আনলকের পরেই বরের সঙ্গে দার্জিলিংয়ে ছোট্ট ভ্যাকেশন সেরে এসেছেন মানালি দে। এবার অভিমন্যু মুখোপাধ্যায়ের পরের ছবিতেও কাজ করতে চলেছেন অভিনেত্রী। অভিমন্যুর পরের ছবি লকডাউন-এ দেখা যাবে মানালিকে। বিয়ের পরই মানালি লকডাউন ছবির জন্য শুট করেছিলেন।
একটি সংবাদমাধ্যমে মানালি জানিয়েছেন, ''গুনে বলতে পারব না কতবার দার্জিলিংয়ে এসেছি। শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে তো বহুবার আসতে হয়েছে। এবারে বাবার কিছু কাজ ছিল দার্জিলিংয়ে। তাই সঙ্গে আমি আর অভিমন্যুও জুটে গিয়েছি। বুড়ো বয়সে তো এখানে বাড়ি কিনে থাকার ইচ্ছেও রয়েছে। দু-মাস আগেই বিয়ে হয়েছে মানালির তাই দার্জিলিংয়ের এই ট্রিপটা হানিমুন হিসেবেই দেখছেন তিনি।''
ছবি প্রসঙ্গে মানালি বলেন, নিমকি ফুলকির সেটে আমাদের প্রেম। তাই ভেবেছিলাম লকডাউনের ফ্লোরে অভিমন্যুর কাছ থেকে স্পেশাল ট্রিটমেন্ট পাবো। তবে সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে। সবথেকে বেশি বকা খেয়েছি সেটে। আর পাঁচজন সদস্যদের থেকে একটুকু বেশি গুরুত্ব দেয়নি।
অতিমারীর সময়ে মানুষের মানসিক অবস্থা নিয়ে কথা বলবে ছবি লকডাউন। এই লাভস্টোরিতে তিনটি গল্প পাশাপাশি দানা বাঁধবে এবং শেষে সমস্তটাই এক হয়ে যায়। কীভাবে সমস্ত চরিত্ররা একসুতোয় আসে সেটাই এই ছবির চিত্রনাট্য।