Ananya- Sukanta Engagement: সকালে সাবেকী- বিকালে ওয়েস্টার্ন পোশাকে, আশীর্বাদ- বাগদান সারলেন অনন্যা -সুকান্ত

Ananya Guha- Sukanta Kundu: একজন টেলিভিশনের, আরেকজন ডিজিটাল মাধ্যমের জনপ্রিয় মুখ। দু'জনেরই ফ্যানেদের সংখ্যা বিপুল। অনুগামীদের মনে কৌতূহল ছিল এবং সোশ্যাল মিডিয়াতেও বারবার ধেয়ে আসত প্রশ্নবাণ- প্রেম করছেন অনন্যা- সুকান্ত?

Advertisement
সকালে সাবেকী- বিকালে ওয়েস্টার্ন পোশাকে, আশীর্বাদ- বাগদান সারলেন অনন্যা -সুকান্ত  অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু (ছবি: ইনস্টাগ্রাম)

সোশ্যাল মিডিয়া খুললেই সামনে আসছেন অনন্যা গুহ- সুকান্ত কুণ্ডু। মঙ্গলবার বাগদান সারলেন জুটি। পরিবার ও কাছের বন্ধু-বান্ধব নিয়ে এদিন সকালে মিটেছে হবু বর- কনের আশীর্বাদ পর্ব। বিকেলে আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রির লোকেরাও। নেটমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জুটি।  

একজন টেলিভিশনের, আরেকজন ডিজিটাল মাধ্যমের জনপ্রিয় মুখ। দু'জনেরই ফ্যানেদের সংখ্যা বিপুল। অনুগামীদের মনে কৌতূহল ছিল এবং সোশ্যাল মিডিয়াতেও বারবার ধেয়ে আসত প্রশ্নবাণ- প্রেম করছেন অনন্যা- সুকান্ত? দু'জনের ছবি, পোস্ট দেখে এই আন্দাজ করছিলেন সকলেই। অবশেষে কিছু মাস আগে একটি ব্লগে সেই উত্তর দেন তাঁরা। জানান, 'জাস্ট ফ্রেন্ডস'-র হিসাবে তাঁদের সম্পর্ক আর সীমাবদ্ধ নেই। এবার সেই সম্পর্ক আংশিক পূর্ণতা পেল। 

মঙ্গলবার সকালে আশীর্বাদের আয়োজন করা হয় সুকান্তর ফ্ল্যাটে। সাবেকী সাজে সেজেছিলেন জুটি। অনন্যা নিজের জন্যে বেছে নিয়েছিলেন টুকটুকে লাল রঙা বেনারসি। সেই সঙ্গে অভিনেত্রীর পরনে ছিল স্মার্ট সোনালী গয়না। অন্যদিকে সুকান্ত পরেছিলেন লাল পাঞ্জাবি, সাদা চোস্ত পাজামা। সকালের মেনুতেও ছিল মুরগির রসুন ভর্তা, চিতল মাছের মুইঠ্যা, পাঁঠা ও মুরগির মাংস, দই কাতলা, ফুলকপির রোস্ট, মুর্গমসল্লম, কমলালেবুর চাটনি, মিষ্টির মতো নানা পদ।  

 

বিকালে আংটি বদল করেন জুটি। এই সময় দু'জনের পোশাকে ছিল পাশ্চাত্যের ছাপ। মেরুন রঙা গাউন পরেছিলেন অনন্যা। সঙ্গে তাঁর পরনে হিরের গয়না। অন্যদিকে সুকান্ত পরেছিলেন কালো রঙা স্যুট। রাতের খাবারে ছিল ফিউশন পদ। বাঙালি রীতি মেনে যেমন ছিল ভাত, পোলাও, মাংস । আবার সেই সঙ্গে ছিল পঞ্জাবি, চিনা খাবারও। প্রায় ছ’মাস ধরে সব পরিকল্পনা করেছিল দুই পরিবার। আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন জুটি। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sukanta Kundu (@letsbeconfused)

Advertisement

অনন্যার হবু বর অভিনয় জগতের সঙ্গে যুক্ত না হলেও, বিনোদন জগতের সঙ্গে যুক্ত। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী হলেও, তিনি একজন জনপ্রিয় ইউটিউবার। 'লেটস বি কনফিউজ' নামে তাঁকে অনেকেই চেনেন। মালদার ছেলে সুকান্ত, বর্তমানে কর্মসূত্রে বর্তমানে কলকাতাতেই থাকেন। অন্যদিকে অনন্যার বয়স এখন মাত্র ২১ বছর। তবে তিনি মনে করেন না অল্প বয়সের বিয়ে তাঁর কাজের মাঝে বাঁধা হয়ে দাঁড়াতে পারে।   

প্রসঙ্গত, অল্প বয়সেই জনপ্রিয়তা পেয়েছেন অনন্যা গুহ। 'কৃষ্ণকলি' ধারাবাহিকে মুন্নি চরিত্রের অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর 'মিঠাই'-র পিঙ্কিজি-কে দর্শকেরা আপন করেন নেন। 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' মেগাতেও কাজ করেছেন তিনি। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে, 'মিত্তির বাড়ি' সিরিয়ালে।    


 

POST A COMMENT
Advertisement