

 অন্যদিকে বনি - কৌশানী জুটিতে কাজ করেছেন একাধিক ছবিতে। আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে তাঁদের অভিনীত নতুন ছবি 'শুভ বিজয়া'। এছবিতে এই দুই তারকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণি  গঙ্গোপাধ্যায়কে।