Advertisement
মনোরঞ্জন

Sudipta Chakraborty: তানপুরা হাতে সুদীপ্তা! ভালোবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প বলবে 'সরস্বতী'

  • 1/7

সরস্বতী পুজোর শুভ তিথিতে মুক্তি পেল অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত শর্ট ফিল্ম 'সরস্বতী'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। 
 

  • 2/7

 সংসারের জাঁতাকলে পড়ে অনেক প্রতিভারই অকাল মৃত্যু ঘটে। কখনও স্বামী, সন্তানের মুখ চেয়ে নিজের ইচ্ছেপূরণের সাধকে বিসর্জন দেওয়া, তো কখনও হারিয়ে ফেলা নিজের মধ্যে লুকিয়ে থাকা 'আমি'-কে। দেখতে দেখতে সময় এগিয়ে যায়। শরীর- মনে বাঁসা বাঁধে বার্ধক্য।

  • 3/7

কিন্তু এমনটাই কি চলতে থাকবে? বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইচ্ছেপূরণের গল্পে নতুন করে কি শান দেওয়া যায় না? জাগিয়ে তোলা যায় না, নিজের মধ্যে ঘুমিয়ে থাকা প্রকৃত 'আমি' টাকে? এ সব প্রশ্নের উত্তর মিলবে 'সরস্বতী'- ছবিতে।
 

Advertisement
  • 4/7

সুদীপ্তা চক্রবর্তী জানালেন, "আমি অনেক শর্ট ফিল্মের অফার পাই। কিন্তু কোনও না কোনও কারণে তা হয়ে ওঠে না। সত্যি বলতে অনিলাভ দা-এর সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। ছবিতে আমার চরিত্রটি সত্যিই খুব চাল লেগেছে, তাই আমি রাজি হই।"
 

  • 5/7

অভিনেত্রী আরও বলেন, "গল্পটি খুব সহজ এবং সূক্ষ্মভাবে বলা হয়েছে। একজন মহিলা হয়ে ওঠা বা বৃদ্ধ হওয়া কোনওটাই কোনও ব্যপার না। একজন ব্যক্তির জীবনে সে যা করতে চায় তাতে সে যাতে সক্ষম হয়, এই গল্প নিয়েই শর্ট ফিল্মটি তৈরি করা।"
 

  • 6/7

পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের কথায়, "সরস্বতী, আসলে এক মহিলার তার ভালোবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প। এই ছবির মধ্যে দিয়ে আমরা যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি, সেটি হল প্রত্যেকটি মানুষ ছোট থেকে কিছু একটা ভালোবেসে বড় হয়। তারপর আস্তে আস্তে সেই বিষয় থেকে হয়তো তাকে বিচ্ছিন্ন হতে হয। কিন্তু তারপরও সেই ভালোবাসাটাকে নিয়ে মানুষ যদি বেচেঁও থাকতে পারে, তবে সেটাও একটা মানুষের জন্য অনেক কিছু। সেই ভালোবাসা নিয়ে বেঁচে থাকার গল্পই 'সরস্বতী'।" 
 

  • 7/7

Apollo 247, এই বাংলা শর্ট ফিল্মটি উপস্থাপন করছে। Greymind Flimz-এর YouTube চ্যানেলে ইতিমধ্যেই ছবিটি প্রকাশ্যে এসেছে। এছাড়াও শীঘ্রই Addatimes-এ স্ট্রিমিং হবে 'সরস্বতী'। 

Advertisement