scorecardresearch
 

Manasi Sinha's New Movie: ফের ছবি পরিচালনায় মানসী, এবার বলবেন সম্পর্কের গল্প! কাস্টিংয়ে বড় চমক

New Bangla Movie: বহু বছর অভিনেত্রী হিসাবে সকলের মন জয় করার পর, পরিচালনায় হাতেখড়ি হয়েছে তাঁর এবছর। প্রথম ছবি 'এটা আমাদের গল্প'-র সাফল্যের পর ফের পরিচালনায় মানসী।

Advertisement
অপরাজিতা, মানসী, অন্বেষা অপরাজিতা, মানসী, অন্বেষা

টলিউডের অন্যতম পরিচিত মুখ মানসী সিনহা। বহু বছর অভিনেত্রী হিসাবে সকলের মন জয় করার পর, পরিচালনায় হাতেখড়ি হয়েছে তাঁর এবছর। প্রথম ছবি 'এটা আমাদের গল্প'-র সাফল্যের পর ফের পরিচালনায় মানসী। ছবির নাম '৫ নম্বর স্বপ্নময় লেন'। শুভঙ্কর মিত্রের প্রযোজনায়, ধাগা প্রোডাকশনের ব্যানারে একগুচ্ছ টলিপাড়ার তারকাদের নিয়ে তৈরি হবে ছবিটি। 

মানসীর নতুন ছবির কাস্টিংয়ে রয়েছে বড় চমক। অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, তারীন জাহান, বিমল চক্রবর্তী, সোমা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা এই ছবিতে অভিনয় করবেন। শোনা যাচ্ছে, মুখ্য পুরুষ চরিত্রে পরিচালকের রথম পছন্দ শাশ্বত চট্টোপাধ্যায়। তবে এখনও, কিছু নিশ্চিত হয়নি।     
 
মানসী সিনহা জানান, "আমি সম্পর্কে খুব বিশ্বাস করি। আমি মনে করি সম্পর্কই শেষ কথা। যারা পরিস্থিতির চাপে একা থাকতে বাধ্য হয়, তাদের জন্য আমার মায়া হয়। এই গল্পটা তাদের, যারা একা থাকতে চান না। আমার মতোই যে মানুষগুলোর, একা থাকাটা একেবারেই পছন্দ না, তাদের নিয়েই এছবির গল্প। ছবির নামকরণেই বোঝা যাচ্ছে এটা একটা বাড়ির ঠিকানা। ধরে নেওয়া যাক, এটা একটা হারিয়ে যাওয়া ঠিকানা। কী করে এই ঠিকানাটা হারিয়ে গেল, তাই নিয়েই এই গল্পটা। অথবা এটাও বলা যেতে পারে, এটি একটি নায়ক ও দুই নায়িকার গল্প।"

এই ছবিতে অভিনয়েরর পাশাপাশি, টাইটেল ট্র‍্যাক লিখেছেন ও গেয়েছেন সুমিত সমাদ্দার । চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত (তাজু), সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন সৌভিক বসু এবং সঙ্গীত পরিচালনা জয় সরকারের। সব ঠিক থাকলে, আর মাস খানেকের মধ্যেই হবে '৫ নম্বর স্বপ্নময় লেন'-র শ্যুটিং।  

 

Advertisement
Advertisement