scorecardresearch
 
টলিউড

Subhashree Ganguly-Raj Chakraborty in Maldives: উল্লাস! পুলে গা ভিজিয়ে মালদ্বীপে বিশেষ মুহূর্তে 'রাজ-শুভ'

Subhashree Ganguly Raj Chakraborty maldives vacation moments- রাজ -শুভশ্রী
  • 1/9

মালদ্বীপ ভ্যাকেশনে গিয়েছেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly)। আর নিজেদের সোশ্যাল পেজে সেই ছবিতে ভরিয়েছেন তাঁরা। 

Subhashree Ganguly Raj Chakraborty maldives vacation moments- রাজ -শুভশ্রী
  • 2/9

বৃহস্পতিবার, মালদ্বীপের মনোরম পরিবেশে 'রাজশ্রী'-র অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী ছিল নেটপাড়া। টু-পিস পরেছিলেন নায়িকা। এদিকে রাজ ছিলেন খালি গায়ে একেবারে বিচ মুডেই। স্বামীর বুকে নিজের অর্ধেক শরীর এলিয়ে দিয়ে সেই মুহূর্ত লেন্সবন্দী করেছেন রাজ ঘরণী।

Subhashree Ganguly Raj Chakraborty maldives vacation moments- রাজ -শুভশ্রী
  • 3/9

রাজ -শুভশ্রী দু'জনের ইন্সটা প্রোফাইল থেকে স্টোরি ভরেছে মালদ্বীপ ডাইরিজের ছবি, ভিডিয়ো, রিলসে। তবে, তাঁরা একে নয়, সঙ্গে রয়েছে একরত্তি ইউভান এবং শুভশ্রীর বেস্টি পৌলমী, তাঁর পরিবার ও আরও বন্ধুরা। 

Subhashree Ganguly Raj Chakraborty maldives vacation moments- রাজ -শুভশ্রী
  • 4/9

শনিবার সামনে এল টলিউডের এই পাওয়ার কাপলের পুল সাইড ব্রেকফাস্টের ছবি। 

Subhashree Ganguly Raj Chakraborty maldives vacation moments- রাজ -শুভশ্রী
  • 5/9

জমিয়ে ছুটি উপভোগ করছেন 'রাজশ্রী'। পুলে গা ভিজিয়ে উল্লাসে মেতেছেন দম্পতি। 

Subhashree Ganguly Raj Chakraborty maldives vacation moments- রাজ -শুভশ্রী
  • 6/9

শুভশ্রীর পরনে বিকিনি। একেবারে 'কুল' মুডে দু'জনেই তাড়িয়ে উপভোগ করছেন ভ্যাকশন । 
 

 

Subhashree Ganguly Raj Chakraborty maldives vacation moments- রাজ -শুভশ্রী
  • 7/9

তবে চোখ ফেরানো যাবে না নেটাগরিকদের আদরের ইউভানের থেকে। বিমানবন্দর থেকে মালদ্বীপের বিভিন্ন মুহূর্তে কোথাও সে ছুটে বেড়াচ্ছে তো কোথাও ক্যামেরার দিকে পোজ দিচ্ছে গোল গোল চোখে। 

 

Subhashree Ganguly Raj Chakraborty maldives vacation moments- রাজ -শুভশ্রী
  • 8/9

রাজ ও শুভশ্রী যে একে অপরকে চোখে হারান একথা এখন বোধ হয় আর কারও অজানা না। বিয়ের বয়স সাড়ে তিন বছর হলেও এখনও প্রেমে যেন ডগমগ। 'মাম্মা লাভ' চার দেওয়ালের বাইরে সামাজিক মাধ্যমেও নজর কাড়ছে নেটিজেনদের। আসলে একে অপরকে 'মাম্মা' বলেই ডাকেন 'রাজশ্রী'। প্রায়ই তাঁদের নিজেদের পোস্টে 'মাম্মা লাভ' হ্যাশট্যাগও দেন এই জুটি। আর সেই প্রমাণ ফের মিললো সোশ্যাল পেজে। 
 

 

Subhashree Ganguly Raj Chakraborty maldives vacation moments- রাজ -শুভশ্রী
  • 9/9

সমস্ত ছবি সৌজন্য- ইন্সটাগ্রাম