scorecardresearch
 
Advertisement
স্পেশাল

Esther Victoria Abraham: অভিনেত্রী, প্রযোজক, 'গুপ্তচর'! চিনুন প্রথম মিস ইন্ডিয়া-কে

এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম
  • 1/11

কলকাতার কন্যা। লেখা পড়ায় ভালো। খেলাধুলোতেও তুখোড়। চেয়েছিলেন শিক্ষিকা হতে। তবে ভাগ্যের অন্য রকম পরিকল্পনা ছিল।

এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম
  • 2/11

স্মৃতিসৌধ হিসাবে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বিখ্যাত। কলকাতার আরও এক বিখ্যাত ভিক্টোরিয়াও ছিলেন, যিনি বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন। তিনি এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম।

এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম
  • 3/11

পড়াশোনা শেষ করে শিক্ষিকা হওয়ার অভিলাষ নিয়ে বি এড সম্পূর্ণ করেন। প্রথম বি এড। ভালো নাচতে পারতেন। তাই মঞ্চে অভিনয়ের সুযোগ আসে। সেখানেই আলাপ হয় প্রথম স্বামীর সঙ্গে। তিনি ছিলেন এক মাড়ওয়ারি মঞ্চাভিনেতা তবে বিয়ে টেকেনি। এই বিয়ে থেকে এস্থারের প্রথম সন্তানের জন্ম হয়।

Advertisement
এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম
  • 4/11

শিক্ষকতার স্বপ্ন ছেড়ে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে এর পর বম্বে পাড়ি দেন তিনি। সেখানে তাঁর এক দুঃসম্পর্কের বোন রোজ থাকতেন। রোজ তখন সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন। বোনের বাড়িতেই গিয়ে আশ্রয় নিলেন ভিক্টোরিয়া। সেখানেই নজরে পড়লেন পরিচালক আর এস চৌধুরীর।

এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম
  • 5/11

সে সময় তিনি দ্য রিটার্ন অফ তুফান মেল নামে একটি সিনেমা তৈরি করছিলেন। প্রথম দর্শনেই পরিচালক বুঝেছিলেন ভিক্টোরিয়া হিরোইন মেটেরিয়াল। ছবিতে নায়িকার রোলে কাস্ট করেন তাঁকে। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভিক্টোরিয়াকে। সিনেমার পর্দায় তিনি পরিচিত হলেন প্রমিলা নামে।

এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম
  • 6/11

এর মধ্যে তাঁর সম্পর্ক গড়ে ওঠে অভিনেতা সাইদ হাসান আলি জায়েদির সঙ্গে। দ্বিতীয়বার বিয়ে করেন ভিক্টোরিয়া। এই বিয়ে সুখের হয়েছিল। দুজনের চার সন্তান ছিল। ১৯৪৭ সালে যখন স্বাধীন ভারতে প্রথমবার মিস ইন্ডিয়া সৌন্দর্য প্রতিযোগিতা হয়, সে সময় ভিক্টোরিয়ার বয়স ৩১।

এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম
  • 7/11

আরও আশ্চর্যের বিষয়, তিনি তখন বিবাহিত এবং গর্ভবতী ছিলেন। তবে ছিপছিপে গড়ন, সুঠাম ফিগার এবং সুন্দর মুখশ্রী এ সব মিলিয়ে মঞ্চে বাজিমাত করেন ভিক্টোরিয়া। তাঁকে দেখে বোঝার উপায় ছিল না তিনি গর্ভবতী। তাঁকে মিস ইন্ডিয়ার ক্রাউন পরিয়ে দিয়েছিলেন মোরারজি দেসাই। আরও একটি সমাপতন রয়েছে ভিক্টোরিয়ার জীবনে। তাঁর মেয়ে নাকি জাহান-ও মিস ইন্ডিয়া হয়েছিলেন। কয়েকটি ছবিতে মায়ের মতো অভিনয়ও করেন জাহান। 

Advertisement
এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম
  • 8/11

এর মধ্যে অভিনয়ের পাশাপাশি তিনি সিনেমায় স্টান্টও করতেন। নিজের পোশাক এবং গয়না নিজে ডিজাইন করে নিতেন। স্বামীর সঙ্গে মিলে সিলভার প্রোডাকশন নামে একটি ফিল্ম প্রোডাকশন সংস্থাও খোলেন ভিক্টোরিয়া। তিনি ৩০টি ছবিতে অভিনয় করার পাশাপাশি ১৬টি ছবি প্রযোজনাও করেছিলেন তিনি। শুধু প্রথম মিস ইন্ডিয়াই নন, তিনি দেশের প্রথম মহিলা প্রযোজকও ছিলেন।

এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম
  • 9/11

১৯৬০-এৎ দশকরে গোড়ার দিকে সালে তাঁর স্বামী পাকিস্তানে ফিরে যান। স্বামীর সঙ্গে দেখা করতে এবং নিজের সিনেমার প্রোমোশন করতে মাঝে মাঝেই পাকিস্তানে যেতেন ভিক্টোরিয়া-ও। কিন্তু প্রশাসনের সন্দেহ হয়, তিনি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন।

এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম
  • 10/11

তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন মোরারজি দেসাই। তাঁর উদ্যোগেই ভিক্টোরিয়াকে গ্রেফতার করা হয়েছিল। পরে অবশ্য প্রমাণ হয়, তাঁর সঙ্গে এ সবের কোনও সম্পর্ক ছিল না। অদ্ভূত সমাপতন, যাঁর হাত থেকে এক সময় মিস ইন্ডিয়ার ক্রাউন পরেছিলেন, তিনিই ভিক্টোরিয়াকে গ্রেফতার করার হুকুম দেন।

এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম
  • 11/11

শেষ বার তাঁকে সিনেমার পর্দায় দেখা যায় অমল পালেকরের পরিচালনায় থাং ছবিতে। ২০০৬ সালে ছবিটি মুক্তি পায়। ৬ অগাস্ট ৯০ বছর বয়সে ২০০৬ সালেই চিরকালের জন্য হারিয়ে যান প্রমিলা ওরফে এস্থার ভিক্টোরিয়া আব্রাহাম।

Advertisement