টলিউডের অভিনেতা ইনস্টায় শেয়ার করলেন ছেলেবেলার ছবি, চিনতে পারছেন?

বড় হওয়ার পর এবং বিশেষ করে অভিনয় জগতের সঙ্গে যুক্ত হওয়ার পর গৌরব ও অর্জুন দুজনেই এখন প্রচণ্ড ব্যস্ত। সেভাবে প্রায়ই আর ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। তাই ছোটবেলার সেই ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে পুরনো স্মৃতিকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন গৌরব। 

Advertisement
টলিউডের অভিনেতা ইনস্টায় শেয়ার করলেন ছেলেবেলার ছবি, চিনতে পারছেন?গৌরব চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী

অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর দুই পুত্রই নিজেদের যোগ্যতায় টলিউডে জায়গা পাকা করে নিয়েছেন। গৌরব ও অর্জুন চক্রবর্তী এখন দু’জনেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় দুই মুখ। দুই ভাই মিলে সিনেমা, সিরিয়াল, ওটিটি প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করছেন। তাঁদের মধ্যে ভালোবাসাও অফুরন্ত। আর তার প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার সকালেই। এদিন সকাল সকাল গৌরব তাঁর ও ভাই অর্জুনের ছোটবেলার একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। 

শীতকালে ঘুরতে যাওয়ার আলাদাই এক মজা রয়েছে। গৌরব-অর্জুনকে বহুবারই তাঁদের বাবা সব্যসাচীর সঙ্গে নানা জায়গায় ঘুরতে যেতে দেখা গিয়েছে। বড় হওয়ার পর এবং বিশেষ করে অভিনয় জগতের সঙ্গে যুক্ত হওয়ার পর গৌরব ও অর্জুন দুজনেই এখন প্রচণ্ড ব্যস্ত। সেভাবে প্রায়ই আর ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। তাই ছোটবেলার সেই ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে পুরনো স্মৃতিকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন গৌরব। 

গৌরব এদিন যে ছবিটি শেয়ার করেন, তাতে দেখা গিয়েছে যে তিনি ও অর্জুন পাহাড়ে ঘেরা সুন্দর এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। গৌরব কালো রঙের টি-শার্ট ও অর্জুন প্রিন্টেড শার্ট পরে আছেন। দুজনের মুখেই রয়েছে মিষ্টি হাসি। ছবিটি শেয়ার করে গৌরব লিখেছেন, “ছোটবেলার স্মৃতিগুলি খুবই স্পেশাল, তাই না? আপনি কি এই জায়গাটার নাম বলতে পারবেন?” গৌরবের এই ছবিতে তাঁর অনুগামীরা মন্তব্য করে বিভিন্ন পাহাড়ী এলাকার নাম বলেছেন। গৌরব চক্রবর্তীকে এরপর দেখা যাবে সেভেন ছবিতে। এখানে অঞ্জন দত্ত, স্ত্রী ঋদ্ধিমা ঘোষ ও সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে।

POST A COMMENT
Advertisement