বোল্ড, ঠোঁটকাটা ইত্যাদি নানা তকমা রয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই ইন্ডাস্ট্রিতে। প্রায়শই একেবারে ভিন্ন রূপে নেটিজেনদের নজর কাড়েন তিনি।
ওয়েস্টার্ন কিংবা ট্রাডিশনাল, সব রকম লুকেই নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন নায়িকা। সব ধরণের পোশাকেই তিনি সাবলীল। কিংবা বলা ভাল, তাঁকে সব রকমের পোশাকেই দিব্যি মানায়।
তবে এই সবের মধ্যেও শাড়ির প্রতি স্বস্তিকার রয়েছে বিশেষ টান, ভালোবাসা। বিভিন্ন সাক্ষাৎকার থেকে সোশ্যাল মিডিয়া, সবেটেই মিলেছে সেই প্রমাণ।
সামনেই পুজো। আর পুজোর কিছু 'কমন ফ্যাক্টরের' মধ্যে এক্টি হল লাল পার সাদা শাড়ি। সম্প্রতি স্বস্তিকাও তাঁর ইন্সটা পেজে শেয়ার করেছেন এরকমই কিছু ছবি।
ক্যাপশনে তিনি লিখেছেন, "সাদা-লাল পার শাড়ি ছাড়া পুজো অসম্পূর্ণ। একটি কম্বিনেশন যা নিঃসন্দেহে বাঙালি ছাড়াও সারা দেশের বিভিন্ন অঞ্চল, বর্ণ এবং ধর্মের মহিলাদের পছন্দ। কী আশ্চর্যজনকভাবে রং আমাদের একত্রিত করে। পুজো আসছে।"
লাল পার সাদা শাড়ির সঙ্গে লাল হাইনেক ব্লাউজ, লাল টিপ, খোলা চুল ও রূপোলী গয়নায় সেজেছেন নায়িকা। যা অনায়াসেই আপনার মহাঅষ্টমীর সাজ হতে পারে। কিংবা এই ধরণের সাজ বেছে নিতে পারের বিজয়া দশমীর জন্য। সঙ্গে একটা খোঁপা মাস্ট।
এর আগেও ভিন্ন সময় স্বস্তিকা মুখোপাধ্যায়ের শেয়ার করা লুক, আপনি বেছে নিতে পারেন পুজো অন্যান্য দিনগুলির জন্যেও। তবে মনে রাখতে হবে যেই পোশাক বা সাজ আপনার জন্য আরামদায়ক সেটাই বেছে নেওয়া বুদ্ধিমানের মতো কাজ হবে।
কিছুদিন আগে পুরাতনী ট্রাডিশনাল সাজে এবং উন্মুক্ত পিঠে স্বস্তিকা, তাঁর মোহনময়ী রূপে মুগ্ধ করেছিলেন নেটিজেনরা। সকলে ভরিয়েছেন ভার্চুয়াল ভালোবাসায়।