'ব্যোমকেশ', 'ফেলুদা' কিংবা 'সোনাদা', পর্দায় বাঙালিকে গোয়েন্দা চরিত্রে মাতিয়ে রাখেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এতগুলো গোয়েন্দা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিততে খুব কম অভিনেতাই পেরেছে এর আগে। বারবার নতুন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মোহিত করছেন আবির। যার জেরে তাঁর অনুরাগীদের তালিকাও বেশ লম্বা। সম্প্রতি জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডসে (Sonar Sansar Awards) সঞ্চালনা করেছেন আবির।
আবির চট্টোপাধ্যায় জি বাংলা পরিবারেরই সদস্য। 'সারেগামাপা' -এর সঞ্চালক ছিলেন তিনি। এদিনের অনুষ্ঠানে একেবারে হ্যান্ডসাম লুকে নজর কাড়লেন অভিনেতা। প্রতিবারের মতো এবারও অ্যাওয়ার্ড শো-এর ব্যাক স্টেজে ছিল মজার আড্ডার ব্যবস্থা। সেখানেই অভিনেতাদের জিজ্ঞেস করা হয়েছিল কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন। চলুন দেখা যাক আবির কোন প্রশ্নের কী উত্তর দিলেন।
আরও পড়ুন: টেলি আকাদেমিতে কারা পেলেন সেরার সেরা পুরস্কার?
প্রশ্ন: দেরিতে ঘুম থেকে ওঠেন না তাড়াতাড়ি?
আবির: অবশ্যই দেরিতে (হেসে)।
প্রশ্ন: ইলিশ না চিংড়ি?
আবির: ইলিশ।
প্রশ্ন: ফুটবল না ক্রিকেট?
আবির: ক্রিকেট।
প্রশ্ন: বই পড়া না লং ড্রাইভ?
আবির: বই পড়া।
প্রশ্ন: ছুটির দিনে নিজের সময় কীভাবে কাটাতে চাইবেন?
আবির: কিছু না করে! অবশ্যই পরিবারের সঙ্গে...তবে কিছু না করে।
প্রশ্ন: একদিনের জন্য ভ্যানিস হয়ে যাওয়ার সুযোগ পেলে, প্রথম কাজ কোনটা করবেন?
আবির: আমি এত মানুষের ভালোবাসা পাই যে, কখনও ভ্যানিস হতে চাইব না। সব সময় চাই যাতে মানুষ আমায় মনে রাখেন।
প্রশ্ন: জীবনের কোন স্টেরিওটাইপ ভেঙেছেন বা ভাঙতে চান?
আবির: আমি ভীষণ ভাবে স্টেরিওটাইপিংয়ের বিরোধী। তবে কাজের মাধ্যমে চেষ্টা করি এর বাইরে যেতে। যদিও সেটা সব সময় সম্ভব হয় না। তাও চেষ্টা করি...
আরও পড়ুন: ভাঙা পা নিয়েই 'ঢোলিদা' গানে তুমুল নাচ ঐন্দ্রিলার, সঙ্গী তন্বী!
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেয়েছে আবির চট্টোপাধ্যায় অভিনীত 'আবার বছর কুড়ি পরে' ছবিটি। ১ অগাস্ট মুক্তি পাবে সুদীপ দাস পরিচালিত নতুন ছবি 'ব্যোমকেশ'। এছাড়াও ৩০ সেপ্টেম্বর আসছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। এই ছবিতে ফের 'সোনাদা' চরিত্রে দেখা যাবে তাঁকে। পাইপলাইনে রয়েছে 'মায়াকুমারী', 'পুতুলনাচের ইতিকথা', 'ফাটাফাটি'-র মতো ছবিগুলি।