
আবির চট্টোপাধ্যায়'ব্যোমকেশ', 'ফেলুদা' কিংবা 'সোনাদা', পর্দায় বাঙালিকে গোয়েন্দা চরিত্রে মাতিয়ে রাখেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এতগুলো গোয়েন্দা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিততে খুব কম অভিনেতাই পেরেছেন এর আগে। বারবার নতুন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মোহিত করছেন আবির। শুধু গোয়েন্দা নয়, টলিউডের পর্দার নামকরা 'কপ' হয়ে উঠেছেন তিনি। 'রক্তবীজ' হোক কিংবা 'বহুরূপী',
পুলিশের চরিত্রে তিনি বারবার গোল দিয়েছেন।
বড়পর্দার পাশাপাশি, ছোটপর্দাতেও আবির হিট। গানের রিয়্যালিটি শো থেকে শুরু করে অ্যাওয়ার্ড নাইটের সঞ্চালক হিসেবেও তাঁকে বেশ পছন্দ করেন দর্শক। টলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে আবির চট্টোপাধ্যায়ের নামও আসে। দেব-জিৎ- প্রসেনজিতদের জব্বর টেক্কা দিয় অনেকের হার্টথ্রব আবির। তাঁর সুদর্শন চেহারার প্রেমে রয়েছেন বহু মহিলা। সেই প্রমাণ মেলে অভিনেতার সোশ্যাল পেজে চোখ রাখলেই। যে কোনও পোস্টের কমেন্টবক্সে প্রশংসা- ভালোবাসায় ভরান অনুগামীরা।
আরও পড়ুন: কতটা সফল 'ডিপ ফ্রিজ'? জানুন আবির, তনুশ্রীদের ছবির বক্স অফিস রিপোর্ট কেমন

সাধারণভাবে তারকারা তাঁদের কোনও খুঁত ঢাকার চেষ্টা করেন। যে কোনও ক্ষত, দাগ কিংবা খুঁত আড়াল করতে লক্ষ- লক্ষ টাকার অস্ত্রোপচারের সাহায্য নেন। তবে এসবের একেবারে বিপরীতে হাঁটেন আবির। অভিনেতার ডান দিকের গালে একটি কাটা দাগ রয়েছে। আর সেটাই না ঢেকে, এক প্রকার ইউএসপি করে তুলেছেন তিনি। টলি টলিনেতার গালের এই দাগের জন্যই তিনি অনেকের থেকে আলাদা। তবে অনেকের মনের কৌতূহল, আবিরের এই দাগটি কীসের?

আরও পড়ুন: শুরুতেই রোম্যান্টিক সিন! আর্য স্যারের সঙ্গে নতুন অপর্ণাকে দেখে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের
আসলে, ছোটবেলায় একবার দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল ছোট্ট আবিরকে। যার জেরেই এই দাগটি থেকে গিয়েছে তাঁর গালে। কোনও সময়ই মেকআপ দিয়ে এই দাগটি ঢাকার চেষ্টা করেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে, অভিনেতা বলেন, সপ্তম শ্রেণীতে পড়ার সময়, এক বৃষ্টির দিনে স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় রাস্তার সামনে হঠাৎ বিড়াল চলে আসে। তাড়াতাড়ি সাইকেলে ব্রেক চাপতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে যান তিনি। সাইকেলের হাতলটা গালে লেগে গভীর ক্ষত তৈরি হয়েছিল। সেই ক্ষত এতটাই গভীর ছিল, এত দিন পরেও দাগটা যায়নি তাঁর গাল থেকে। রয়েছে গিয়েছে পুরনো স্মৃতির মতো।
আরও পড়ুন: 'বিয়ে আউটডেটেড কনসেপ্ট'! জয়ার মন্তব্যে চর্চায় বলিউডের সফল 'সিঙ্গলসরা'
প্রসঙ্গত, এবছর পুজোয় মুক্তি পেয়েছে আবির অভিনীত 'রক্তবীজ ২'। ছবিটি বক্স অফিসে ভালই সাড়া ফেলেছে। এছাড়া গত সপ্তাহে মুক্তি পেয়েছে আবির অভিনীত, জাতীয় পুরস্কার জয়ী ছবি 'ডিপ ফ্রিজ'।