Advertisement
মনোরঞ্জন

Swastika Mukherjee: উন্মুক্ত পিঠে স্বস্তিকার মোহময়ী রূপ! গ্ল্যামার ইন্ডাস্ট্রির সৌন্দর্যের সংজ্ঞা দিলেন নায়িকা

  • 1/9

একেবারে অন্যরূপে ফের নেটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সোশ্যাল পেজে নিজের নতুন ফটো শ্যুটের ছবি শেয়ার করেছেন নায়িকা। 

 

  • 2/9

গাঢ় সবুজ রঙা সিল্কের শাড়ির সঙ্গে রুপোলী গয়নায় নিজেকে সাজিয়েছেন স্বস্তিকা। চুলে রয়েছে এলো খোঁপা, কপালে বড় লাল টিপ। নিজের নতুন লুকে সকলকে আরও একবার চমক দিলেন তিনি। 

  • 3/9

পুরাতনী ট্রাডিশনাল সাজে এবং উন্মুক্ত পিঠে স্বস্তিকার এই মোহময়ী রূপে মুগ্ধ নেটিজেনরা। সকলে ভরিয়েছেন ভার্চুয়াল ভালোবাসায়। অন্যান্য তারকা ও নেটাগরিকদের মতো অভিনেতা তথা বেতারশিল্পী মীরও কমেন্ট করেছেন ছবিতে। তিনি লিখেছেন, "জান...গহর জান..." 

 

Advertisement
  • 4/9

ছবিগুলির সঙ্গে একটি বিশেষ বার্তা দিয়েছেন স্বস্তিকা। ক্যাপশন তিনি লিখেছেন,  "আমরা এমন একটি দেশে বাস করি যেখানে গ্ল্যামার ইন্ডাস্ট্রির লোকেরা অবাস্তব সৌন্দর্যের মান নির্ধারণ করে এবং সমাজ তাঁদের অনুসরণ করবে বলে আশা করা হয়। যেই স্ট্যান্ডার্ডের আমার কাছে কোনও মানে নেই।"

  • 5/9

স্বস্তিকা আরও যোগ করেন, "প্রতিটি শরীর সুন্দর"।...এই ক্যাপশনের বাইরেও এর সংজ্ঞা খুঁজে বের করা উচিত। এটা আমাদের বিশ্বাসে আবদ্ধ হওয়া প্রয়োজন।"

  • 6/9

অভিনেত্রী লেখেন, "একটি ফ্যাশন ফটো শ্যুটে যে রকম সকলে দেখতে চান, এই পোস্টের শেষ ছবিটি সেই রকম। আমরা ফিল্টার এবং পালিশ করা ছবিগুলিতে অভ্যস্ত হয়ে গিয়েছি, যেখানে আমরা এখন আর নিজেদের দেখতে পাই না। কিন্তু আমি পুরনো ভাবনা চিন্তায় বিশ্বাসী। আমি আমার শরীরকে এইভাবেই ভালোবাসি।" 

  • 7/9

ভারতীয় হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই হিট স্বস্তিকা মুখার্জি। যে কোনও ছবি শেয়ার করার পর মুহূর্তেই সেখানে কমেন্টের বন্যা বইয়ে দেন তাঁর অসংখ্য অনুরাগীরা। 

Advertisement
  • 8/9

গত ২৪ ডিসেম্বর হইচই- এ মুক্তি পেয়েছে 'চরিত্রহীন ৩"। ইতিমধ্যে যথেষ্ট সাড়া পেয়েছে সিরিজটি। যৌনতা ও রহস্য ভরপুর এই সিরিজ। সৌরভ দাসের সঙ্গে স্বস্তিকার স্বস্তিকার অন-স্ক্রিন রোম্যান্স এখন চর্চায়। এদিকে গত ১৮ ডিসেম্বর মাসে Zee 5-এ মুক্তি পেয়েছে বিরশা দাশগুপ্ত পরিচালিত 'ব্ল্যাক উইডোজ'। সিরিজে এছাড়াও রয়েছেন শমিতা শেঠি, মোনা সিং ও আরও একঝাঁক বাঙালি মুখ।  

  • 9/9

এছাড়া চলতি বছরে হইচই-র আরও একটি ওয়েব সিরিজ 'মোহমায়া' -র প্রথম ও দ্বিতীয় সিজনে অরুণা চরিত্রে সকলের মন জয় করেছেন নায়িকা। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)
 

Advertisement