গত ২৬ অগাস্ট পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। ছেলে ঈশানকে নিয়ে বাড়িতে ফেরেন জন্মাষ্টমীর দিন। এখন আর তাঁর সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কেউ প্রশ্ন করেন না। সকলের কাছে রয়েছে সেই উত্তর।
যদিও 'যশরত' -এর মধ্যে দু'জনের কেউই এই নিয়ে সরাসরি মুখ খোলেননি এখনও পর্যন্ত। তবে আকারে -ঈঙ্গিতে বুঝিয়েছেন সবটাই। এছাড়াও কলকাতা পুরসভার ওয়েবসাইট থেকে সামনে এসেছে সেই তথ্য। ঈশানের বার্থ সার্টিফিকেট অনুযায়ী- মায়ের নাম নুসরত জাহান রুহি, বাবা দেবাশিস দাশগুপ্ত এবং তাঁদের সন্তান ঈশান জে দাশগুপ্ত। বাবার পদবীই রয়েছে 'যশরত' -র সন্তানের।
আগেই বলেছিলেন তাড়াতাড়ি কাজে ফিরবেন, আর সেই কথা রেখে মা হওয়ার ঠিক ১২ দিনের মাথায়, শহরের একটি স্যালোঁ উদ্বোধন করেন নুসরত জাহান। মা হওয়ার পর প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। কথা বলেন ছেলে ঈশান ও প্রেমিক যশ দাশগুপ্তকে নিয়েও।
শুধু তাই না। বিজ্ঞাপনের শ্যুটিং, ফটোশ্যুট ও অন্যান্য কাজও করছেন একেবারে পুরোদস্তুর। আর সেই প্রমাণ মেলে তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলেই।
তবে শুধু নায়িকা হিসাবে না, এবার কাজে ফিরছেন সাংসদ নুসরত জাহান। শনিবার নিজের সংসদীয় এলাকা বসিরহাটে যাবেন তিনি। এদিনই অন্যান্য কর্মসূচীর সঙ্গে তিনি সারবেন হিঙ্গলগঞ্জ কলেজে, গভর্নিং বডির মিটিং।
সাংবাদিক দিকের মুখোমুখি হয়ে এর আগে নুসরত জানিয়েছিলেন, ছেলেকে সামলাতে গিয়ে রাতে একেবারেই ঘুম হচ্ছে না তাঁর। কিন্তু মাতৃত্ব উপভোগ করছেন তিনি, নিজেকে মানিয়ে নিচ্ছেন একটু একটু করে। তাই এই মুহূর্তে ছবির শ্যুটিং শুরু করবেন না। বরং ছোট ছোট কাজ শুরু করবেন তিনি। এমনকী সাংসদীয় কাজেও ফিরবেন তিনি।
সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ-র পরবর্তী ছবি 'জয় কালী কলকত্তেওয়ালি'-তে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে নুসরতকে। শোনা যাচ্ছে অক্টোবর মাস থেকেই শুরু হবে সেই শ্যুটিং।