
এক নামেই যাঁদের সকলে চেনেন, তাঁদের আসল পরিচয় জানা আছে কি? নিজের নামে নয়, নাম বদলে জনপ্রিয় হয়েছেন এমন তারকা রয়েছেন ভুরি ভুরি। হলি, বলি, টলি দুনিয়ায় এমন অনেক অভিনেতা-অভিনেত্রীরাই রয়েছেন যাঁরা নিজেদের আসল নামে নয়, অন্য নামে জনপ্রিয়। অনেকেরই তাঁদের আসল নাম জানা নেই। এর মধ্যে রয়েছেন প্রথিতযশা দুই অভিনেতা-অভিনেত্রী উত্তম কুমার এবং সুচিত্রা সেন।

পঞ্চাশ-সত্তরের দশকে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির স্বর্ণযুগ। সেইসময়কে আলোকিত করে রয়েছে উত্তম-সুচিত্রা যুগ। একের পর এক হিট ছবি। 'সপ্তপদী'র কৃষ্ণেন্দু-রীনা ব্রাউনের চরিত্রে অভিনীত উত্তম-সুচিত্রা জুটি ঝড় তুলেছিল। এই ছবি আজও চিরনতুন, চিররঙিন।

আজও বাঙালির মন জুড়ে রয়েছেন মহানায়ক উত্তম কুমার। তাঁর মৃত্যুর চার দশক পেরিয়েছে এদিকে বাঙালি পরিচিত উত্তম কুমার নামেই। অন্যদিকে, মহানায়িকা সুচিত্রা সেনও বাঙালির মনে একইভাবে বিরাজমান। এই নামেই তাঁদের খ্যাতি। কিন্তু দু'জনের এই নামই আসল নাম নয়।

বাবা করুণাময় দাশগুপ্ত এবং মা ইন্দিরা দাশগুপ্তর সন্তান রমা দাশগুপ্ত। বাংলাদেশএর পাবনাতে পড়াশোনা, বড় হয়ে ওঠা। মাত্র ১৬ বছর বয়সে বিবাহ হয় তাঁর। শোনা যায়, তাঁর স্বামী দিবানাথ সেনই নাকি তাঁকে নিয়ে গিয়েছিলন অভিনয়ের দুনিয়ায়।

১৯৫২ সালে 'শেষ কোথায়' তাঁর প্রথম ছবি। কিন্তু এই ছবি মুক্তি পায়নি। সাংসারিক জীবনে বিশেষ সুখী ছিলেন না রমা। নিজের দক্ষতায় অভিনয়ে নিজের জায়গা তৈরি করেন। অভিনয়ে পা রেখেই নিজের নাম বদলে রাখেন সুচিত্রা। তবে স্বামীর সেন পদবী ব্যবহার করতেন তিনি।ইন্ডাস্ট্রিতে সুখ্যাতি পান সুচিত্রা সেন নামে।

উত্তম কুমারের নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। অভিনয়ে পা রাখার আগে বদলে ফেলেন নিজের নাম। কী কারণ জানেন?

উত্তম কুমারের বাবা তাঁর নাম রাখেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি তাঁর আত্মজীবনী ‘হারিয়ে যাওয়া দিনগুলি মোর’-এ লিখেছেন অরুণ কুমার নামের অর্থ সূর্যের পুত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামের অর্থও তাই।

উত্তম জানিয়েছিলেন, “সূর্যের মত সাহিত্য জগতে বিরাজ করছেন রবীন্দ্রনাথ। এই নাম নেওয়া তাঁকেই মানায়। কিন্তু আমি সামান্য মানুষ। আমার যোগ্যতা নেই এই নাম নেওয়ার। তাই আমি আমার নাম বদলে রাখলাম উত্তম কুমার। অর্থাৎ উত্তম মানুষের পুত্র।” তাঁর উত্তম নামটা ছোটবেলাতে তাঁর মাতামহ রাখেন। এই নাম রেখেই তিনি টলিউডে পরিচিতি পান।

উত্তম-সুচিত্রা জুটি রুপোলি পর্দায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শককে। অগ্নিপরীক্ষা, শাপমোচন, সাগরিকা, হারানো সুর, চাওয়া পাওয়া কী নেই তাঁদের ঝুলিতে!